Friday , 28 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:মালদহে বন্দুক বাজ কাণ্ডে ধৃতের স্ত্রীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

প্রতিবেদক
kartik pal
April 28, 2023 5:47 pm

Newsbazar 24: পুরাতন মালদহের মুচিয়ার চন্দ্রমোহন হাই স্কুলে বুধবার আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বন্দুকবাজ দেব বল্লভের স্ত্রী পুত্রকে আটকে রাখার দাবি উড়িয়ে দিলেন তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী রীতা দেব বল্লভ। বৃহস্পতিবার রীতাদেবীর খোঁজে সংবাদ মাধ্যম বেরিয়ে পরেছিল। অবশেষে খোঁজ পাওয়া যায় তার বাবার বাড়িতে রয়েছে। তার বাড়িতে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁকে এবং তাঁর নাবালক পুত্রকে কেউ আটক রাখেননি। তিনি বলেন দেবের সঙ্গে বর্তমানে তাঁর কোনও সম্পর্ক নেই। তাছাড়া ডিভোর্সের মামলাও চলছে আদালতে।
তবে তিনি স্বীকার করেন দেবের মাথার ঠিক নেই। এই পরিস্থিতিতে তিনি প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে চান । শ্বশুরকে নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে চান । এমনকি স্বামীর চিকিত্‍সাও করাতে চান তিনি । কিন্তু কে বা কারা বারবার তাঁর স্বামীকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে, সেটা তিনি জানতে চান ।
তিনি বলেন গত বুধবার পুরাতন মালদার মুচিয়া অঞ্চল চন্দ্রমোহন হাইস্কুলে ঢুকে পিস্তল হাতে নিয়ে দেব হুমকি দিয়েছিলেন ঠিকই কিন্তু কাউকে গুলি করেননি।এমনকি ভয় দেখাতে শূন্যেও গুলি চালাননি । তিনি আরো জানান,বিয়ের পরই আমি লক্ষ্য করি, ও খানিকটা মানসিক ভারসাম্যহীন । শাশুড়ি জানায় ছোট থেকেই ওর মাথার সমস্যা। তখনই চিকিত্‍সকরা জানিয়েছিলেন, বয়স বাড়ার সঙ্গে সেই সমস্যা বাড়বে । আমি রাজনীতিতে ঢোকার পর ওর মাথার সমস্যা আরও বেড়ে যায় । ও কিন্তু ভীষণ সিধেসাধা । যে যা বোঝায়, ও সেটাই করে । তিন বছর ধরে আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই । তাই ও কেন পিস্তল হাতে স্কুলে গেল, আমি বলতে পারব না । সেটা ওর পরিবারের লোকজন কিংবা কাছের মানুষজনই বলতে পারবেন । কিন্তু প্রশাসনের কাছে আমার প্রশ্ন, বারবার ওকে কে অস্ত্র সরবরাহ করছে ? তবে ও দাবি করলেও আমাকে কিংবা আমার ছেলেকে কেউ অপহরণ করেনি । হয়তো ওকে এটাও কেউ বোঝাচ্ছে। তিনি বলেন, আমি শ্বশুরবাড়ি যাব । আমার বৃদ্ধ এবং অসুস্থ শ্বশুরমশাই আমাকে দেখতে চেয়েছেন । আমি তাঁর কাছে যাব । শ্বশুরমশাইকে নিয়ে আমি স্বামীর সঙ্গেও দেখা করব। তিনি জোর দিয়ে বলেন এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগ নেই।
প্রসঙ্গত ২০২২ এর ২৬ জুন প্রায় এমনই ঘটনা ঘটিয়েছিলেন দেব বল্লভ । নিজের ঘরে হাতে খোলা পিস্তল, টেবিলে পেট্রল বোমা রেখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন, তিনি স্ত্রী-সন্তানকে ফিরে পেতে চান । তার জন্য তিনি প্রয়োজনে যে কাউকে খুন করতে পারেন । সেই ঘটনায় মালদা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে । পরে তিনি জামিনে মুক্তি পান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নেমুয়া গ্রামের বাসিন্দা দেব বল্লভ। নিজের জমিতে চাষবাস করতেন। গ্রামে বিজেপির সক্রিয় নেতা হিসাবেও পরিচিত ছিলেন দেব। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তাঁর স্ত্রী রীতা দেব বল্লভ বিজেপির টিকিটে প্রার্থী হন। ২০২১ সালে দলবদল করে তৃণমূলে যোগ দেন দেবের স্ত্রী। জানা যায় দলবদলের পর থেকেই মহিলা তাঁর দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছেলেকে নিয়ে ওল্ড মালদহ ছেড়ে বামনগোলায় থাকেন।
নেমুয়া গ্রামের বাসিন্দারা জানান, দেববাবু এমন ছিলেন না । ভালো মানুষ । কৃষিকাজ নিয়েই থাকেন । গ্রামের কারও সঙ্গে কোনওদিন ঝামেলা হয়নি তাঁর । কিন্তু স্ত্রী-পুত্র বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি খানিক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

কোভিড হানায় ভারতীয় ক্রিকেট জগত, মৃত প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা রাজেন্দ্রসিং জাদেজা

এই ৫ টি ফল খেলে কোলেস্টেরল জব্দ করা সহজ হবে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালদা ও দুই দিনাজপুর নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা।

রামনবমী – ঘটনার ঘনঘটা রামনবমীর সকাল

প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে বৃক্ষরোপনের সঙ্গে রাস্তার উদ্ধোধন

মালদহের কালিয়াচকের তৃণমূল নেতার বাড়িতে তীব্র বোমা বিস্ফোরণ, বাড়ির মালিক পলাতক।।

বিশ্ব আর্থ্রাইটিস দিবস:: আর্থ্রাইটিসের লক্ষণ এবং প্রতিরোধের উপায়

এলাকাকে জীবাণুমুক্ত করার লক্ষে ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ দাস

ভ্রমণ- পাহাড়ে বেড়াতে যাবেন? কয়েকটি সতর্কতা মেনে চলুন

শীতকালে তাপের রেকর্ড ভাঙতে শুরু করলো , ঝাড়খণ্ডের চাইবাসার তাপমাত্রা জানুয়ারিতেই ৩৩.৮ ডিগ্রিতে পৌঁছেগেলো