Tuesday , 14 February 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda:শান্তিনিকেতনের আদলে রাজ্যের হস্ত শিল্পীদের আয়ের লক্ষ্যে সোনাঝুরি হাটের আয়োজন

প্রতিবেদক
kartik pal
February 14, 2023 11:45 pm

Newsbazar24:ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায়,ইংরেজবাজার পৌরসভার ২০ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় শান্তিনিকেতনের আদলে মালদহ শহরে আয়োজিত হল সোনাঝুরি হাটের।
মঙ্গলবার বিকেলে মালদা শহরের মহানন্দা শিশু উদ্যানে প্রথমে পুলওয়ামায় নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তারপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে সোনাঝুরি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, উদ্যোক্তা কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার, গৌতম দাস পূজা দাস সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের এই হাট তৃতীয় বর্ষে পড়ল। আগামী ২০ তারিখ পর্যন্ত সাত দিন ধরে চলবে সোনাঝুরি হাট। রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক শিল্পী তাদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন সোনাঝুরি হাটে। কাপড়, কাঠের তৈরি আসবাবপত্র সহ ঘর সাজানোর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এর পাশাপাশি মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ প্রসঙ্গে উদ্বোধক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার দুলাল সরকার ও চৈতালি সরকার এর উদ্যোগে এবার নিয়ে তৃতীয়বার এই সোনাঝুরি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন। রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের সংস্কৃতি এবং শিল্পকলাকে মেলার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছেন।
উদ্যোক্তা কাউন্সিলার দুলাল সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সক্রিয় সহযোগিতায় আমরা তৃতীয়বার এই সোনাঝুরি হাটের আয়োজন করেছি। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এদিন এই মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হলো। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ১০০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করেছে। তারা তাদের সংস্কৃতি এবং শিল্পকলা নিয়ে এই মেলায় হাজির হয়েছে আর্থিক লাভের আশায়। পাশাপাশি সাত দিন ধরে এই মেলায় জেলার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এক কথায় এই মেলার মধ্য দিয়ে এই কদিন একদিকে যেমন মানুষ আনন্দ উৎসব মেতে ওঠে অন্যদিকে শিল্পীরা তাদের হস্তশিল্প বিক্রি করে কিছু রোজগার করেন। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজর্ষি দাস জানান আমরা খুব আনন্দিত এবং গর্বিত তৃতীয়বারের জন্য মালদহে সোনাঝুরি হাটে অংশগ্রহণ করতে পেরে। মালদহে ২০২০ থেকে এই মেলা চলছে। সেবার জেলা শিল্প কেন্দ্র এই মেলা হয়েছিল। তারপর থেকে মূলত দুলাল সরকার ও চৈতালি সরকারের উদ্যোগে এই মহানন্দা শিশু উদ্যানের পাশে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার রাজ্যের ১৯ টি জেলা থেকে মোট ১০০ জন শিল্পী তাদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে এই মেলায় হাজির হয়েছেন। পাশাপাশি মালদহের স্বনির্ভর গোষ্ঠীও আমাদের এই সোনা জুড়ি হাটে সামিল হয়েছেন। গত বছর মালদহে এই মেলা থেকে আমাদের শিল্পীরা প্রায় ২৪ লক্ষ টাকার হস্ত শিল্প বিক্রি করেছিলেন। আমাদের আশা এবারে আমরা কতবারের রেকর্ড ভেঙে আরো বেশি টাকার জিনিস বিক্রি করতে পারব।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

আজ (বুধবার) মুখ্যমন্ত্রীর জোড়া বড়ো কর্মসূচি 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মূল সড়ক এশিয়ান হাইওয়ে-২ এর রাস্তা নিয়ে পরিবহন মন্ত্রীকে চিঠি

দাঁত সাদা করার ঘরোয়া টোটকা

सीपीएम की दार्जिलिंग जिला समिति का 23वां जिला सम्मेलन आयोजित

মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে ' ' এমন একটি মডেল বানালেন এক শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যাক্তি, ইচ্ছে মুখ্য মন্ত্রীকে উপহার দেবার

মাউন্ট ইউনাম জয় করে ঘরে ফিরলেন মেমারির রাজা।

পিটিয়ে মারার ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত

দুয়ারে রেশন প্রকল্পের ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো মালদা প্রশাসনিক ভবন চত্বরে

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে মৃত ৩, আহত ৩৫, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

রাশিফল — 21 February