Sunday , 22 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বারাসাত কদম্বগাছিতে ভয়াবহ আগুন 

প্রতিবেদক
demo desk
June 22, 2025 12:05 pm

Newsbazar24:

 

কলকাতা খিদিরপুরের পরে এবার বারাসাতে। আগুনের তীব্রত এতটাই যে দূর থেকে আগুনের শিখা দেখা গেছে। শনিবার সন্ধ্যার পরেই ছড়িয়ে পরে সেই আগুন। বারাসত কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার একটি কারখানা ও গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডটি লাগে । তুলো দিয়ে তৈরি পণ্যের পাশাপাশি একই সঙ্গে এসি, ফ্রিজ এবং রঙের সরঞ্জামও রাখা হত ওই গোডাউনে। সেখানেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথম স্থানীয়দের নজরে আসে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের প্রায় ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনায় শনিবার রাতে টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান, দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে, তিনি আরও দমকলের ইঞ্জিন পাঠানোর কথা বলেছেন।

 

যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের এসডিপিও-সহ জেলা পুলিশের আধিকারিকরা। যুদ্ধকালীন ত‍‍ৎপরতায় এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই দমকলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যাচ্ছে। সকালের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রনে চলে আসে।

সর্বশেষ - ব্যবসা