Tuesday , 28 March 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda : পথশ্রী প্রকল্পের উদ্বোধন মালদা জেলাতে, জেলা জুড়ে ২৯৮ টি প্রকল্পে বরাদ্দ ৮৪.৪০ কোটি টাকা

প্রতিবেদক
kartik pal
March 28, 2023 5:46 pm

শঙ্কর চক্রবর্তী ও কার্ত্তিক পাল News bazar24: রাজ্য সরকারের সড়ক প্রকল্প ‘পথশ্রী’-র উদ্বোধন হল মালদহে। জানা যায় এই পথশ্রী প্রকল্পের অধীনে মঙ্গলবার মালদা জেলায় সামগ্রিকভাবে ২৯৮টি প্রকল্পের শুভ উদ্বোধন হয়। এই প্রকল্পের অধীনে মোট ২৭২.৬৩ কিলোমিটার রাস্তা নির্মিত হবে যার সর্বমোট ব্যয় বরাদ্দ করা হয়েছে মোট ৮৪ কোটি ৪০ লাখ টাকা।
এই রাস্তাগুলির মধ্যে ২৪৯ টির রূপায়ন হবে ব্লক স্তরে। ব্লক স্তরে নির্মিত রাস্তার পরিমাণ ১৮৩.৩০ কিলোমিটার। যার সর্ব মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকা। এর পাশাপাশি ২৭ টি প্রকল্পের বাস্তবায়ন হবে SRDA-এর তত্বাবধানে। নির্মিত রাস্তার পরিমাণ ৫৫.৮২ কিলোমিটার যার ব্যয় বরাদ্দ করা হয়েছে ১৮ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়াও ২২ টি প্রকল্পের বাস্তবায়ন হবে মালদা জেলা পরিষদের উদ্যোগে। এতে নির্মিত রাস্তার পরিমাণ ৩৫.৫১ কিলোমিটার। যার ব্যয় বরাদ্দ ১১ কোটি ২২ লাখ টাকার মতন। জেলার পথশ্রী প্রকল্পে ২৭২.৬৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৬৯.০১ কিলোমিটার রাস্তা হবে বিটুমিনাস এবং বাকি ২৬৯.৬২ কিলোমিটার রাস্তা হবে সিমেন্ট কংক্রিট।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামগঞ্জের রাস্তাঘাট ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার দুপুরে হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়ালের মধ্যে দিয়ে গোটা রাজ্য জুড়ে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ, পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের ২৩ টি রাস্তার মধ্যে মহদীপুর অঞ্চলের বহু প্রতীক্ষিত দুটি রাস্তার শিলান্যাস করা হয়। এই মর্মে এদিন সকালে পিঁয়াজ বাড়ি মোড় এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড় প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল রাস্তা উদ্বোধন দেখানো হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলা শাসক (জেডপি) জামিল ফাতেমা জেবা, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী,ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী,, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, কেন্দ্রীয় সরকারের শত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে এই রাস্তাগুলির সংস্কার ও নির্মাণ হতে চলেছে। অন্যদিকে ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান আজকে ভার্চুয়াল সভায় উদ্বোধন করেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। তার মধ্যে ইংরেজ বাজার ব্লকে ২৩ টি রাস্তা রয়েছে। এই ২৩ টি রাস্তার মধ্যে মহদীপুর অঞ্চলের বহু প্রতীক্ষিত দুটি রাস্তাও রয়েছে। মহদীপুর অঞ্চলের হাসপুকুর থেকে সাগরদিঘী এবং নামা জোলা থেকে গুনমন্দ মসজিদ পর্যন্ত দুটি রাস্তার শিলান্যাস করা হয় আজ।
প্রসঙ্গত উল্লেখ্য, জেলার গ্রামীণ এলাকায় রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কখনও রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক, আবার কখনও আন্দোলন বিক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্তে মূলত রাস্তার দাবিতে এই ধরনের আন্দোলন বিক্ষোভে নামছেন সাধারণ বাসিন্দারা।

রাজ্য সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে এবার গ্রামীণ এলাকায় রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। বিভিন্ন গ্রামে রাস্তার এমন হাল ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। মানুষজন হঠাৎ অসুস্থ হলে প্রচন্ড সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। দিনের পর দিন বেহাল দশায় পড়ে থাকে রাস্তা। তাই মনে করা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হওয়ার পর সেই সমস্যা অনেকটাই মিটবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

‘মহাভারত’-এর স্ক্রিপ্ট হাতে বসে আছেন আমির

Malda news: অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে খোলা রাস্তায় এক দিন মজুর পরিবার

নভেম্বরে চন্দ্র গ্রহণ ! সূর্য গ্রহনের ১৫ দিনের ব্যবধানে চন্দ্র গ্রহণ কতটা খারাপ প্রভাব ফেলবে ?

ডুয়ার্সে দুপুরেই আঁধার, উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত সাথে শিলাবৃষ্টি

মেয়েরা বিয়ের পরে তাদের আইনি অধিকারগুলি সম্পর্কে সচেতন হন

মঙ্গলবার থেকে মালদায় সমস্ত দোকানপাট খোলা থাকবে সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত

৩০ যাত্রী নিয়ে গঙ্গায় ডুবে গেল নৌকো, মৃত ৩

Malda news:জমি বিবাদকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা মহিলা সহ দুই ব্যক্তি রক্তাক্ত

ইলিশ বনাম চিংড়ি

লকডাউনে রোজগার হারিয়ে আত্মহত্যা এক রিক্সাচালকের ।