Tuesday , 13 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Ramkeli Melaat Malda: ইতিহাস প্রসিদ্ধ গৌড়ে শুরু হতে চলেছে ঐতিহাসিক রাম কেলি মেলা

প্রতিবেদক
kartik pal
June 13, 2023 11:54 pm

Newsbazar 24:ইতিহাস প্রসিদ্ধ গৌড়ে শুরু হচ্ছে ঐতিহাসিক রামকেলি মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ ই জুন থেকে শুরু হচ্ছে সেই মেলা।চলবে ১৮ জুন পর্যন্ত। ১৫ জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মেলার। প্রাচীন রীতি মেনে ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চলবে মালদহের এই প্রাচীন মেলা।
ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। মালদা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শশাঙ্কের রাজধানী বলে পরিচিত গৌড়ে অবস্থিত রামকেলি ধাম‌। প্রতিবছরের মত এবারও ঐতিহাসিক রামকেলি মেলায় রাজ্যের পাশাপাশি দেশ এবং বিদেশ থেকেও সাধু-সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। ভক্তরাও ভিড় জমাতে শুরু করেছেন । কথিত আছে প্রায় ৫০৯ বছর আগে এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। এই মর্মে চৈতন্যদেবের মূর্তি স্থাপন করা হয়েছে এখানে। মেলা প্রাঙ্গণে পসরা সাজিয়ে বসেছেন বহু বিক্রেতা।প্রায় কয়েক লক্ষ দর্শক ভক্তদের সমাগম হয় প্রাচীন রামকেলি মেলায়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মেলা পরিচালনা করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এবার জৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে জলের কষ্ট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিক্রেতা থেকে শুরু করে সাধু সন্তরাও। মন্দিরের প্রধান পূজারীও এই কথা স্বীকার করেছেন। তবে অবশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক জানিয়েছেন জল সমস্যা জলসংকট মেটাতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্রেতাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন এবারে নিরাপত্তার খাতিরে একটি নির্দিষ্ট জায়গায় দোকান বসাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে তাদের খুবই অসুবিধা হচ্ছে।
নদীয়া থেকে আগত বিশ্বজিৎ পাল মূর্তি থেকে শুরু করে নানা রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। তিনি জানান দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি এই মেলায় আসছেন জিনিসপত্র নিয়ে। এবারে প্রচন্ড গরমে জলের খুব কষ্ট হচ্ছে তার উপর প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আরোপ করার ফলে আমাদের ব্যবসা করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। গোটা এলাকা জুড়ে দোকান করতে দেওয়া হচ্ছে না একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে এর ফলে আমাদের সাথে আসা অনেক ব্যবসায়ী দোকানের জায়গা ঠিকমতো খুঁজে পাচ্ছেন না। প্রশাসন হয়তো দর্শনার্থীদের স্বার্থে এই ব্যবস্থা করেছে কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের কিছু ক্ষতি হচ্ছে।তবে এর মধ্যেও তিনি আশাবাদী বিগত বছরগুলোর ন্যায় এবারেও তারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন।
সাধুদের মধ্যে সামোরাই হাজরা জানান তিনি বহরমপুর থেকে আসছেন সাত দিন হয়ে গেল এখানে আছেন এবারে জলের কষ্টের কথাও তিনি তুলে ধরেন বহুদূর থেকে জল এনে খেতে হচ্ছে। এর ফলে খুবই কষ্ট হচ্ছে
তিনিও আশা করেন এই জলসংকট থাকবেনা। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্দিরের প্রধান পূজারী মদন পানিগ্রাহী জানান, মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিকভাবে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি ইতিমধ্যে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক বেশ কয়েকবার এই মেলা স্থল পরিদর্শন করে গিয়েছেন। বিগত বছরগুলোতে যে সমস্যায় পড়তে হয়েছিল এবার যাতে সেই সমস্যায় না পড়তে হয় সেই ব্যাপারে জেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে বিক্রেতারাও পসরা সাজিয়ে বসেছেন এবং ভক্তরাও আসতে শুরু করেছেন। তিনি বলেন জৈষ্ঠ সংক্রান্তিতে মালদহে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। এবার এই মেলার ৫০৯ বছর পূর্ণ হবে। এই দিনটাকেই স্মরণ করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মেলায়। এই মেলা শুধুমাত্র বাংলা তথা ভারতবর্ষে নয় বিশ্বেও এই মেলার খ্যাতি রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মেলা দেখতে বহু ভক্তরা আসেন। এবার প্রচন্ড গরমে জলের কিছু কষ্ট দেখা দিয়েছে। জলস্তর নেমে যাওয়ায় নলকূপ গুলোতে জল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। জল সংকট মেটাতে পিএইচই থেকে পানীয় জল সরবরাহ করা হয়। এ প্রসঙ্গে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন ঐতিহাসিক এই রামকেলি মেলা আগামী ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে। ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থী ও ভক্তদের সুবিধার জন্য এবার কিছু কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে অপ্রীতিকর কোন অবস্থা তৈরি না হয়। মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে তার জন্য পুলিশ প্রশাসন সচেষ্টা রয়েছে। অতিরিক্ত টয়লেট, এছাড়াও এবার অতিরিক্ত গরমের জন্য জলের ব্যবস্থার জন্য সাবমারসিবল পাম্প এবং নলকূপ বসানোর জন্য পিএইচই মেকানিক্যাল কে বলা হয়েছে। পানীয় জলের জন্য জলের পাউচের ব্যবস্থা থাকছে গতবার প্রায় দশ হাজার পাউচের ব্যবস্থা করা হয়েছিল। এবার এটাকে বাড়িয়ে ডবল ২০ হাজার করা হয়েছে। এক কথায় বলা যায় এই মেলাকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য সমস্ত রকম ব্যবস্থা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আশা করি ভক্তরা ও দর্শনার্থীরা কোন অসুবিধায় পড়বেন না।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মালদহ জেলা কংগ্রেসের ডাকে হরিশ্চন্দ্রপুর ১নং ও ২নংব্লকের বিডিওকে ডেপুটেশান

জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতিতে রোগী মৃত্যুর অভিযোগ মিথ্যা দাবি মৃত শিশুর পরিবারের, ক্ষতিপূরণ ফেরাল তালিকায় থাকা প্রথম পরিবার

দুই দলের সংঘর্ষে রনক্ষেত্র চোপড়ায় হাসপাতালে ভর্তি আট।

পকেটসই দামে ৫ গয়না রাখতে পারেন পছন্দের তালিকায়

World Cup Football 2022:পোল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স

হরিশ্চন্দ্রপুরের বিস্ময় বালিকা ! ১২ বছর বয়সে চমকে দিয়েছে সকলকে

CRPF স্কুলে শিক্ষক পদে বিপুল নিয়োগ

আরাবুল ও শান্তনুকে বহিস্কার করলো তৃণমূল

কোটায় ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, পাশে পড়ে চিঠি

“আমরা সব সময়ই ইউক্রেনের পাশে রয়েছি” – ব্রিটিশ প্রধানমন্ত্রী