Wednesday , 10 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Mango sweets:মুখ্যমন্ত্রীর নির্দেশে আম নিয়ে তৈরি হল মিষ্টি জেলা প্রশাসনিক সভায় আমের মিষ্টির নমুনা পেশ

প্রতিবেদক
kartik pal
May 10, 2023 7:41 pm

Newsbazar 24:মালদহের অর্থকরী ফসল আম। গত ৪ মে মালদহে প্রশাসনিক সফরে এসে মুখ্যমন্ত্রী আম নিয়ে শিল্প ভাবনার কথা বলেছিলেন,পাশাপাশি আম মিষ্টি ও আমের দইয়ের কথাও উল্লেখ করেছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মালদা জেলার মিষ্টি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আম থেকে বেশ কয়েক রকম মিষ্টি তৈরি করে নমুনা প্রশাসনের কাছে পেশ করেছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলার আম শিল্প নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, জেলার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি,
মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। সেখানেই আমের স্বাদ মেশানো রসকদম্ব, সন্দেশ, চমচম সহ প্রায় ১২ রকমের মিষ্টি পেশ করেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর কথামতো এই উদ্যোগ শুরু করার জন্য সাধুবাদ জানিয়েছে জেলাশাসক নীতিন সিংহানিয়া।
বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসকের উপস্থিতিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স , মালদা ম্যাংগো অ্যাসোসিয়েশন এবং মিষ্টান্ন ব্যবসায়ীরা একটি বৈঠক করেন। সেখানেই আমনির্ভরশীল বেশ কিছু মিষ্টির প্রাথমিক প্রস্তুতির উপকরণ পেশ করা হয়। যা দেখে খুশি জেলা প্রশাসনের কর্তারা। ছানার সঙ্গে আমের ফ্লেভার মেশানো মিষ্টির স্বাদ চেখেও দেখেছেন প্রশাসনের কর্তারা। অপূর্ব রসালো সুস্বাদু এই আমের নির্ভরশীল মিষ্টি যে মালদার বাজার আরও বেশি করে ধরতে পারবে তা নিয়েও একপ্রকার আশাবাদী প্রশাসনের কর্তারা।
আমের উপকরণ দিয়ে তৈরি মিষ্টি
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, ‘ বিগত ৪ মে মালদায় প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমকে কাজে লাগিয়ে মিষ্টি তৈরি করতে। তাতে মালদার বাজারে আমের কদর আরও বাড়বে। চাহিদা বাড়বে মালদার মিষ্টিরও। মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে আমরা জেলার মিষ্টি ব্যবসায়ীদের কাছে প্রস্তাব রেখেছিলাম আম নির্ভর মিষ্টি তৈরির জন্য। আর পাঁচ দিনের মধ্যেই বিভিন্ন মিষ্টি ব্যবসায়ীরা আমের ফ্লেভার দেওয়া মিষ্টি তৈরি করে আমাদের সামনে পেশ করেছেন। এতে মালদার মিষ্টির সুনাম এবং চাহিদা আরও বেশি হবে বলেও আমাদের ধারণা।’ এ বিষয়ে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে একটি আলোচনা সভাও করা হয়।
মালদার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং প্রশাসনের কথামতো প্রথম দফায় বেশ কিছু আমনির্ভর মিষ্টি তৈরি করছি। তার কিছু নমুনা জেলা প্রশাসনের কর্তাদের কাছে দেওয়া হয়েছে আগামিতে এই আম নির্ভর মিষ্টি বেশি করে করা হবে। আশা করছি এতে মিষ্টি ব্যবসায়ীদের অনেকটাই লাভ হবে।’

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

দিল্লি পদপিষ্ঠ কাণ্ডে এবার টাকার ঝুলি নিয়ে সরকার

Malda Sports:ঝলঝলিয়া হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সূচনা

ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করতে ঘরোয়া নাইট ক্রিম ব্যবহার করুন

মমতার মন্ত্রিসভায় রদবদল, নতুন কারও ঠাঁই হল না, দায়িত্ব বাড়লো মানষ ও চন্দ্রিমার

সাত সকালেই গার্ড অব অনার নতুন সি ভি আনন্দ কে। কলকাতায় এলেন বাংলার নতুন রাজ্যপাল

গ্রিসে ভয়ঙ্কর দাবানলে মৃত ২, গুরুতর অগ্নিদগ্ধ ‌ 20 জন, দাবানল তুরস্কে ছড়িয়ে পড়ছে

পেট্রোপোলের সভা থেকে অনুপ্রবেশ ও দুর্নীতি বন্ধে রাজ্যে পরিবর্তনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর

এবার করোনায় সংক্রামিত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Malda: চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক৷ চলল উত্তমমধ্যম

দীপাবলিতে চীনের তৈরি টুনি বাল্বে কমছে মাটির প্রদীপের চাহিদা, চিন্তায় মৃৎশিল্পীরা