Wednesday , 28 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Amrit Bharat Station Project:মালদা স্টেশনে মিলবে বিশ্ব মানের যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা অমৃত ভারত স্টেশন প্রকল্পে

প্রতিবেদক
kartik pal
June 28, 2023 1:26 am

Newsbazar 24::রেল যাত্রীদের আন্তর্জাতিক মানের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ পূর্ব রেলের। যার মধ্য দিয়ে উপকৃত হবেন এ রাজ্যের বিপুল সংখ্যক রেলযাত্রী। অমৃত ভারত স্টেশন প্রকল্পে এ রাজ্যের একাধিক রেলস্টেশন কে নবরূপে সজ্জিত করা হচ্ছে। তার মধ্যে রয়েছে মালদা টাউন স্টেশন। আরো জানা গেছে মালদা বিভাগে ১৫টি রেল স্টেশন কে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল রেলওয়ে স্টেশনগুলির মাস্টার প্ল্যান তৈরি করা এবং পর্যায়ক্রমে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা যাতে সুবিধাগুলি সর্বাধিক পরিমাণে বাড়ানো যায়৷
দিল্লি ভিত্তিক স্থপতি মোডার্কইন্ডিয়া প্রা. লিমিটেড মালদা স্টেশন পুনর্নির্মাণের সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে।
এ বিষয়ে পূর্ব রেলের মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ চৌবে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান,অমৃত ভারত স্টেশন প্রকল্প একটি দীর্ঘমেয়াদী পদ্ধতির সাথে অবিচ্ছিন্ন ভিত্তিতে স্টেশনগুলির বিকাশের পরিকল্পনা করা হয়েছে। মালদা স্টেশন যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেমন স্টেশনে প্রবেশের সুবিধে, প্রশস্থ প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সহ যাকাতের প্রশস্ত ব্যবস্থা , ব্যবহারকারী-বান্ধব সাইনবোর্ড এবং সব ধরনের ডিজিটাল ডিসপ্লে। যাত্রীদের সমস্ত মান দ্বারা বোধগম্য ভ্রমণ সংক্রান্ত তথ্য, টয়লেট, আগত এবং বহির্গামী সুবিধার মধ্যে দ্বন্দ্ব এড়াতে যাত্রীদের আগমন/প্রস্থানের পৃথকীকরণ, ভিড় এড়াতে ১২ মিটার প্রশস্ত ওভার ব্রিজ, প্রয়োজন অনুযায়ী লিফট/এসকেলেটর, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফ্রি ওয়াই-ফাই, প্রতিটি স্টেশনে প্রয়োজনীয়তা বিবেচনা করে ‘একটি স্টেশন এক পণ্য’, উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা, এক্সিকিউটিভ লাউঞ্জ ইত্যাদির মতো স্কিমের মাধ্যমে স্থানীয় পণ্য বিক্রির জন্য কিয়স্ক/স্টল। এছাড়া স্টেশন সৌন্দর্যায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। স্টেশন চত্বরে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সবুজায়নের পরিকল্পনা। শৌচাগারগুলিকে আধুনিক মানের করে প্রয়োজনীয় সংস্কার করা হবে। প্রথম ধাপের সফট আপগ্রেডেশনের ইতি মধ্যেই শুরু হয়ে গেছে মালদা স্টেশন চত্বরে এবং ১২ মিটার চওড়া ফুট ওভারব্রীজের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে এবং মালদা টাউন স্টেশনে নির্মাণ করা হবে। স্টেশন পুনঃনির্মাণের কাজটি আট থেকে নয় মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সফট আপগ্রেডেশনের জন্য আনুমানিক ব্যয় হতে পারে প্রায় ১২ কোটি অথবা আরও বেশী।
স্টেশনে যাত্রীদের সুবিধার্থে এসকেলেটর, লিফট এবং সিঁড়ি দিয়ে সজ্জিত করা হবে।
অমৃত ভারত স্টেশনের অধীনে মালদা স্টেশনের এই উন্নতি বা পরিকাঠামোর উন্নয়ন সমস্ত যাত্রীদের পাশাপাশি রেলওয়ে ব্যবহারকারীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
এ প্রসঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, রেলের জেলাগত উন্নয়ন কমিটির সদস্য হিসেবে এর আগে আমরা ডিআরএম কে এই নিয়ে অবহিত করেছিলাম। এখন কাজ শুরু হচ্ছে জেনে আমরা খুবই খুশি। এর ফলে আগামী দিনে একদিকে যেমন মালদহে যাত্রী-স্বাচ্ছন্দ্য বাড়বে পাশাপাশি ব্যবসায়ীদেরও সুযোগ-সুবিধা বাড়বে বলে আমরা আশা করি। মালদহ টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যোগাযোগের মূল কেন্দ্র এই স্টেশন। এখানে বহু ট্রেন দাঁড়ায়। অনেক সময় দূরপাল্লার ট্রেনগুলিকে আউটারে দাঁড় করিয়ে দেওয়া হয় স্টেশনের প্লাটফর্ম খালি না থাকার জন্য। এইজন্য ডিআরএম এর কাছে আমাদের দাবি রেলস্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়াবার।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মদ্যপ অবস্থায় এক প্রবীন দম্পতিকে মারধোরের অভিযোগ

T-20 World Cup: বড়সড় অঘটন ঘটাল আফগানরা, অস্ট্রেলিয়া কি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে?

বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা পরিদর্শনে গিয়ে পৌরসভার চেয়ারম্যান বাসিন্দাদের ক্ষোভের মুখে।

বঙ্গে এবার মৌসুমী বায়ুর প্রবেশ! স্বস্তির আর মাত্র দু-এক দিনের অপেক্ষা!

করোনা যুদ্বে জয়ী হয়ে বাড়ী ফিরল মালদহের অসম সাহসী ক্যানসার আক্রান্ত ৮ বছরের সুমি।

জ্বরে আক্রান্ত কিশোরের মৃতদেহ রায়গঞ্জে পাঠানোর ঘটনায় আতঙ্ক ইসলামপুরে

মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরীর পাণ্ডা সহ গ্রেপ্তার তিন

করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ।

রবিবার অকাল বর্ষণে খুশির হাওয়া জেলার আম ব্যবসায়ীদের মধ্যে

পারিবারিক অশান্তি থামাতে গিয়ে পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা-মাতা হাসপাতালে ভর্তি‌‌।‌।

পারিবারিক অশান্তি থামাতে গিয়ে পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা-মাতা হাসপাতালে ভর্তি‌‌।‌।