Monday , 5 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মালদহের আরও এক তরতাজা যুবকের প্রাণ গেল

প্রতিবেদক
kartik pal
June 5, 2023 7:38 pm

Newsbazar 24: অভাবের সংসার। এর মধ্যেও মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল।আর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না। ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল মালদার দ্বাদশ শ্রেণির ছাত্রের। সংসারের অভাব মেটাতে স্কুলের গরমের ছুটিতে বন্ধুর সঙ্গে শ্রমিকের কাজ করতে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন । এক মাস কাজ করে বাড়ীতে ফিরছিলেন । কিন্তু বালাসোরে দুর্ঘটনায় ট্রেন দুর্ঘটনায় চলে গেল তার প্রাণ। মৃতের নাম ইউনুস(১৮)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইউনুস। ভরতি করা হয়েছিল সেখানকার হাসপাতালে । কিন্তু বাঁচানো যায়নি ইউনুসকে। ইউনুসের মৃত্যুর খবর এসে পৌঁছতেই তাঁর বাড়িতে যান ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরী, এলাকার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী-সহ আরও অনেকে । দেহ বাড়ি ফিরিয়ে আনতে রবিবার রাতেই বালাসোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউনুসের দাদা ।
জানা গেছে ইউনুসের বাড়ি ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি গ্রামে । মাধ্যমিক পাশ করার পর পরিবারের আর্থিক সংকটে তাঁর পড়াশোনায় ঘাটতি পড়ে । উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছা ছিল । তার জন্য কমলাবাড়ি হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে ভরতিও হয়েছিলেন ইউনুস । এরই মধ্যে স্কুলে গরমের ছুটি পড়ে যায় । তখন গ্রামেরই এক বন্ধু জামিল আখতার তাকে এক মাসের জন্য ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার কথা বলেন। পরিবারের আর্থিক অনটনের কথা ভেবে রাজি হয়ে যান । । গ্রামের আরও কয়েকজনের সঙ্গে মাসখানেক আগে তাঁরা অন্ধ্রপ্রদেশে রওনা দেন ।
ইউনুসের বাবা সাজ্জাদ আলি নিজেও শ্রমিক । তিনি জানান, ছেলের বাইরে কাজ করতে যাওয়ার ইচ্ছা ছিল না । পরিবারের আর্থিক অনটনের জন্য বন্ধুর কথায় রাজি হয়ে যান । বাড়র লোক তাঁকে বাইরে যেতে বারণ করেছিল । কিন্তু ইউনুসের ইচ্ছের কাছে তারা হার মানেন। সাজ্জাদ আলী বলেন, “আমরা গরিব মানুষ । দিন আনি দিন খাই । ছেলে বাইরে গিয়ে উপার্জন করলে সংসারের অভাব কিছুটা মিটত, সেটা অস্বীকার করার উপায় নেই । ধারদেনা করে এবারই বাড়ি করেছি । অনেক টাকা শোধ করতে হবে । তাই ছেলেকে বাইরে কাজে যাওয়া থেকে বিরত করিনি । একমাসও হয়নি ওর বাইরে যাওয়া । ওখান থেকে ফিরে আসছিল । জামিলও সঙ্গে ছিল । আগামী বছর ওর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ।”ইউনুসের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই সকলে কান্নায় ভেঙে পড়েছে । গোটা গ্রামই তাঁর বাড়িতে ।
খবর পেয়ে ইউনুসের বাড়িতে যান ওই এলাকারই বাসিন্দা, জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম । তিনি জানান, খুব বেদনাদায়ক খবর । ইউনুসরা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসে বাড়ি ফিরছিল । গ্রামের আরও কয়েকজন ওই ট্রেনে ছিল । এই ট্রেনটি কিছুক্ষণ পরে দুর্ঘটনার শিকার হয় । এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী । আর ইউনুসদের মৃত্যুর জন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও দায় এড়াতে পারে না । রাজ্যে কাজ দিতে না পারার জন্যই ইউনুসের মতো অনেক মানুষ ভিনরাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছে । তিনি দাবি করেন, ইউনুসের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ২০ ও টাকা ও রাজ্য সরকারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করেন। এলাকার মানুষজনের প্রশ্ন এভাবে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আর কত শ্রমিকের প্রাণ যাবে?

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মালদার কৃষ্ণপল্লী বিনায়ক সংঘের উদ্যোগে ১৪ ফিটের গণেশ পূজাকে ঘিরে মানুষের ব্যাপক উৎসাহ 

Pashim Medinipur:সম্প্রীতির বার্তায় বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে ভাইফোঁটার উৎসবে মাতলেন জেলা মহিলা মোর্চা

গঙ্গায় স্নান করতে নেমে এক কিশোরের জলে ডুবে মৃত্যু।।

Malda news:সামাজিক কর্মকাণ্ডে নারী শক্তি অর্গানাইজেশন

বজবজের কারখানা থেকে ২০ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৩৪

SSC দুর্নীতিতে অভিযুক্ত পার্থর অতিসত্তর মন্ত্রীপদ থেকে অপসারণের দাবিতে গাজলে বিজেপি কর্মীদের পথ মিছিল।

আগামী ৭ ই জানুয়ারি থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃহত্তর আন্দোলনে হুমকি সাফাই কর্মীদের

কালিয়াগঞ্জে প্রচুর পরিমান অবৈধ এলপিজি গ্যাসের সিলিন্ডার সহ ধৃত ১ ব্যবসায়ী

Malda News:দেশে অভিন্ন দেওয়ান বিধি চালু করার প্রতিবাদে জেলা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে প্রতিবাদ সভা

‘ফ্যাটিলিভার’ – দ্রুত সরিয়ে তুলুন