Friday , 31 March 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:টিউবওয়েলের জলের আর্সেনিকের বিষের শিকার কালিয়াচকের খালতিপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ

প্রতিবেদক
kartik pal
March 31, 2023 5:14 pm

Newsbazar 24: কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর গ্রাম পঞ্চায়েতের খালতীপুর সহ আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ এখনো আর্সেনিকযুক্ত জল পান করছেন। বারবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন জেলা প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। আর্সেনিকমুক্ত পানীয় জল না পেয়ে কেউ কেউ নিজেদের উদ্যোগে টিউবওয়েল বসিয়েছেন। আবার কোথাও কোথাও পঞ্চায়েতের উদ্যোগে টিউবওয়েল বসেছে। কিন্তু সেই টিউবওয়েলের জল পানের অযোগ্য। টিউবওয়েল জল থেকে আয়রন পরছে। সেই আয়রন জলই ফিল্টার করে খেতে হচ্ছে এলাকার মানুষদের। বালির মধ্যে জল রাখা হচ্ছে । সেই জল ফিল্টার করে অন্য পাত্রে রেখে তারপর সেই জল খাচ্ছেন এলাকার মানুষ। তবে যে বালির মধ্যে জল ডালা হচ্ছে সেই সাদা বালি লাল হয়ে যাচ্ছে।। এই সমস্যা দীর্ঘদিনের এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। এলাকার মানুষেরা এদিন ক্ষোভ উগরে দিচ্ছেন।
এলাকার বাসিন্দা জেলি খাতুন বলেন পানীয় জলের খুবই সমস্যা এখানে। নিজেদের উদ্যোগে টিউবওয়েল বসানো হয়েছে কিন্তু সেই জলে খুবই আয়রন। খাওয়ার জলের জন্য জলকে বালি ও পাথর দিয়ে ছেকে নিতে হচ্ছে। কিন্তু সেই বালিও লাল হয়ে যাচ্ছে। সমস্ত জামা কাপড় ও লাল হয়ে যাচ্ছে। এই জল খেয়ে আমরা বিভিন্ন রকম পেটের রোগে ভুগছি। দীর্ঘ প্রায় ১০ বছরের উপর হতে চলল আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা এখনো হয়নি। আমরা বারেবারে গ্রাম পঞ্চায়েত কে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত এর প্রতিকার হয়নি। বাধ্য হয়েই আর্সেনিকযুক্ত বিষ জল পান করতে হচ্ছে।
মোহাম্মদ আকতারুল হক নামে এক গ্রামবাসী জানান, আমাদের এই গ্রামে প্রায় 300 পরিবার রয়েছে আমরা দীর্ঘ প্রায় ১২-১৪ বছরের উপর হতে চলল এই বিষযুক্ত জল পান করছি। জল খেয়ে আমাদের ছেলেমেয়েরা, আমরাও পেটের রোগে ভুগছি। গোটা শরীরে দাগ হয়ে যাচ্ছে। স্কিনের বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। মাসে দুবার তিনবার করে আমাদেরকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। আজ পর্যন্ত এর কোন সুরাহা হয়নি। আর্সেনিক মুক্ত জলের জন্য আমরা বহুবার আবেদন নিবেদন করেছি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি জেলা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের আর্সেনিকমুক্ত জলের কোন ব্যবস্থা হয়নি হয়নি । বেশ কিছু দিন আগে দিদির দূত হিসাবে আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই গ্রামে এসেছিলেন আমরা তাকে বহু আবেদন নিবেদন করে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা তার কোন উদ্যোগ লক্ষ্য করিনি। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে আছেন। এ ব্যাপারে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরদার বলেন, খালতিপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছ থেকে আমরা একটা দরখাস্ত পেয়েছি আর্সেনিক মুক্ত জলের ব্যাপারে। এবং তারা তাদের সমস্যার কথা জানিয়েছেন টিউবয়েলের ব্যাপার নিয়ে। কালিয়াচক ১,২ ও ৩ নম্বর ব্লকের আর্সেনিক মুক্ত জলের ব্যাপারটা দেখেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তরের আর্সেনিক বিভাগ। তাদেরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। যদিও এর আগেও জানানো হয়েছিল। আমি এসডিও এবং এডিএম কেউ লিখিতভাবে ব্যাপারটা জানিয়েছি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক যারা এখানে আসেন তাদের কেউ ব্যাপারটা জানানো হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিউবওয়েলের জল পান করার ব্যাপারে তিনি বলেন ওই জলে আর্সেনিক রয়েছে। শীঘ্রই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং গ্রামবাসীদের কে নিয়ে একটি সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হবে সেখানে, যাতে মানুষ ওই জল পান না করে।

*ছবিতে টিউবওয়েলের জল ছাকার পরে বালির কি অবস্থা সেটা দেখানো হয়েছে*

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

 ৩০০ ফুট গভীর খাদে সেনার গাড়ি পড়ে গিয়ে  ৫ সেনার মৃত্যুর ঘটনা কি জঙ্গি হামলার  আশঙ্কা  ?

ড্রাগন ফল চাষের উপকারিতা ও পদ্ধতি।

কালিয়াচকে রোমহর্ষক খুন কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ আসিফকে জেলা আদালতে পেশ করা হয়েছিল কিন্তু শুনানি হলো না ,কেন জানতে পড়ুন।।

প্রাথমিকে নয়া পদ্ধতির নিয়োগে গুরুত্ব যোগ্যতায়

সুকান্ত দিল্লি গিয়ে শাহ কে শোনালেন লম্বা অভিযোগ ! শোনালেন ৭৬ শতাংশ ভোট বৃদ্ধির কথা

কেন্দ্রীয় সরকারের সিদ্বান্তে অবশেষে মালদার প্যাক হাউস চালু হতে চলেছে। ৷

আম্ফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৮ শে ডিসেম্বর আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন।।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৮ শে ডিসেম্বর আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন।।

রাশিফল — 19 December

মঙ্গলে ছিল ‘নদী’- তথ্য এলো নাসার হাতে