Saturday , 29 October 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যানের বহিষ্কার দাবি আজাদ হিন্দ বাহিনীর প্রকাশ্য সভায়

প্রতিবেদক
kartik pal
October 29, 2022 9:41 pm

Newsbazar 24:- মালদহ জেলায় তৃণমূলের আদি ও নব্য দন্দ্ব আবারও প্রকাশ্যে । প্রকাশ্য সভায় জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানকে বহিষ্কারের দাবি তুললেন কর্মীরা। সেখানে উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূলের জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করতে এবং গ্রাম বাংলায় তৃণমূলের ভিতকে সূদৃঢ় করতে তিনি প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছেন। তারই অঙ্গ হিসাবে তার মালদা সফর। জয় হিন্দ বাহিনীর মালদা জেলা শাখার সভায় দলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সরব হলেন আদি তৃণমূল নেতারা ।
জয়হিন্দ বাহিনীর মালদা শাখার সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা মহম্মদ হেসামুদ্দিন বলেন,”বর্তমান জেলা সভাপতি আর চেয়ারম্যানকে দ্রুত বহিষ্কার না করা হলে আমরা কী করব, তা একমাস পরে ভাবব। এঁরা দু’জন জেলা তৃণমূলটাকে বিক্রি করে দিতে চান । এঁরা টাকা ছাড়া আর কিছু বোঝে না । দুর্নীতিতে একেবারে ডুবে গিয়েছে । এঁদের বহিষ্কার না করা হলে জেলায় দলের ফল ভালো হতে পারে না । সত্যি কথা বলতে আমার দ্বিধা নেই । আমি এই চেয়ারম্যানকে ছাড়ব না ।”সবাই উপস্থিত কার্তিক বন্দ্যোপাধ্যায় সব শোনেন। সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও ।
ঠিক সেই সময় কিছুটা দূরে জেলা তৃণমূলের তরফে এক যোগদান সভায় ছিলেন দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়-সহ ব্লক তৃণমূলের নব্য নেতৃত্ব ।
মালদা জেলা তৃণমূলে আদি এবং নব্যর গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে । পঞ্চায়েত নির্বাচনের মুখেও তা মেটার কোন লক্ষণ নেই । বিশেষ করে রতুয়ার দুটি ব্লকে দলীয় সংঘাত প্রকট । গত বিধানসভা ভোটে রতুয়া কেন্দ্রে সমর মুখোপাধ্যায়ের জয় এবং পরবর্তী সময়ে তাঁকে জেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে । তার কিছু কারণও সামনে এনেছেন বিক্ষুব্ধরা । তাঁরা জানান, মৌসম নুরকে সরিয়ে আবদুর রহিম বক্সিকে দলের জেলা সভাপতি হওয়ার পর পর তাঁর সঙ্গে সমর রহিম বকসির দিকে চলে আসেন। দু’জন নিজেদের মতো দল চালাতে শুরু করেন । পুরোনোরা তাঁদের কাছে ব্রাত্য হয়ে যান ।
পরবর্তীতে সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্তিক বন্দ্যোপাধ্যায়ও কার্যত এই দাবিকে পরোক্ষভাবে সমর্থন করলেন । তিনি বলেন, “দলের পুরোনো কর্মীদের অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে, তাঁরা সম্মান পাচ্ছেন না । মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, পুরোনো কর্মীদের সামনে এনে কীভাবে দলটাকে বাঁচাতে হয় । যারা পুরোনোদের ভুলে যায়, তারা ভুল করে । পুরোনোর উপর ভিত্তি করেই ভবিষ্যত্‍ তৈরি হয় । অত সহজে তৃণমূলের ক্ষতি করা যায় না ।”
এদিকে ওই একই সময় গতকাল সামসীতে যোগদান সভার আয়োজন করেছিল জেলা তৃণমূল । সেখানে কংগ্রেস ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। পরে জয় হিন্দ বাহিনীর সভা নিয়ে সমর মুখোপাধ্যায় বলেন, “বাটনা এলাকায় জয়হিন্দ বাহিনী সভা করে আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে । দলের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে । এই জয়হিন্দ বাহিনীকেই দল থেকে ছুড়ে ফেলতে হবে ।” অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি বলেন, “জয়হিন্দ বাহিনী দলের অনুমোদন ছাড়াই বাটনায় সভা করেছে । দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Malda news: লক্ষীর ভান্ডারে অনুদান বৃদ্ধি, লক্ষীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শহরের রাজপথে মিছিল

স্ত্রীকে ছেড়ে শেষমেশ ২১ বছরের তরুণীকেই চুম্বন ৪৯-এর নওয়াজ়ের

এবার কি লক্ষ্মীপুজোও ভাসবে বৃষ্টিতে ? কি বলছে হাওয়া অফিস ?

গলায় ফাঁস লেগে মৃত্যু এক স্কুলছাত্রীর

Shanghai Covid-19 spread:- কড়া লকডাউনে জল,খাবার ও ওষুধের প্রচণ্ড অভাব, ভিডিও ভাইরাল,দেখুন ভিডিও।।

আবার সরকারি ভাবে চক্ষু চিকিৎসা পরিষেবা চালু করার নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর

Malda:দিদির সুরক্ষা কবজ নিয়ে মালদহ জেলার শহর তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক

Malda news:১ কোটি ৫ লক্ষ নয়, ৬৬ লক্ষের টেন্ডার, পঞ্চায়েতের উন্নয়ন বন্ধ করতেই মিথ্যা অভিযোগ দাবি বিজেপি প্রধানের

বঙ্গে তৃতীয় দফার ভোটে সকাল ন’টা পর্যন্ত ভোটের হার ১৫.৮৫%

कोरोना और डेंगू के प्रति जागरूकता के लिए नगर निगम व स्वास्थ्य कर्मियों ने मार्च निकाला