Saturday , 26 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news :মেধাবী ছাত্র পরিযায়ী শ্রমিক শাহিনের ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিংয়ের স্বপ্ন শেষ

প্রতিবেদক
kartik pal
August 26, 2023 9:39 pm

Newsbazar 24; মিজোরামে রেলের সেতু দুর্ঘটনায় মৃত চারজনের কফিনবন্দী দেহ এদিন মালদহে পৌঁছালো। অবশ্য গতকাল শুক্রবার রাতে মালদায় ফিরেছিল ১৮ জনের মৃতদেহ।
গতকাল রাতের মত এ দিনও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো মৃতদেহ আসার আগেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ,রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলাম, সাংসদ মৌসুম বেনজির নূর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশী সহ প্রশাসনিক কর্তারা প্রশাসনের তরফ থেকে মৃতদেহ গুলিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্বর্গ রথ করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয। মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মর্মান্তিক ঘটনায় ছেলেকে হারানো পিতা তোফিড সেখ। তিনি বলেন, আমি নিচে ছিলাম ছেলে ব্রিজের উপরে ছিল আমার চোখের সামনেই ব্রিজটা ভেঙে পড়ে গেল ছেলেকে বাঁচাতে পারলাম না। মৃত ছেলের নাম সাইন আক্তার (২২ ) । বাড়ি পুকুরিয়া থানার চৌদুয়ার এলাকায়। তিনি
আরো জানান গত মাসের ৩-৪ তারিখে ছেলেকে নিয়ে মিজোরামে গিয়েছিলাম শাহীন আক্তার আমার বড় ছেলে ছোট ছেলে বাড়িতেই ছিল যখন ঘটনাটি ঘটে তখন আমি নিচে ছিলাম ছেলে উপরে ছিল ব্রিজের উপরে। আমার চোখের সামনেই ব্রিজটা ভেঙে পড়ল। তখন সামনে এসে দেখি ছেলে উপর থেকে নিচে পড়ে গেছে ঘটনাস্থলেই ছেলে মারা গেছে । সেদিনের এই মর্মান্তিক ঘটনার বলতে গিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা ।
জানা যায় তার ভিনরাজ্য কাজে যাওয়ার কারণ, কিছু টাকা আয় করে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যাওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন শেষ হয়ে গেল।
অনেক আশা নিয়ে বাবার সঙ্গে মিজোরাম পাড়ি দিয়েছিল সাহিন। সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হল না। মিজেরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে মৃত্যু হল তার। তবে দূর্ঘটনার কবলে পড়লেও বেঁচে যান বাবা ফটিক। ছোট বেলা থেকেই মেধাবী ছাত্র সাহিন। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ছোটবেলা থেকেই কাজকর্ম করে। ১৮ বছর পূর্ণ হতেই ভিন রাজ্যের শ্রমিকের কাজে পাড়ি দেয় বাবার সঙ্গে। শ্রমিকের কাজ করেই উচ্চমাধ্যমিকে ভাল ফল করে। উচ্চ মাধ্যমিকে ৪১০ নম্বর পেয়েছিল পরিযায়ী শ্রমিকের ছেলে সাহিন আখতার।
তার ইচ্ছে ছিল ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং ট্রেনিং করবে ।তার জন্য টাকা দরকার। সেই টাকা রোজগার করার জন্যই কলেজে ভর্তি না হয়ে শ্রমিকের কাজে ভিন রাজ্যে পাড়ি দেয়। পরিবারের পক্ষ থেকে গত তিনমাস আগে তার বিয়েও দেওয়া হয়। নববধূকে বাড়িতে রেখে স্বপ্ন পূরণ করতে ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল। সেখানে কিছুদিন কাজ করেই মোটা টাকা জমিয়ে সে টাকায় নার্সিং ট্রেনিং করতে যাওয়ার ইচ্ছে ছিল তার। মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনা তার সেই স্বপ্ন শেষ করে দিল।
এলাকায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল সে। তার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরাও। বাড়িতে সদ্য বিবাহিত স্ত্রী। তার ভবিষ্যত বা কী হবে?
মৃত সাহিনের মা বলেন, ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। টাকা পয়সার অভাবের জন্য বাইরে কাজে গিয়েছিল। ও বলেছিল, ওখান থেকে টাকা জোগাড় করে এনে বেঙ্গালুরুতে ভর্তি হব। নার্সিংয়ের কোর্স করবে। ওই কোর্সটা করলে চাকরি হবে। সেই আশা আর পূর্ণ হল না। আগস্ট মাসের ২ তারিখে কাজে গিয়েছিল। আগেও ২ বার গিয়েছিল। তাই খুব বেশি চিন্তা করিনি। মাধ্যমিক দিয়েও গিয়েছিল। নিজের পড়াশোনার খরচ নিজেই চালাত। এবছর মে মাসের ১০ তারিখে ছেলের বিয়ে দিই। বাডির সেই বড় ছেলেটাই চলে গেল। আমার আর কি থাকল?

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কালিয়াচকের চৌরঙ্গী মোড়ে উদ্বোধন হল অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রাফিক সিগনাল ব্যাবস্থা

মালদা শহরে বৃক্ষরোপণ কর্মসূচী নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশানের।

হবিবপুর ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে চাষীদের চেক বিলি।

বাইক প্রেমীদের কাছে আনন্দের খবর, তিনটি চমৎকার ইলেকট্রিক স্কুটার বাজারে আনলো ওয়ার্ডউইজ়ার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ

মালদা নাট্যসেনার ' ধ্রুবপুত্র ' – দর্শক এর হৃদয় স্পর্শ করে…………

Malda Repoll:বিক্ষিপ্ত কিছু অশান্তির মধ্যেও নির্বিঘ্নে শেষ হলো পঞ্চায়েতের পুননির্বাচন

করোনা রিপোর্ট দরকার নেই ! করোনা হাসপাতালে ভর্তি হতে পারবেন যে কোন করোনা আক্রান্ত্র রুগী, নতুন নিয়ম কেন্দ্রের

আবার ও শিলিগুড়িতে মধুচক্রের হদিশ শিলিগুড়ি থানা পুলিশের, গ্রেফতার ৫।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইর চমক, গ্রেপ্তার তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ