দেড় টন এসির মাসিক খরচের একটা ন্যূনতম হিসাব 

Newsbazar24 :

 

গরমের দিনে ঘরের তাপ থেকে মুক্তি পেতে এসি এক কার্যকরী সমাধান। এটি অন্যান্য কুলিং ডিভাইসের তুলনায় অনেক বেশি কার্যকর হলেও, দামে ব্যয়বহুল এবং চালানোর খরচও তুলনামূলকভাবে বেশি। এই কারণেই অনেকেই চাইলেও এসি কেনার সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েন। কিন্তু আপনি কি জানেন, এসি চালালে ঠিক কতটা বিদ্যুৎ বিল আসে? ঘর বা ফ্ল্যাটে সাধারণত ১.৫ টনের এসি বেশি ব্যবহৃত হয়। এখানে ১.৫ টনের ৩ স্টার এবং ৫ স্টার রেটিং যুক্ত এসি চালানোর ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ খরচ কত হতে পারে?

 

বাজারে ১.৫ টনের এসি সবচেয়ে বেশি বিক্রি হয়। ছোট বা মাঝারি আকারের ঘরের জন্য এটি বেশ উপযোগী। তবে বেশিরভাগ মানুষ জানেন না যে, এটি চালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং তার ভিত্তিতে কত টাকা বিল আসে।আসলে, বিদ্যুৎ বিল কত আসবে তা নির্ভর করে এসির পাওয়ার কনজাম্পশনের উপর। বর্তমানে বাজারে ১ স্টার থেকে ৫ স্টার রেটিং পর্যন্ত এসি পাওয়া যায়। ১ স্টার এসি সস্তা হলেও বিদ্যুৎ বেশি খরচ করে, আর ৫ স্টার এসি দামি হলেও অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। যদি আপনি ৫ স্টার রেটিং যুক্ত ১.৫ টনের স্প্লিট এসি কিনেন, তাহলে এটি প্রতি ঘণ্টায় আনুমানিক ৮৪০ ওয়াট বা ০.৮ কিলোওয়াট (kWh) বিদ্যুৎ খরচ করে। দিনে ৮ ঘণ্টা চালালে এটি প্রতিদিন প্রায় ৬.৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে। যদি আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ ৭.৫০ টাকা হয়, তাহলে প্রতিদিনের খরচ হবে আনুমানিক ৪৮ টাকা এবং মাসে প্রায় ১,৫০০ টাকা। অর্থাৎ, একটি ৫ স্টার এসি চালালে প্রতি মাসে এই পরিমাণ খরচ হতে পারে।