Jalpaiguri news:মাল নদীর হড়পা বানে ৮ জনের মৃত্যু, প্রশাসনিক গাফিলতির বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর

Newsbazar24:জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বানে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখন প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায়। এখনো বহু মানুষ নিখোঁজ বলে দাবি স্থানীয়দের যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ আর কেউ নেই। আমরা গতকাল রাতে জানিয়েছিলাম ৭ জনের মৃত্যুর খবর। যদিও প্রশাসন সেই খবরের সত্যতা তখন স্বীকার করেননি। আজ সকালে আটজনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে।
স্থানীয় মানুষজন কিন্তু প্রশাসনের গাফিলতির দিকে প্রচন্ড ভাবে আঙুল তুলেছেন। স্থানীয় মানুষজনের অভিযোগ অবৈজ্ঞানিকভাবে নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।এর ফলে নদী কিন্তু রুদ্র মূর্তি ধারণ করেছে। এভাবে নদীর গতিপথ আটকানো আদৌ
কি সম্ভব?
এলাকাবাসীর আরও অভিযোগ বিপর্যয়স্থলের কাছে একটি মঞ্চে বুধবার সন্ধ্যায় বসে ছিলেন বিধায়ক বুলুচিক বরাই, আইসি, ডিএসপি। তাঁদের চোখের সামনে মানুষ ওই নদীতে নেমেছিলেন। পুলিশ কোনও বাধা দেয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিস্ফোরক অভিযোগ।তাঁদের দাবি, দুর্ঘটনার তত্‍ক্ষণাত্‍ পরেই প্রশাসনের তরফে কেউ কিংবা কোনও প্রশিক্ষিত ব্যক্তিকে উদ্ধারকার্যে নামানো হয়নি। স্থানীয় বাসিন্দারা, চা বাগানের শ্রমিকরা প্রাথমিক পর্যায়ে উদ্ধারকার্যে এগিয়ে এসেছিলেন। এমনকি পুলিশ সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে লাঠিচার্জ করেছিল বলেও অভিযোগ।
অবশ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাতভর তল্লাশি চালিয়েছে এনডিআরএফ-এর দল। কিন্তু বর্তমানে ওই নদী খাতে জল এতটাই কম যে সেখানে স্পিড বোডে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। নদীর পাড় ধরে হেঁটেও খোঁজ চালানো হচ্ছে।

  • Desk-2

    Related Posts

    বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রে ভোটের হার ৭১.৮৪ শতাংশ, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ

    Newsbazar24:বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতেই শেষ হল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। শুক্রবার সন্ধেয় এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া…

    বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় দফার ভোটে বাংলার তিন কেন্দ্রে ভোটের হার ৪৭ শতাংশ

    Newsbazar24:শুক্রবার বাংলার তিন কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট। এই তিনটি কেন্দ্র হল দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে…

    You Missed

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

    কপ্টারের ভেতরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

    কপ্টারের ভেতরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

    Malda news:তীব্র দাবদাহে ইংরেজবাজার পৌরসভার আউটডোর কর্মচারীদের জন্য গ্লুকোন ডি ও টূপি

    Malda news:তীব্র দাবদাহে ইংরেজবাজার পৌরসভার আউটডোর কর্মচারীদের জন্য গ্লুকোন ডি ও টূপি

    তৃণমূল প্রার্থী প্রসুনের সমর্থনে নির্বাচনী প্রচারে তৃণমূল বিধায়িকা ও সংগীতশিল্পী অদিতি মুন্সি

    তৃণমূল প্রার্থী প্রসুনের সমর্থনে নির্বাচনী প্রচারে তৃণমূল বিধায়িকা ও সংগীতশিল্পী অদিতি মুন্সি

    Malda Acident: প্রধানমন্ত্রীর সভা সেরে ফেরার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা আহত প্রায় ১০

    Malda Acident: প্রধানমন্ত্রীর সভা সেরে ফেরার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা আহত প্রায় ১০

    Malda News:বর্তমান প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যে আগ্রহী করে তুলতে মালদহে কর্মশালা

    Malda News:বর্তমান প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যে আগ্রহী করে তুলতে মালদহে কর্মশালা