Saturday , 8 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:মহাকাশের রহস্য অনুসন্ধানে সাফল্য মালদহের এক ক্ষুদে শিশু শৌর্যের

প্রতিবেদক
kartik pal
April 8, 2023 5:25 pm

মালদা, :আজব শখ এক ক্ষুদে শিশুর। মহাকাশের রহস্য অনুসন্ধান। বাড়িতে বসে মহাকাশের গ্রহ নক্ষত্র সনাক্তকরণে ইতিমধ্যে সে সাফল্য লাভ করেছে। অবসর সময়ে দীর্ঘ প্রায় এক বছর ধরে এই মহাকাশ নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ১২ বছরের এই শিশুটির নাম শৌর্য পাল৷ বাড়ি মালদা শহরের রিজেন্ট পার্কে৷ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস সেভেনের ছাত্র। শৌর্যের বাবা ও মা দুজনেই প্রাথমিক শিক্ষক। পারিবারিক সূত্রে আরো জানা যায়, খুব ছোট থেকেই শৌর্যের আকাশ দেখার নেশা৷ বয়স যত বেড়েছে, নেশা ততই জাঁকিয়ে বসেছে ৷ মহাকাশ নিয়ে বই, ইউটিউব চ্যানেল ঘেঁটে শেষ করে দিয়েছে সে৷ এই নেশার ফলে সে খোঁজ পেয়েছে শোভন আচার্য নামে দিল্লিবাসী এক সিটিজেন সায়েন্টিস্টের৷ শোভনবাবুও মালদার ভূমিপুত্র৷ শৌর্যের নেশা দেখে তিনি তাকে ‘দ্য সিটিজেন সায়েন্টিস্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য করে নেন৷ ওই গ্রুপে গোটা বিশ্বের বহু মহাকাশ চর্চারত মানুষ রয়েছেন৷ সেখান থেকেই শৌর্য মহাকাশ নিয়ে আরও জানে৷ পরবর্তীতে সে আইএএসসি নামে একটি বিদেশি সংস্থায় যোগ দেয়৷ এই সংস্থার সহকারী সংস্থা নাসা৷ আইএএসসি সংস্থার হয়েই মহাকাশে ছড়িয়ে থাকা অসংখ্য গ্রহণু, নক্ষত্রপুঞ্জ ও সুপারনোভার অবস্থান চিহ্নিত করে সে। স্বাভাবিকভাবেই
খুদে শৌর্য এখন নাসা কিংবা ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের কাছে পরিচিত নাম৷
শৌর্যর কথায়, “খুব ছোট থেকেই বাবা-মায়ের সঙ্গে ছাদে গিয়ে যখন আকাশ দেখতাম। তখন থেকেই কৌতুহল জন্মেছিল৷ একটু বড় হলে মহাকাশ সম্পর্কে আগ্রহ বাড়ে। কোন নক্ষত্র কেমন দেখতে, তার আলোর রং কেমন, এসব জানতে খুব ইচ্ছে হয়৷ এখন এসব নিয়ে খানিকটা জেনেছি৷ একটা টেলিস্কোপের দরকার৷ তাহলে বাড়িতে বসেই আরও আকাশ দেখতে পারি৷ আমরা মূলত সিটিজেন সায়েন্স প্রোজেক্টে কাজ করি৷ আসলে ব্রহ্মাণ্ড এত বড় যে মহাকাশ বিজ্ঞানীদের সবসময় সব বিষয়ে নজর রাখা খুব সমস্যা হয়ে দাঁড়ায়৷ তাই গোটা পৃথিবীতে যারা মহাকাশ চর্চায় আগ্রহী, তাঁদের এই কাজগুলি বিজ্ঞানীরা দিয়ে দেন৷ আমরা প্রাথমিকভাবে গ্রহাণু, নক্ষত্রপুঞ্জ, সুপারনোভাগুলি চিহ্নিত করি৷ মহাকাশ বিজ্ঞানীদের সেই তথ্য পাঠিয়ে সাহায্য করি৷ আমি মূলত গ্রহাণু, সুপারনোভা হান্টিং এবং গ্যালাক্সি ক্লাসিফিকেশনের কাজ করি৷ হাওয়াই দ্বীপপুঞ্জে থাকা প্যানস্টার ওয়ান ও টু নামে দুটি বড় টেলিস্কোপে তোলা ছবি আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়৷ সেই ছবি দেখেই আমরা নতুন খোঁজ চালাই৷ আর গ্যালাক্সি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমি নাওজ এবং পুনে নলেজ ক্লাস্টার নামে দুটি সংস্থার হয়ে কাজ করি৷ নাওজের হয়ে এক মাসে এক হাজার গ্যালাক্সি ক্লাসিফিকেশন করতে হবে৷ গোটা পৃথিবীতে ১১৮ জন সেই কাজ করতে পেরেছিলেন৷ তাঁদের মধ্যে আমিও একজন৷ ইতিমধ্যে আমি তিনটি নতুন গ্রহাণু শনাক্ত করেছি৷ একটি নতুন সুপারনোভারও খোঁজ পেয়েছি৷ আমি বড় হয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই৷”
শৌর্যের বাবা শুভেন্দুবাবু জানান, “ছেলে খুব কল্পনাবিলাসী৷ ছবি আঁকে, নতুন কিছু ভাবে৷ ছোট থেকেই আকাশ নিয়ে ওর ভীষণ কৌতুহল৷ একটু বড় হলে ও মহাকাশ নিয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে দিত৷ ওর কৌতুহল দেখে আমি ওকে মহাকাশ সম্পর্কিত বইপত্র এনে দিই৷ মুহূর্তের মধ্যে সেসব বই পড়া শেষ হয়ে যেত৷ এর মধ্যেই কোভিড চলে আসে৷ আমরা সবাই বাড়িতে বন্দি হয়ে যাই৷ তখনই শোভন আচার্যের সঙ্গে যোগাযোগ হয়৷ তিনিও শৌর্যকে নিয়ে আগ্রহী হন৷ নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে শৌর্যকে শামিল করে নেন৷ এরপর থেকেই ছেলে শোভনবাবুর গাইডেন্সে কাজ করছে৷ মহাকাশ চর্চা ওর নেশা৷ ক্লাস ফোরে পড়ার সময় ও নাসা কিডসে পৃথিবীব্যপী অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ কিছুদিন পর নাসা থেকে আমার কাছে মেইল আসে৷ পৃথিবীর ১২টির মধ্যে শৌর্যর ছবিও নাসা পাবলিশ করে৷ নাসার একাধিক প্রোজেক্টে শৌর্য কাজ করেছে৷ নাসার কুইজ প্রতিযোগিতাতেও সে ভালো ফল করে৷ নাসার তরফে তাকে শংসাপত্রও দেওয়া হয়৷ এখন নাসা, ইসরো সহ পৃথিবীর বড় বড় মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে ছেলে ওয়েবমিনারে অংশ নিচ্ছে৷ তবে এখন তো ও খুবই ছোট৷ এই বয়সে কল্পনাপ্রবণ হয়ে ও এসব কাজ করে যাচ্ছে৷ বাবা হিসাবে চাই, ও যেটা ভালোবাসে, সেটা নিয়েই সারাটা জীবন যেন কাটাতে পারে৷ ওর নেশা যেন ভবিষ্যতে পেশা হয়ে যেতে পারে৷”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মালদহের শান্তিভারতীর দুর্গোৎসবে এবার থাকছে না জৌলুষ, প্রতিমা দর্শন রাস্তা থেকে।

আর্থিক প্রতারণার শিকার মালদার গৃহবধূ, ATM কার্ড না থকলেও তিন লক্ষ টাকা উধাও একাউন্ট থেকে

করোনা ভাইরাসের থাবা এবার ব্রিটেনের রাজ পরিবারেও

হাওড়া-বর্ধমান মেন শাখায় বাতিল বহু ট্রেন, চলবে উড়ালপুর তৈরির কাজ

পঞ্চবাণে কি শেষ হলো আম আদমি পার্টি

Dakshin Dinajpur news:প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস, শোকস্তব্ধ গোটা জেলা

বেলগাছিয়ায় ক্ষতিপূরণের চেক বাসিন্দাদের

বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানাচ্ছে বিজেপি ঃ কৈলাস বিজয়বর্গীয়

North 24 Pargana news:ব্যারাকপুর মোহনপুরে ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধনে হাজির একঝাঁক ফুটবল তারকা

চাঁচলে ৬৪ বেডের করোনা হাসপাতাল ! করোনা রুগীদের অক্সিজেন পেতে আর ছুটতে হবেনা ৬৫ কিলোমিটার