Thursday , 5 January 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:জেলার হাম-রুবেলার টিকাকরণের লক্ষ্যমাত্রা ১৩ লক্ষ শিশু ও কিশোর, শুরু ১১ই জানুয়ারি

প্রতিবেদক
kartik pal
January 5, 2023 4:56 pm

Newsbazar 24:শিশুরা রুটিন টিকাকরণের আওতায় আগে থেকেই রয়েছে। তবুও রাজ্যজুড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সমস্ত শিশুদের হাম-রুবেলার এক ডোজের বিশেষ টিকাকরণ কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই উপলক্ষ্যে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে।
বুধবার মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় কালেক্টরেটের কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদহের অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী(স্বাস্থ্য), জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডাঃ পাপড়ি নায়েক সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকে ভার্চুয়ালি জেলার সমস্ত ব্লকের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পাপড়ি নায়েক বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি থেকে জেলার টিকাকরণ কর্মসূচি শুরু হবে। চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত, ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত সব শিশু কিশোরদের এইটি টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । জেলার সমস্ত বিদ্যালয়ে টিকাকরণ শিবির করা হবে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে জেলার সমস্ত ব্লকে ব্লকে স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে ইতিমধ্যে সভা হয়ে গিয়েছে ব্লক প্রশাসনের উদ্যোগে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এবং জেলা সদরের ক্ষেত্রে পৌরসভাগুলি এ ব্যাপারে প্রচারের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন,জেলায় মোট ১৩ লক্ষ শিশু-কিশোর কে এই টিকাকরণের আওতায় নিয়ে আসা টহবে তার মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। ফলে বিদ্যালয়গুলোকে নির্দিষ্ট করা হয়েছে। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অঙ্গনাওয়ারী কেন্দ্রগুলোকে এক্ষেত্রে টীকার আওতায় আনা হয়েছে। কারণ সেখানে শিশু ও কিশোররা বেশি পড়াশোনা করে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে চোখের আলো সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য প্রকল্প এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও আলোচনা হয়। চোখের আলো প্রকল্পে ইতিমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে। বিগত চার মাসে ছানি অপারেশনের সংখ্যা বেড়েছে। মালদহ মেডিকেল কলেজে ছানি অপারেশনের কিছুটা অগ্রগতি হলেও চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে এই অপারেশনের সংখ্যা অনেক কম বলে জানা গেছে। ইতিমধ্যে অবশ্য চাচোলে জেলাশাসক এই নিয়ে বৈঠক করছেন। আশা করা যায় আগামী দিনেও চা চলে এই ছানি অপারেশনের সংখ্যা অনেক বাড়বে বলে অভিমত জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

আজকের আবহাওয়া

Thakur Panchanan : ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৭তম জন্মজয়ন্তী পালন শিলিগুড়িতে

কিভাবে সুস্থ মনের অধিকারী হওয়া যায়, জানতে পড়ুন।

পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে কেস খেলেন হেমা

জরাজীর্ণ সেতু, বেহাল সেতুর রাস্তা, ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা

মিড ডে মিলের পাতে বিরিয়ানি- আইসক্রিম!

বিনা টিকিটে ভ্রমণ রোধ করতে মালদা বিভাগের বিভিন্ন স্টেশনে নিবিড় টিকিট পরিক্ষা অভিযান

মহারাষ্ট্রের আস্থা ভোটে জয়ী হয়ে মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

শাটার ও তালা ভেঙে পরপর এগারটি দোকানে দুঃসাহসিক চুরি।।

রাজ্য কর্মচারীদের ডিএ মামলার সর্বশেষ আপডেট, সুপ্রিম কোর্টে কি জানা গেল?