Monday , 10 April 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

২০০ খ্রিস্টপূর্বাব্দে শহরের জন্ম, মাদল বর্তমানে ধ্বংসপ্রাপ্ত নগরী

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
April 10, 2023 7:28 pm

news bazar24: নান মাদল বর্তমানে ধ্বংসপ্রাপ্ত নগরী। পৃথিবীতে হাজার হাজার বছর পূর্ব হতে শহর বন্দর গড়ে উঠেছে, এর মধ্যে কিছু শহরগুলো এখনো টিকে আছে, আবার কিছু শহর কালের আবর্তনে হারিয়ে গেছে। এরকমই এক হারিয়ে যাওয়া শহর যেটা গড়ে উঠেছিল রহস্য ঘেরা নান মাদল দ্বীপে।
প্রশান্ত মহাসাগরের পূর্ব পাশে কয়েক হাজার দ্বীপ মিলে গড়ে উঠেছে বিশাল আকারের দ্বীপপুঞ্জ, যার নাম মাইক্রোশিয়া। মাইক্রোশিয়া দ্বীপপুঞ্জের পনপেই নামক দ্বীপের পূর্ব দিকে রয়েছে নান মাদল। এটি আস্ট্রলিয়া থেকে ১৬০০ মাইল ও লস এঞ্জেলস থেকে ২৫০০ মাইল দূরে অবস্থিত।নান মাদল নামের অর্থ মাঝখানের জায়গা। এর চারদিকে অসংখ্য খাল জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য এই জায়গার এরূপ নাম হতে পারে বলে অনেক গবেষক ধারণা করেন।

ধারণা করা হয় এখানে ১০০০ জনের মত মানুষ বাস করত। আবার অনেকে মনে করেন সর্বোচ্চ ৫০০ এর মত মানূশ ছিল। এখানে সুসজ্জিত শহর ছিল। কেন মানুষ এত দূরে শহর গরে তুলেছিল আর কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া কিভাবে সুসজ্জিত নগর গড়ে তুলেছিল তা এক আশ্চর্যের বিষয়।নান মাদলকে ঘিরে রয়েছে বহু ছোট বড় দ্বীপ। এসব দ্বীপ খালের সাহায্যে একে অপরের সাথে যুক্ত। শহরটিকে রহস্যময় করে তুলেছে পাথরের প্রাচীর। শহরের চারদিকে রয়েছে দেড় কিলোমিটার লম্বা ও আধ কিলোমিটার চওড়া পাথরের প্রাচীর। এ দ্বীপে ৯৭ টি পাথর ঘেরা ব্লক রয়েছে। ব্লকগুলোর দেয়াল ২৫ ফুট লম্বা, ১৭ ফুট চওড়া। আশ্চর্যজনকভাবে প্রতিটি ব্লক একইরকম জ্যামিতিক আকারে সাজানো আছে। একেকটি পাথরের ওজন ৫০ টনের মত। পাথরের তৈরি অসাধারণ শিল্পকর্ম মানুষকে অভিভূত করে।এ পাথরগুলো কিভাবে এখানে এল তার সঠিক ধারণা পাওয়া যায় না। অনেকে মনে করেন জলে ভেসে এসেছে পাথরগুলো। 

নান মাদল নিয়ে বহু ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মহাদেশ ‘মু’ এখানে ছিল। নান মাদলই মু এর অংশ কিনা তা সঠিকভাবে নির্ধারণ করা যায় নি। অনেকে মনে করেন ‘লেলুহ’ শহরটি যারা তৈরি করেছিল তারাই নান মাদল তৈরি করেছেন। তবে কার্বন টেস্টের মাধ্যমে জানা যায় নান মাদল অনেক বেশী পুরাতন। তাই উক্ত ধারণাটি সঠিক নয়।

মাঝ সুমুদ্রের মধ্যে এরকম একটা দ্বীপে কিভাবে মানুষ বেঁচে ছিল তা খুব আশ্চর্যের বিষয়। রেডিও কার্বন টেস্টের মাধ্যমে জানা যায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে এ শহরের জন্ম। একসময় এ দ্বীপ জনশূন্য হয়ে যায়। কীভাবে জনশূন্য হয়ে যায় তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে অনেকে ধারণা করেন নিরাপদ জল ও খাদ্যের অভাবে এ এলাকার মানুষ অন্য জায়গায় চলে যায় বা মৃত্যু ঘটে। উনিশ শতকের দিকে এ দ্বীপ পুরোপুরি পরিত্যক্ত হয়।

১৯৮৫ সালে যুক্তরাস্ট্র সরকার এ পরিত্যক্ত নগরীকে জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে এবং ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

‘বাঁধাকপির মহারানী’- এক অভিনব রান্না

নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য সুখবর, রাজ্যে নতুন ৮টি মেডিকেল কলেজের অনুমোদন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

Malda news: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে শুরু হল পঠন উৎসব

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।

বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, মীরাদেবীর শারীরিক অবস্থার উন্নতি।

চেন্নাইয়ের জলবাহী ট্রেন আদৌ কি পারছে শুষ্ক শহরের তৃষ্ণা ?

যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোথায় জানতে পড়ুন।।

Malda news: তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মালদহে অনুষ্ঠিত হল সুপার স্পেশালিটি কার্ডিয়াক ক্লিনিক।।

স্প্যানিশ ওমলেট