Wednesday , 4 January 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আপনি কি ‘প্যাডেড আর পুশ আপ’ ব্রা পড়েন ? সাবধান হয়ে যান আজ থেকে

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
January 4, 2023 3:22 pm

 

আপনি চাইলে বা আপনার হাবির ইচ্ছেমত মাঝেমধ্যে  অবশ্যই পরতে পারেন যে কোন  প্যাডেড আর পুশ আপ ব্রা। এতে আপনার শরীরে কোন  ক্ষতি হবার সম্ভবনা নেই। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার করলেই হতে পারে বিপত্তি। হয়ে যেতে পারে আপনার স্তনকে বলি দেবার সময়।

news bazar24 ঃ  ডিজিটাল সময়ের আগ দিয়েই মেয়েরা  তাঁর নিজের বডিশেপ নিয়ে খুব সচেতন। ওড়না দিয়ে বা  ঢাকাঢুকি দিয়ে পোশাক পরার পরিবর্তে খোলাখুলি পোষাকেই তারা বেশি স্বচ্ছন্দ্য়।বড় কথা  পোশাকের ফাঁক দিয়ে বক্ষ যুগল  উঁকি মারলে  তাকে যে আকর্ষণীয়  লাগে  বা ছেলেদের চোখ সবার আগে সেদিকে যায়,একথায় এর  মর্ম বেশ বুঝতে পেরেছেন এখনকার মেয়েরা।

যদিও এটাই সত্যি পুশ আপ কিংবা প্যাডেড ব্রা পরলে বুকের শেপ যত সুন্দর লাগে তা অন্য ব্রা-তে লাগে না। জিন্স, কুর্তি এসব বাদ দিলেও  শাড়ির সঙ্গে পরার জন্যও আজকাল আলাদা শাড়ি ব্রা পাওয়া যাচ্ছে বাজারে। আর বিশেষ কোনও অনুষ্ঠান থাকলে তো তখন ধরাবাঁধা এই পুশ আপ ব্রা না হলেই নয় । এবার সত্যি কথা বলতে , চিকিৎসকদের কথামত মাঝেমধ্যে যে কোন প্রয়োজনে অবশ্যই পরতে পারেন এই প্যাডেড আর পুশ আপ ব্রা। তাতে বিশেষ ক্ষতি নেই। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় এর ব্যবহার করলে তখনই আপনার জীবনে চলে আসবে নানা সমস্যা।

১) স্তন ক্যানসারের সম্ভাবনা ৭০% ঃ – এই প্যাডেড ব্রা এমন ভাবেই তৈরি করা হয় যাতে জোর করে চেপে ধরে যাতে স্তনের আকৃতি সংকুচিত হয়ে যায়।এর ফলে আপনার  স্তনের সূক্ষ্ম টিস্যুগুলিতে ক্রমাগত চাপ পড়তে থাকে। স্তনের রক্তজালিকাগুলি দীর্ঘক্ষণ সংকুচিত হয়ে থাকে। এই ভাবে  দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে ত্বকে লাল লাল চাকা চাকা দাগ দেখা যায়। বেশিক্ষণ চাপা থাকার ফলে দুই স্তনে অতিরিক্ত পরিমাণে টক্সিন তৈরি হয়। সেখান থেকেও চাপ পড়ে স্তনের উপরে। সেই সময় আপনার  স্তন সঠিক পরিমাণে পুষ্টিও পায় না । এখান থেকেই একাধিক সমস্যা দেখা দেয়।

২) স্তনে পিণ্ড হওয়ার সম্ভাবনা বাড়ে ঃ –  সারাদিন চেপেচুপে ব্রা পরে থাকলে স্তনে লাম্ফ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এই ব্রা নিয়মিত পরলে স্তনের ভেতর তরল একটি জায়গায় জমা হয়ে যায়। সেখান থেকে লাম্ফের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর সেই সঙ্গে সারাদিন ইচিং ভাবতো লেগেই থাকে।

৩) আপনি নিয়মিত ভাবে প্যাডেড ব্রা পরলে আপনার শরীরে মেলাটোনিন হরমোনের পরিমাণ কমে যাবে। এই হরমোন ঠিকমতো উৎপন্ন না হলে  অনিদ্রা রোগে ভুগতে থাকবেন।আপনার  ঘুম ঠিকভাবে হবে না । এই ভাবে স্তন দুটি  দীর্ঘক্ষণ চেপে  থাকে বলেই এই সমস্যা হয়।

৪) প্যাডেড ব্রা দীর্ঘক্ষণ পরে থাকলে স্তনের টিস্যুর উপর   ভীষণ ভাবে চাপ সৃষ্টি করে । তখন তা মূল টিস্যু থেকে আলাদা হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই সঙ্গে একাধিক শারীরিক সমস্যাও আসে।

ফলে আপনার বয় ফ্রেন্ড বা হাবির ইচ্ছেতে সাময়িক ভাবে আকৃতি ভাল দেখাতে এর ব্যবহার করলেও ,ভুলেও দীর্ঘমেয়াদি ব্যবহারে আপনার স্তনের ক্ষতি করবেন না ।কারন ব্রেস্ট ক্যন্সারে একবার স্তন কেটে বাদ গেলে আপনার হাবি আর ঘুরেও তাকাবে না।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

ডিজে বাজানো নিয়ে বিবাদের জেরে সালিশি সভায় ডিজের মালিককে পিটিয়ে খুনের অভিযোঅভিযোগ

ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে

Amrit Bharat Station: মালদা সহ বাংলার বেশ কিছু স্টেশন নব রূপে সজ্জিত হচ্ছে, রবিবার শিলান্যাস প্রধানমন্ত্রীর

মাঝ আকাশে শোরগোল! বিমানে মদ্যপ যাত্রী, তারপর?

থানকুনি পাতা – বহুরোগ বিনাশক

কোচবিহারের মাথাভাঙ্গায় সিপিএমের নির্বাচনী মিছিলে হামলাকে কেন্দ্র করে রণক্ষেত্র ,অভিযুক্ত তৃণমূল।

“অযোধ্যার রায় কারও হার বা জিত নয়, সম্প্রীতি রক্ষা করতেই হবে”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি লিলুয়ায়

সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে মালদহ জেলায় ৩০৭৮ জনকে ৭.১৭ কোটি টাকা ঋণ প্রদান ।

শব্দ বিহীন ড্রোন ব্যবহার করে দুটি আইইডি বিস্ফোরণ। প্রথমে বিস্ফোরণেই (Blast) উড়ে যায় বাড়ির ছাদ