Sunday , 1 October 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:বামনগোলায় বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ বিলি নিয়ে দলবাজির অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

প্রতিবেদক
kartik pal
October 1, 2023 5:29 pm

Newsbazar 24: বন্যার জলে প্লাবিত মালদহের বামন গোলা ব্লকের বেশ কিছু গ্রাম। অনেকেরই ঘরবাড়ি জলের তলায়। পুনর্ভবা নদীর জল উপছে এই বন্যা।বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে সন্তান সন্ততি ও গবাদি পশুদের কে নিয়ে। এর মধ্যেই ত্রাণ বিলি নিয়ে দলবাজির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ত্রাণ বিলিতে দলবাজির অভিযোগ তুলে সরব হলেন মালদহের বামনগোলার বানভাসি বটতলি গ্রামের মীরা সরকার, স্বপ্না মণ্ডল সহ অন্যান্যরা। এই অভিযোগে বিক্ষোভও দেখান তাঁরা।
যদিও ত্রাণ বিলিতে রাজনীতি বরদাস্থ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রশাসনের কর্তারা। এ দিনই ত্রিপল, শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল নিয়ে পুনর্ভবার জলে প্লাবিত গ্রামগুলিতে যান বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও হাসনাত আলি, পঞ্চায়েত সমিতির নারী, শিশু ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ রাজিতা কিস্কু এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। হাসনাত আলি বলেন, “বটতলির প্রায় ১২ পরিবারকে শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল, ত্রিপল দেওয়া হয়েছে। তাঁদের কাছে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য দফতরের আধিকারিকেরাও রয়েছেন। তাঁরা স্বাস্থ্য পরিষেবাও দেবেন।”

প্রশাসনের দাবি, পুনর্ভবা নদীর জলে বামনগোলা ব্লকের চাঁদপুর, গোবিন্দপুর-মহেশপুর এবং জগদল্লা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে। পুনর্ভবা নদীর জলে গ্রামের প্রচুর জায়গায় রাস্তা কেটে গিয়েছে। ফলে, গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, উপস্বাস্থ্য কেন্দ্রের মতো সরকারি প্রতিষ্টানও জলের তলায় রয়েছে। এ দিন দুপুরে প্রশাসনের কর্তারা ত্রাণ নিয়ে পৌঁছলেও পঞ্চায়েতের বিরুদ্ধে ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন নদীর জলে প্লাবিত গ্রামবাসীদের একাংশ।
বটতলি গ্রামের বাসিন্দা উশুল বিশ্বাস ও স্বপ্না মন্ডল বলেন, “রাতের অন্ধকারে বিজেপির প্রধান ও পঞ্চায়েত নিজেদের দলের সমর্থকদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। আমাদের ত্রাণ দেওয়া হচ্ছে না।”, “প্রশাসন সরাসরি ত্রাণ দিলে স্বজনপোষন হবে না। জনপ্রতিনিধিরা রাজনৈতিক দলের নেতা, নেত্রী। তাঁরা নিজেদের অনুগামীদের আগে ত্রাণ দেবেন।”
চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির পাপিয়া সরকার বলেন, “ব্লক অফিস থেকে ত্রাণ নিয়ে আসতে সন্ধ্যে হয়ে যায়। তাই, রাতের বেলা ত্রাণ দিয়েছি। ত্রান নিয়ে কোন দলবাজি করা হচ্ছে না। গ্রামবাসীদের রান্না করা খাবার বিলি করা হচ্ছে।” বিডিও রাজু কুণ্ডু বলেন, “ত্রাণ নিয়ে কোনও অনিয়ম মানা হবে না। ব্লক প্রশাসনের তরফে নৌকা নিয়ে গিয়ে গ্রামবাসীদের মধ্যে ত্রাণ বিলি করা হচ্ছে।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Howrah news হাওড়ার মদ বিষক্রিয়াকাণ্ডে মৃত্যুর প্রতিবাদে বিজেপির মিছিল কে ঘিরে এলাকা রণক্ষেত্র

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল পরাজিত

Malda News:মালদা কোর্ট স্টেশনে বন্দে ভারত রেস্টুরেন্ট কোচের উদ্বোধন

কাবুল বিমানবন্দরে ৭ জনের মৃত্যু, ব্যাহত বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফেরার কাজ।।

এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে ইতিহাস গড়ে ফেললেন ওবেদ ম্যাককয়

মহানন্দা নদীর ওপর তৈরি হতে চলেছে স্বপ্নের সেতু ! এলাকা পরিদর্শন করে দেখলেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।

Uttar Dinajpur:পাশে সদ্যোজাত পুত্র, হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিলেন মা

কয়েকজন ভক্তকে নিয়ে হয়ে গেল মা জহুরা কালীর বৈশাখীর শেষ পুজা । বাইরে থেকেই পুজোর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ

যত খুশি বোনাস নাও, কিন্তু ১৫ মিনিটের মধ্যে

চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কানরা রান্নার কাজে গ্যাস ছেড়ে কাঠ ব্যবহার করছেন