Wednesday , 14 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষ ! রুখে দ্বারায় ভারতীয় সেনা বাহিনী

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
December 14, 2022 1:00 pm
তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষ ! রুখে দ্বারায় ভারতীয় সেনা বাহিনী

news bazar24: সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন প্রায় ৩০০ চিনা সেনা ১৭ হাজার ফুট উচ্চতায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে ভারতীয় সেনার তৎপরতায় তা ব্যর্থ হয়। স্পাইকড ক্লাবস ও লাঠি নিয়ে হামলা চালায় প্রায় ২০০ লাল চিনা সেনা।
এই চীনারা ভারতীয় সেনা ছাউনিটি সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। যদিও সাহসিকতার সঙ্গে রুখে দ্বারায় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। কিছুক্ষণ পরেই অবশ্য পিছু হটে চিনা বাহেনি। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষে অন্তত ছয় ভারতীয় সেনা আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর সামনে আসার পরেই ময়দানে নেমেছে পড়েছে কংগ্রেস। সরকারের কাছে বেজিংকে ‘কঠোর সুরে’ ‘ব্যাখ্যা করার’ দাবি জানিয়েছে তারা। প্রধানমন্ত্রীর সমালোচনা করে কেন্দ্রের কাছে ‘কঠোর সুরে’ চিনের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শনের দাবি জানানো হয়েছে। এই ট্যুইটে কংগ্রেস লিখেছে, ‘অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারের দোদুল্যমান মনোভাব ত্যাগ করে এবার সময় এসেছে চিনকে কড়া সুরে বোঝানোর যে এই কাজ বরদাস্ত করা হবে না।’

আর এর পরেই এই বিষয়ে দুপুর ১২টায় লোকসভায় এবং দুপুর ২টোয় রাজ্যসভায় বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি এই বিষয়ে ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রীও।

সর্বশেষ - মালদা