Sunday , 14 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Tragic incident:আবারও এক অমানবিক ঘটনা , টাকার অভাবে এম্বুলেন্স মেলেনি ব্যাগে করে মৃতদেহ নিয়ে বাসে এলেন পিতা !

প্রতিবেদক
kartik pal
May 14, 2023 11:58 pm

Newsbazar 24:আবারও এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জবাসী। অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো পয়সা না থাকায় বারবার হাতজোড় করে অনুরোধ হলেও কোন অ্যাম্বুলেন্স চালক নিজেদের রাজি হলেন না। কর্তব্যরত চিকিৎসক শুরু থেকে শুরু করে মেডিকেল কলেজের সুপার কেউ এগিয়ে এলেন না তার সাহায্যে। তো হয়েই বাধ্য হয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে বেসরকারি বাসে ফিরলেন শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পরিবারসুত্রে জানা যায়, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রীর যমজ সন্তান হয়। পাঁচ মাস পর দুই শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার তাদের দু’জনকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাদের রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই দুই শিশুর স্বাস্থ্যের অবস্থার আরো অবনতি হওয়ায়। দুই শিশু সন্তানকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বুধবার তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার একটি শিশুর অবস্থার উন্নতি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়ায় শিশুর মা তাকে নিয়ে কালিয়াগঞ্জে চলে আসেন । বাবা অসীম দেবশর্মা অসুস্থ আর এক ছেলেকে নিয়ে থেকে যান হাসপাতালেই। শনিবার রাতে সেই শিশু সন্তানের মৃত্যু হয়। এরপরেই অভিযোগ, অসীমবাবু শিশু সন্তানকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স খোঁজ করলে চালকেরা এমন ভাড়া দাবি করেন যা দেবার মত সামর্থ দিন মজুর অসীমবাবুর কাছে ছিল না। কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল সুপার এর কাছ থেকে কোন সাহায্য না পেয়ে রবিবার ভোরে মৃত শিশুকে ব্যাগে ভরে বাসে করে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন। সেখান থেকে বেসরকারি বাসে কালিয়াগঞ্জে পৌঁছন। সেখানে এসেই তিনি পুরো বিষয়টা সকলকে জানান । তারপরেই কালিয়াগঞ্জ বিজেপির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। তাতে করেই সন্তানের দেহ নিয়ে কালিয়াগঞ্জ থেকে ডাঙ্গিপাড়ার বাড়ি পর্যন্ত যান অসীম বাবু ।
এদিন তিনি কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন আমার মতো অন্য কোনও গরিব পরিবারের সঙ্গে ভবিষ্যতে যেন এমন না হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে দালালরাজ চলছে। মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ করব।’
ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস অ্যাম্বুল্যান্স নিয়ে বাসস্ট্যান্ডে হাজির হন। এদিন দুপুরে বাসস্ট্যান্ড থেকে ব্যাগে থাকা মৃত সন্তানকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে অসীম নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গৌরাঙ্গ দাস বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা।পশ্চিমবঙ্গে একজন পিতাকে তাঁর মৃত সন্তানের দেহ ব্যাগবন্দি করে নিয়ে আসতে হচ্ছে। আর বাংলার মুখ্যমন্ত্রী এদিকে ভাইজানকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার পূর্ণ তদন্ত চাই। না হলে আগামী দিনে রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে উত্তরবঙ্গব্যাপী আন্দোলনে নামতে বাধ্য হব আমরা।’

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

গঙ্গা সাগরে আবার বাজ পড়ে মৃত্যু এক মহিলার 

রবীন্দ্রজয়ন্তী: প্রভাত ফেরীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করল জেলা পুলিশ

ভাড়া কমছে ট্রেনের ! উঠছে নিয়মিত ট্রেনের নম্বর থেকে ‘’০’’ ডিজিট

Raiganj News: ২৫ ঘণ্টা পার! বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এখনও জারি তল্লাশি

খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কিলো দরে চাল বাজারে আনছে

মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই

কলকাতার পুর অধিবেশনে তৃণমূল-বিজেপি মারপিট, হিমশিম খেলেন মেয়র ফিরহাদ

Malda blood camp সৌহার্দ্য মালদার উদ্যোগে,স্বাধীনতার ৭৫ ত্তম বর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

Bomb blast::মালদহের বোম বিস্ফোরণে শিশুদের জখমের ঘটনায় গ্রেপ্তার ৪।

‘কুমড়ো পাতা’ সুস্বাস্থ্যের অমূল্য সম্পদ