Thursday , 5 September 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

দেশের শিক্ষিত মানুষদের অবক্ষয়ের জন্য অনেকটাই দায়ী শিক্ষাবিদ ও শিক্ষকদের ব্যর্থতা, তবু পরজন্মে শিক্ষক হতে চাই”:: ডঃ পার্থ চট্টোপাধ্যায়

প্রতিবেদক
kartik pal
September 5, 2024 12:33 pm

“দেশের শিক্ষিত মানুষদের অবক্ষয়ের জন্য অনেকটাই দায়ী শিক্ষাবিদ ও শিক্ষকদের ব্যর্থতা, তবু পরজন্মে শিক্ষক হতে চাই”:
****”প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়******

আজ শিক্ষক দিবস। শিক্ষা হল জ্ঞাপন। সারা জীবন এই জ্ঞাপনকে জীবন ধর্ম এবং কর্ম হিসাবে গ্রহণ করছি। তেরো বছর দুটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি
৪০ বছর কাটিয়েছি জ্ঞাপক হিসাবে ও গণমাধ্যমে কাজ করে।তার পর গত ২৩ বছর ধরে শুধু বই লিখেছি, গুরু কনফুসিয়াসের মত লোক শিক্ষা দেবার জন্য ছুটে বেড়িযেছি দেশ ও বিদেশের নানা প্রান্তে। এখন ঘরে বসে শুধু শেষের দিনটির জন্য অপেক্ষা করে আছি।
আমি সব রকম পেশার মানুষের সঙ্গে মিশেছি। আমাকে যদি কেউ বলেন পরের জন্মে আপনি কী হতে চান? আমি বলবো শুধু শিক্ষক। আমার শেষ চাকরি ছিল শিক্ষকতা । আমি পরজন্মে শিক্ষক ই হতে চাই। আর যাঁরা এই মহান পেশার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষক দিবসে তাঁদের বলতে চাই
শিক্ষকতা এই রাজ্যে টাকা দিয়ে কেনা যায়। অসংখ্য শিক্ষক আছেন যাঁরা আন্দোলন, রাজনীতি আর টিউশনি করেই সারা জীবন কাটিয়ে দিলেন, ছাত্রদের চারিত্রিক ও নৈতিক উন্নতির দিকে বিন্দুমাত্র দৃষ্টি দেননি। যার ফল শ্রুতি আজকের সমাজ। আজ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা জেলে।
শিক্ষামন্ত্রী, উপাচার্য, পর্ষৎ সধিকারিক, অধ্যক্ষ সবাই ছুরির দায়ে জেলে। এরা কেউ চোর হয়ে জন্মান নি। উপযুক্ত নৈতিক শিক্ষার অভাব এদের চোর করেছে। নৈতিক শিক্ষা দেবার দায়িত্ব কার? বাবা মা এবং শিক্ষকের। বাবা মায়েদের অনেকেরই নৈতিক শিক্ষা নেই। অনেকেই নিজের ছেলেমেয়ের কাছে রোল মডেল নন। তাঁরা অনেকেই ছেলেমেদের সৎ চরিত্রবান বিনয়ী হবার উপদেশ দেবার অধিকার হারিয়েছেন। রাষ্ট্রের ভূমিকা আপনারা হাড়ে হাড়ে টের পাছেন। দেশের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন সেই ভাষাই তো আদৰ্শ ভাষা হবে। নেতারা প্রতিদিন যে উদাহরণ ছোটদের কাছে তুলে ধরছেন সেটাইতো ছোটরা অনুকরণ করবে। তাই করছে। তরুণ সমাজকে আমি দোষ দেবোনা। বাবা মায়েদেরও নয়। শুধু দায়ী করবো শিক্ষকদের। আজ দেশের শিক্ষিত মানুষদের অবক্ষয়ের জন্য অনেকটাই দায়ী শিক্ষাবিদ ও শিক্ষকদের ব্যর্থতা। মরুভূমিতে জল নেই বলেই মানুষ মরুদ্যান খোঁজে। অভিভাবকরা ব্যর্থ ও সমাজ ঘুন ধরা বলেই মরুদ্যান রূপী শিক্ষকদের ওপর জাতির ভরসা। যখন খাল বিল শুকিয়ে যায় তখন বৃষ্টির জলের ওপর ভরসা করে মানুষ। বাড়িতে চিকিৎসা হয়না বলেই হাসপাতালে যায় মানুষ নিরাময়ের আশায়। কিন্ত হাসপাতাল যদি মৃত্যু পুরী হয়? ইস্কুল কলেজ যদি ভবিষ্যৎ শিক্ষক চিকিৎসক, নেতা নেত্রী দের চরিত্রহীন চোর তৈরি করে? তাহলে তার দায়ভাগ কী শিক্ষকের নয়? কারণ ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শোনেনা। শৈশব থেকে তারা মানে শিক্ষককে। শিক্ষা দেওয়া মানে বইতে কী আছে ব্যাখ্যা করা নয়, বইতে যা নেই সেই অদৃশ্য ঈশ্বরের মত সর্বব্যাপী জ্ঞানের আলোকে ছাত্রকে নিত্য স্নান করিয়ে সদা পবিত্র রাখা। কেরানীর মত রুটিন কাজ করা শিক্ষকের ভূমিকা নয়। কেরানি শিক্ষক শুধু পড়াবেন, পড়া ধরবেন আর পড়া না পারলে বেত মারবেন। আর প্রকৃত শিক্ষক অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন, নৈতিক শক্তি যে ক্ষমতার উৎস সেই ক্ষমতার আত্মশক্তি ছাত্রের মধ্যে সঞ্চারিত করবেন। তিনি মানুষ তৈরি করবেন। সবাই হয়তো মানুষ হবেনা দু একজন হয়তো মন্ত্রী তন্ট্রি ও হয়ে যেতে পারে। কিন্তু বিবর্তনের ইতিহাসে সব বাঁদর ই কী মানুষ হয়েছে? আবার কত মানুষ মানুষ হয়ে জন্মেও আবার বাঁদর হয়ে গেছে।
যদি বলেন আপনি যে বড় বড় কথা বলছেন আপনি কী করেছেন? আমি বলবো আমি একা আমার শিক্ষকতার কাজ করে গিয়েছি। এখনোকরে যাচ্ছি। শিক্ষা দেবার যোগ্যতা আমার সীমিত। তাই আমি অসংখ্য অনুপ্রেরণা মূলক বই লিখে গিয়েছি। তাতে কিছু ছেলে মেয়ে মানুষ হয়েছে। এমন দুহাজার ছেলে মেয়ের চিঠিআমার কাছে আছে। আর কিছু না হোক আমার নিজের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত কিন্তু বিনয়ী ভদ্র ও সৎ করেছি। আমার মেয়ে টাটা ইনস্টিটিউট থেকে MSW করে এখন সারা পৃথিবীতে সামাজ শিক্ষার ট্রেনিং দিয়ে বেড়ায়। আমার ছেলে jNU থেকে পাশ করেছে অর্থ নীতিতে। কিন্ত সে আঁতেল হয়ে যায়নি। তারা দুজনে বৃদ্ধ বাবা মায়ের নিত্য খোঁজ খবর নেয়।এ গুলিই মূল্যবোধ।।। শিক্ষকেরা এই মূল্য বোধ গুলি শেখান। শেখান সবার আগে সৎ, মানবিক ও নারীর প্রতি শ্রদ্ধা পরায়ণ হতে। মূল্যবোধের আন্দোলন করে কি কি অত্যাবশ্যক মূল্যবোধ জীবনে অপরিহার্য তা ছাত্রদের মধ্যে সঞ্চারিত করার জন্য বই লিখছি। নাম ৫০ টি। মূল্যবোধ। মাস্টার মাশাইরা কী ভাবে ছেলেমেয়েদের অনুপ্রাণিত করবেন তার জন্য। লিখেছি মাস্টার মশাই আসুন মানুষ গড়ি। আমি সৎ বিবেকবান ১১৮ জন মানুষদের নিয়ে একটি অভয়া রণ্য তৈরি করেছি মূল্যবোধ ভিত্তিক ব্যক্তিত্ব গঠনের আন্দোলন গড়ে তলার জন্য।এগুলো সামান্য কাজ তা মানছি। কিন্তু কিছু না করার চেয়ে সামান্য কিছু করা এই টুকু। বাকিটা পরের জন্মে করবো। সেজন্যই তো পরের জন্মে শুধু শিক্ষক হতেচাই।:-

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

একাদশ রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব শুরু হল কোচবিহারে প্যালেস গ্রাউন্ডে।

Malda news:দীর্ঘদিন ধরে চাচল স্পেশালিটি হাসপাতাল চত্বরে পানীয় জলের সংকট, কর্তৃপক্ষ নির্বিকার

মালদা জেলা দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শৌর্য রায়,সারস্বত রায়, ও আকৃতি তিওয়ারি

Malda news: মালদহের বিগ বাজেটের অন্যতম সর্বজয়ী ক্লাবের পুজোর উদ্বোধন হল।

১০০০ মাসের রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো আজ ! মুসলিমরা কী প্রার্থনা করেন এই রাতে ?

রাম মন্দির শিলান্যাসের পুরাতন মালদহের ভূমি পুজাতে উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু

বাংলায় ভোটের মধ্যে বিজেপি দাঙ্গা করানোর চক্রান্ত করছে, নন্দীগ্রামের জনসভায় মমতা

Malda news:-প্রায় এক কেজি বাউন সুগার সহ এক যুবক গ্রেপ্তার

মালদা টাউন স্টেশনে ডাউন ট্রেনের জেনারেল কামরা থেকে ৩ নাবালককে উদ্বার করল।

Weather Update : বৃষ্টিতে ভেষে যেতে পারে বেশ কিছু জেলা ! আবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে