Wednesday , 7 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda Mango:মালদহের ক্ষিরসাপাতি ও গোপাল ভোগ আমের চাহিদা তুঙ্গে দিল্লির আম মেলায়

প্রতিবেদক
kartik pal
June 7, 2023 4:24 pm

Newsbazar 24 : দিল্লির হ্যান্ডলুম হাটে ১৫ দিন ব্যাপী আম ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে আগামী ১৯ শে জুন পর্যন্ত। বিগত ৫ ই মে এই মেলা শুরু হয়েছিল। এবার এই মেলা নবম বর্ষে পা দিল। এই মেলায় বিগত বছরের ন্যায় এবারও ব্যাপক সাড়া ফেলেছে মালদহের বিভিন্ন প্রজাতির আম। এরমধ্যে রয়েছে গোপালভোগ আর ক্ষিরসাপাতি। স্বাভাবিকভাবেই খুশি জেলার আম চাষী থেকে শুরু করে আম ব্যবসায়ীরা।

প্রসঙ্গত চলতি মাসের ৫ তারিখে দিল্লির হ্যান্ডলুম হাটে বাংলার রেসিডেন্সিয়াল কমিশনার উজ্জয়নী দাসের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত । পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদার ৬ জন আমচাষী নিজেদের বাগানে উত্‍পাদিত বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। দেশের বিভিন্ন রাজ্য তাদের উৎপাদিত আম নিয়ে এই মেলায় হাজির হয়েছে। মালদা থেকে গোপালভোগ ক্ষিরসাপাতি, ল্যাংড়া,ও রাখাল ভোগ সহ ১০ টি বিভিন্ন প্রজাতির আম মেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দিল্লি থেকে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানাচ্ছেন, মালদা তথা পশ্চিমবঙ্গের আমকে দেশের বাজারে ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই উদ্যোগ নিয়েছেন । ইতিমধ্যে এই মেলায় মালদহের মালদহের গোপাল ভোগ ও ক্ষিরসাপাতি আমের চাহিদা বাড়তে শুরু করেছে । ভারতীয়দের সঙ্গে বিদেশিরাও মেলায় আসছেন । মালদা তথা রাজ্যের আমের স্বাদ নিচ্ছেন। মাত্র মালদা জেলা নয় নদীয়া ও মুর্শিদাবাদ জেলার আমও ব্যাপক সাড়া ফেলেছে। তিনি আরো বলেন মালদহ থেকে আরও আম ধাপে ধাপে এখানে নিয়ে আসা হবে ।রাজ্যের আমচাষিদের আমকে আমকে বাজারজাত করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ। আশা করা হচ্ছে, দিন মত এগোবে, মালদার আমের চাহিদা আরও বাড়বে । বিক্রিও ভালো হবে ।

এ বিষয়ে জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গেছে, বেশ কয়েকবছর ধরেই মালদার আমচাষিরা দিল্লির আম মেলায় অংশ নিচ্ছেন । গত বছর তাঁরা ভালো লাভ করেছিল। গতবছর দিল্লির আম মেলায় মালদার আম যথেষ্ট সুনাম কুড়িয়েছিল । তাই এবার ওই মেলায় ধাপে ধাপে ১৯ মেট্রিক টন আম ও আমজাত সামগ্রী পাঠানো হবে । প্রথম দফায় ৬ মেট্রিক টন আম মেলায় পাঠানো হয়েছে । শুধু গোপালভোগ আর হিমসাগর নয় । তার মধ্যে লক্ষ্মণভোগ, ল্যাংড়া, আম্রপালি-সহ আরও কিছু জাতের আম রয়েছে । এসব আম ১০০ থেকে ১৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে । কিন্তু চাহিদা বেশি মালদহের ক্ষিরসাপাতি তথা হিমসাগর এবং গোপাল ভোগ আমের

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

চোখ ওঠার পর ! ঘরোয়া পদ্ধতিতে যে ভাবে মুক্তি পাবেন , কখন চিকিৎসকের কাছে যাবেন ?

মালদহ জেলা কংগ্রেসের ডাকে হরিশ্চন্দ্রপুর ১নং ও ২নংব্লকের বিডিওকে ডেপুটেশান

পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ ভিলেজে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্বে।

ওড়িশার লিঙ্গরাজ মন্দির – বিরাট ইতিহাসের অংশ

নাকউঁচু সঙ্গীর বায়নাক্কা সামাল দেবেন কিভাবে?

যারা আমাদের সাহায্য করতে চায় তাদের অস্ত্র দেব, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন- এই যুদ্ধ বন্ধ করা দরকার

দুই নাবালিকা বোনকে শ্লীলতাহানির অভিযোগ

সামনে আসলো নরেন্দ্র মোদীর জীবনবেদ

রাস্তার কাজ শুরু না হওয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধে কুশিদায়

Birbhum:সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’,দেউচা কয়লা খনি প্রকল্পের কাজ বন্ধ করে দিল আদিবাসী মহিলারা