Thursday , 25 August 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

উউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা সিবিআইয়ের, এসএসসি নিয়োগে দূর্নীতির অভিযোগ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 25, 2022 7:35 pm

news bazar24, শিলিগুড়ি: এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দিল সিবিআই।বুধবার সকাল দশটা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআইয়ের দশ থেকে বারো জনের একটি বিশেষ দল।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে।অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যর নাম ছিল।সেই অভিযোগের তদন্তেই এদিন হানা দেয় সিবিআই।সিবিআইয়ের দলটি দু’টি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ও আরেকটি উপাচার্যের আবাসনে হানা দেয়।”আমাদের জন্য আজ আত্মহত্যার দিন৷উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয়,গোটা উত্তরবঙ্গের জন্য আজ লজ্জাজনক দিন।উপাচার্যের জন্য আজ এদিন দেখতে হল।”এসিকে এসএসসি নিয়োগ দূর্নীতি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযান সিবিআইয়ের।আর ঠিক সেই সময়েই উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর ভূমিকা নিয়ে চরম সরব হলেন খোদ ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সমর কুমার বিশ্বাস।সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।এসএসসি তো বটেই,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মী নিয়োগেও দূর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সিবিআই হানা একপ্রকার কালো দিন বলে জানান তিনি।শিক্ষক নিয়োগে দূর্নীতি করায় বিশ্ববিদ্যালয়ের পড়াশুনোয় গুনগতমান নষ্ট হয়েছে।ইন্টারভিউয়ে দূর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের খাতের টাকা নয়ছয় হয়েছে বলেও সরব হন তিনি।প্রসঙ্গত,সুবীরেশ ভট্টাচার্য দেড় মাসের জন্য ছুটি নিয়েছিলেন।তার পর তিনি কলকাতায় ক্যাম্প অফিসে কাজে যোগ দেন।সম্প্রতি তিনি শিলিগুড়ি ফিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন৷সিবিআই সূত্রে জানা গিয়েছে,এসএসসিতে ৩৮১ জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়।তার মধ্যে ২২২ জনের পার্সোনালিটি টেস্ট দেয়নি।কারণ,তাঁরা লেখা পরীক্ষায় পাস করেননি।বাকি ১৬০ জন লেখা পরীক্ষায় পাস করলেও র‍্যাঙ্ক অনেক পিছনে ছিল।গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই৷আজ,বুধবার তাঁর অফিসে যান সিবিআইয়ের গোয়েন্দারা।সেখানে তাঁর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সিবিআই সূত্রে জানা গিয়েছে যে শিলিগুড়িতে উপাচার্যের আবাসনেও তল্লাশি চলছে।তল্লাশি হয়েছে কলকাতায় উপাচার্যের বাঁশদ্রোণীর বাড়িতেও।সেই বাড়িটি ইতিমধ্যেই সিল করেছে সিবিআই।অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক্সে পিএইচডি করেন।তখন তাঁর গাইড ছিলেন অধ্যাপক অনিল ভুঁইমালি।অভিযোগ,পিএইচডি কোর্স করতে ন্যুনতম দু’বছরের সময় প্রয়োজন হয়।থিসিস নিয়ে ওই সময়ের প্রয়োজন হয়।কিন্তু গোটা কোর্সটাই মাত্র এক বছরে শেষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।আর তা নিয়েই এখন জলঘোলা হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই।প্রায় পঞ্চাশ জন প্রাক্তন পড়ুয়ারা একটি গণ স্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছেন উপাচার্যকে।তার মধ্যে রয়েছেন ১৯৬৪ সালে ওই বিশ্ববিদ্যালয়ের থেকে উত্তীর্ণ অধ্যাপক।যদিও ওই বিষয়ে কোনভাবেই মুখ খুলতে রাজি নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যদিও অনিল ভুঁইমালির দাবি,নিয়ম মেনেই সব হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মালদহের নারায়ণপুরে জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত এক বৃদ্ধ।

বাইপাসে উল্টে গেল ট্রাক, সমস্যায় স্কুল পড়ুয়া, নিত্যযাত্রীরা

৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু দাদু নাতনির।

সাপের কামড়ে মৃত্যু এক যুবকের।

ফের জগদ্দলে গুলি!

মল্লারপুরের মলেশ্বর শিব মন্দির চত্বরে শিব ভক্তদের জন্য মহা প্রসাদের আয়োজন

আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

এক গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে.

Kolkata news:জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার আদেশ হাইকোর্টের

৩৫০ বছেরর পুরানো ১০৭ শিবের মন্দির , দেশের সেরা ‘পর্যটন গ্রামে’র স্থান জিতলো ”বরানগর”