Sunday , 21 August 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Flood Relief Scam: বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তার স্বামী

প্রতিবেদক
kartik pal
August 21, 2022 8:35 pm

Newsbazar 24:-একদিকে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের নেতা ও মন্ত্রীরা সিবিআই এর নজরে অন্যদিকে মালদহে ২০১৭ সালের বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পূর্ত কর্মাধ্যাক্ষ জয়শ্রী কর্মকার এবং তার স্বামী বাপি পাল। তাই অন্যতম অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন হরিশ্চন্দ্রপুর কুশিদা বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাল হরিশচন্দ্রপুর বিজেপি নেতৃত্ব।

বিজেপির দাবি ২০১৭ সালের বন্যায় ক্ষতি-গ্রস্তদের টাকা ব্যাপক ভাবে নয়-ছয় করে ছিলেন তৃণমূলের নেত্রী তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি জয়শ্রী কর্মকার। পাশাপাশি একই অভিযোগ হয়েছিল বর্তমান সভাপতি কোয়েল দাস, পঞ্চায়েত সমিতির বিরোধী দল-নেত্রী তথা বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা সাহা, ত্রাণ কর্মাধ্যক্ষ রোশনারা খাতুনের বিরুদ্ধে। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং কোর্টে মামলা দায়েরও করা হয়। অভিযোগের পরি-প্রেক্ষিতে রোশনারা খাতুনের জেল হয় অন্যদিকে কোয়েল দাস এবং সুজাতা সাহা, কোর্ট থেকে আগাম জামিন নেন। কিন্তু রহস্য জনক ভাবে জয়শ্রী কর্মকার এবং তার স্বামী বাপি পালের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা থাকলেও তাদের বিরুদ্ধে গ্রেফতার তো দূরের কথা প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি বলে অভিযোগ বিজেপির।
অন্যদিকে দেখা যায় সম্প্রতি শাসক দলের ব্লক কমিটির তালিকা প্রকাশ হলে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তিনটা অঞ্চলের মহিলা সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্যা জয়শ্রী কর্মকারের। আর এই ঘটনার পরে রবিবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা বাস-স্ট্যান্ডে হরিশ্চন্দ্রপুরের বিজেপির নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
তাদের দাবি,অবিলম্বে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেত্রী জয়শ্রী কর্মকার ও তার স্বামী বাপি পালকে গ্রেফতার করতে হবে। না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের সামিল হবে জেলা বিজেপি। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিরোধীদের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের বন্যায় ব্যাপক ভাবে ক্ষতি-গ্রস্ত হয়েছিল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের একাংশ। ২০১৯ সালে প্রথম দিকে ক্ষতি-গ্রস্তদের জন্য হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ১৬ কোটি টাকা ঢোকে। কিন্তু অভিযোগ ওঠে প্রকৃত ক্ষতি-গ্রস্তদের একাউন্টে এই টাকা না ঢুকে শাসকদলের জন-প্রতিনিধি এবং তাদের ঘনিষ্ঠদের একাউন্টে একাধিক বার ক্ষতি-পূরণের টাকা ঢোকানো হয়। এই নিয়ে বিডিও হরিশ্চন্দ্রপুর ১ অনির্বাণ বসু হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হয় পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস, পূর্ত কর্মাধ্যাক্ষ জয়শ্রী কর্মকার, ত্রাণ কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন এবং বিরোধী দল-নেত্রী তথা বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা সাহার বিরুদ্ধে। অভিযোগের পরি-প্রেক্ষিতে রোশনারা খাতুন কে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অন্যদিকে সুজাতা সাহা এবং কোয়েল দাস কোর্ট থেকে আগাম জামিন নেন।

যদিও জয়শ্রী কর্মকার ও তার স্বামী বাপি পালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সামনে কোন মন্তব্য করতে অস্বীকার করেন।

এদিকে এ বিষয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। জেলা মুখপাত্র শুভময় বসু জানান সমস্ত ঘটনা না জেনে কোন মন্তব্য করব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দোষী প্রমাণ হলে আইন এবং দল অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

मानिकचक पुलिस ने दो तस्करों को फेंसिडाइल से भरा बैग के साथ गिरफ्तार किया है

আবারও হবিবপুর ব্লকের বক্সীনগর বারুইপাড়া টাঙ্গন নদীর বাঁধ ধ্বসে যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে

বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার এর মধ্যে দুজন মহিলা,।।

বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার এর মধ্যে দুজন মহিলা,।।

सोमवार से दुआरे भर्ती कर्मसुची का शुरुआत खोरीबाड़ी प्रखंड के चक्करमाड़ी में किया गया

দীর্ঘদিন ঘর ছাড়া এক বিজেপি কর্মী বাড়ি ফেরার পথে আক্রান্ত, অভিযুক্ত তৃনমূলের দুষ্কৃতীরা

শব্দ বিহীন ড্রোন ব্যবহার করে দুটি আইইডি বিস্ফোরণ। প্রথমে বিস্ফোরণেই (Blast) উড়ে যায় বাড়ির ছাদ

Water logged:টানা বৃষ্টির জেরে জলবন্দি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সহ বেশ কিছু এলাকা

নির্মান কর্মীদের করোনার বিরুদ্বে সচেতন করে মাস্ক তুলে দিলেন তৃণমূল নেতা কাজল গোস্বামী

Uttar Dinajpur:পুলিশকে গুলি করে বন্দি পালানোর ঘটনায় এবার বাংলাদেশী যোগ প্রকাশ্যে এলো

মেদিনীপুরে লক ডাউন সফল করতে ব্যাপক পুলিশী ধরপাকড় গ্রেপ্তার ৫৮।