Thursday , 1 May 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

জগন্নাথ দেবের প্রসাদ পাঠানো হবে বাংলার প্রতিটি বাড়িতে, মন্দির উদ্বোধনের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রতিবেদক
kartik pal
May 1, 2025 8:42 pm

Newsbazar24:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। দেবদেবীদের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মাহেন্দ্রক্ষণে মন্দিরের উদ্বোধনের আগে শিল্পী ও স্থপতিদের অভিনন্দন জানালেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ৩ বছর ধরে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতা না পেলে এই মন্দির করা যেত না।” দুপুর ৩টায মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মমতা জানান, দিঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন দারুব্রহ্ম মূর্তির পুজো হবে। মঙ্গলবার ধ্বজা ওড়ানো হয়েছে। গত ৭ দিন ধরে কলসযাত্রা থেকে যজ্ঞ হয়েছে। মন্দির দ্বারোদ্ঘাটনের আগে তিনি ঘোষণা করেন
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার বাড়ি বাড়ি যাবে। পাশাপাশ এও বলেন, “আমার মতে, এই মন্দির আগামী হাজার হাজার বছর তীর্থস্থান ও পর্যটনস্থল হিসেবে গন্য হবে। উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরে পুরীর মন্দিরের মতো কোনও পোশাকবিধি রাখা হয়নি। পাশাপাশি,পুরীর মন্দিরের ন্যায় অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা দিঘার মন্দিরে রাখা হয়নি।
মন্দিরের দ্বারোদ্ঘাটন করে সোনার বেশে সুসজ্জিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করলেন মুখ্যমন্ত্রী। হাতে নিয়ে দেখেন সোনার ঝাড়ু। উল্লেখ্য, পুরীর মতোই দিঘার মন্দিরে এই সোনার ঝাড়ু দিয়েই পরিষ্কার করা হবে। আর তা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। মন্দিরের অ্যাকাউন্টে ৫ লক্ষ ১ টাকা দিয়েছেন তিনি।

দিঘার সৈকত সরণির পাশে ২০ একর এলাকা জুড়ে রাজ্য সরকার ২৫০ কোটি টাকা ব্যয় করে তৈরি করেছে জগন্নাথ মন্দির। বুধবার কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দৈতপতি ও অন্যান্য পুরোহিতরা। পাথরের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। এরপর জগন্নাথদেবের স্নান ও নতুন বেশ পরানো হয়। পুরীর মন্দিরের মতোই ৫৬ ভোগের রীতি মানা হয়।
দ্বারোদ্ঘাটন পর্বের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সঙ্গীত পরিবেশন করেন তৃণমূল বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সি। সঙ্গে ছিলেন দেব, প্রসেনজিৎ, নচিকেতা। মমতার লেখা গান পরিবেশন করেন জিৎ গাঙ্গুলি। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলি। টলিউডের অনেক তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

অত্যাধুনিক ড্রোনের সাহায্যে হাড়োয়া, বসিরহাটে শুরু কৃষিকাজ

Siliguri News: উত্তরবঙ্গ জুড়ে ২৪ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধের ডাক

অর্ধশতক বার রক্তদানকারী “ব্লাড হিরো” সম্মানে ভূষিত‌‌।।

টিউশনি পড়তে যাওয়ার পথে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ মালদায় ,অভিযুক্তরা সক্রিয় তৃণমূল কর্মী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে পরিবারের অভিযোগ।।

“হেলে পড়া বাড়ি” – নতুন নামকরণ শুভেন্দুর

শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলো মালদার শান্তি ভারতী পরিষদ m

কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে বালুরঘাটে সিপিআইএমের মিছিল।

Siliguri news:গত চব্বিশ ঘন্টায় প্রায় ৪২ কোটি টাকার মাদক উদ্ধার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের

পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধর্ষকদের ফাস্ট-ট্র্যাক কোর্টে বিচার হবে-মুখ্যমন্ত্রী

নিউ টাউনে নমাজ হবে খোলা মাঠেই