Thursday , 4 April 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Murshidabad News :ভরতপুর ১ ব্লক ও বড়ঞা ব্লকের নদী থেকে দিনে দুপুরে চলছে অবাধে মাটি পাচার

প্রতিবেদক
kartik pal
April 4, 2024 1:04 am

Newsbazar24:মুর্শিদাবাদের ভরতপুর ১ ব্লক এলাকার কুয়ে নদী ও বড়ঞা ব্লকের ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি পাচারের অভিযোগ উঠছে মাফিয়াদের বিরুদ্ধে। এমনকি ভরতপুরে নদীর বাঁধের মাটি কেটেও পাচার করছে দুষ্কৃতীরা। এনিয়ে ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দারা লিখিত অভিযোগ করার পরেও অবাধে চলছে বালি লুট।
মঙ্গলবার ভরতপুরের জাখিনা গ্রামের কাছে গিয়ে দেখা গেল, সেখানে প্রায় ২০টি ট্রাক্টরে করে নদী থেকে অনবরত মাটি ও বালি পাচার করা হচ্ছে। একটি জেসিবি’র মাধ্যমে নদী থেকে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক্টরে। পরে সেই ট্রাক্টর গুলি জঙ্গলের ভিতর দিয়ে মাঠের রাস্তা ধরে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে। অল্পদরে বিক্রি করা হচ্ছে মাটি ও বালি। অভিযোগ, প্রায় একমাস ধরে এই ভাবেই চলছে বালি ও মাটি পাচার। এমনকি কুয়ে নদীর বাঁধের মাটিও কেটে পাচার করেছে দুষ্কৃতীরা। এদিন সাংবাদিকরা সেই ছবি সংগ্রহ করতে গেলে মাফিয়াদের কাছে মেলে হুমকি।
এই ঘটনায় সম্প্রতি ভরতপুর ১ ব্লক ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দাদের একাংশ বালি ও মাটি পাচারের লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা জানান। স্থানীয় বাসিন্দা আলমগীর শেখ বলেন, গত ২৮ মার্চ আমরা ভরতপুর ১ ব্লক ভূমি সংস্কার দপ্তরে বালি ও মাটি চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মাফিয়াদের চুরির প্রবণতা আরও বেড়ে গিয়েছে। আগে লুকিয়ে পাচার হলেও এখন প্রকাশ্যে পাচার চলছে। স্থানীয় বাসিন্দা তথা গুন্দোরিয়া পঞ্চায়েত সদস্য কাফারুল শেখ বলেন, অভিযোগ জানানোর পরেও মঙ্গলবার প্রায় ২০টির বেশি ট্রাক্টর সারাদিন নদী থেকে বালি ও মাটি কেটে নিয়ে গিয়েছে। এমনকি কুয়ে নদীর বাঁধের মাটিও কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসন নির্বিকার। ফলে এই এলাকার হাজার হাজার বাসিন্দা চরম সমস্যায় পড়েছেন। বর্ষাতে এই এলাকা বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা থেকে গেল।
যদিও ভরতপুর ১ বিএলআরও পুলক চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। পুলিসের সঙ্গে কথাও বলা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বড়ঞা ব্লক এলাকার সুন্দরপুর গ্রামের কাছে বিল্পবী ননী সেতু সংলগ্ন এলাকাতেও অবৈধভাবে বালি ও মাটি পাচারের অভিযোগ তুলছেন বাসিন্দারা। সেখানে ওই সেতু থেকে কিছুটা দূরেই অসংখ্য ট্রাক্টরে করে বালি ও মাটি পাচার হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। এমনকি ক্ষতিগ্রস্থ হচ্ছেন চাষিরাও। স্থানীয় বেলগ্রামের চাষি আসলাম শেখ বলেন, মাফিয়ারা অবৈধাভাবে নদী থেকে বালি ও মাটি চুরি করছেই। আবার সুযোগ পেলে চাষের জমির মাটিও কেটে নিয়ে পালাচ্ছে। প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউ। প্রতিবাদ করতে গেলেই মিলছে হুমকি। এমনটি ট্রাক্টর উঠানামার জন্য বাঁধের মাটিও কেটে ছোট করা হচ্ছে।

এবিষয়ে সেচ দপ্তরের কান্দি মহকুমা আধিকারিক সুনীল কুমার চট্টোপাধ্যায় বলেন, ভরতপুরের সমস্যা সেখানকার বিএলআরওকে জানান হয়েছে। তিনি বুধবারের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই পুলিসে অভিযোগ করব। বড়ঞা’র বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

ফের স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি

ঘুরে আসুন আদিনা ডিয়ার ফরেস্ট থেকে !মালদার পর্যটনস্থল আদিনা-পান্ডুয়ায় ভিড় পর্যটকদের

হলদিয়ার লালগড়ে বড়সড় ভাঙ্গন।দেখতে দেখতে ভেসে গেলো শ্যামল মাইতি সহ ২২

কার্শিয়াং এ সবুজের বাগানে এখন দেখা মিলছে কমলালেবুর

দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা সংক্রামিতের সংখ্যা ১ হাজার ছাড়াল

ভারতীয় ফুটবলের ঘরোয়া মরসুম ১ অগস্ট থেকে শুরু হবে

পুরুলিয়াতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫০-৬০ জন যাত্রীর আহত , উদ্ধারে স্থানীয় মানুষ ও পুলিশ

আবারও এক বেসরকারি ব্যাংকের কর্মীকে গুলি করে টাকা ছিনতাই ।

মুর্শিদাবাদের সাঁকো পাড়া হল্ট স্টেশনে অবরোধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা যাত্রীরা

Malda news:মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা পরিদর্শনে নতুন জেলাশাসক