Saturday , 19 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মদের আসরে পাওনা টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
kartik pal
October 19, 2024 2:18 pm

Newsbazar24:মদের আসরে পাওনা টাকা চাইতে গিয়ে বচসা থেকে খুন, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যক্তি সুদের কারবারি বলে জানা গিয়েছে। অভিযুক্তর বাড়িতে আগুন উত্তেজিত জনতার, খুনের ঘটনায় গ্রেফতার দুই।
ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাঁথি থানার ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউলপোতা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি পূর্ব আমতলী গ্রামেও উত্তেজনা ছড়ায়।
মৃত ব্যক্তির নাম গোবিন্দ পাত্র (৪৫)। পূর্ব আমতলীর বাসিন্দা। সে মুদি দোকান চালাতো ও সুদের কারবার করত। গোবিন্দর পরিবার সূত্রে জানা গেছে ,অনেকদিন আগে গোবিন্দ উত্তমকে ৭০ হাজার টাকা ধার দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে গোবিন্দ তাঁকে টাকা শোধ করার জন্য উত্তমকে চাপ দিচ্ছিলেন। এ নিয়েই ইদানীং গোবিন্দর সঙ্গে উত্তমের মাঝে মাঝেই বচসা চলছিল। বৃহস্পতিবার রাতে পরিকল্পনা করে গোবিন্দ কে মদের আসরে ডেকে পাঠায় উত্তম। জানায় যে তার টাকা শোধ করা হবে। দেউলপোতা থেকে কিছুটা দূরে একটি মদের দোকান থেকে মদ কেনে উত্তম। তারপর ফাঁকা জায়গায় আসর বসে। মদ খাওয়ার সময় গোবিন্দ টাকা চাইতেই শুরু হয় ঝগড়া। উত্তেজিত উত্তম পড়ে থাকা ইট নিয়ে গোবিন্দর মাথায় ও মুখে মারে। বাকিরা তাকে সহযোগিতা করে। মাথা-মুখ থেঁতলে দেওয়ার পর তাঁকে ফেলে দিয়ে পালায় অভিযুক্তরা। স্থানীয় লোকজন গোবিন্দকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আইসি প্রদীপকুমার দাঁর নেতৃত্বে পুলিস বাহিনী এলাকায় যায়। রাত ১০টা নাগাদ পুলিস স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আশঙ্কাজনক গোবিন্দকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এদিকে, এর আগে স্থানীয় লোকজন অভিযুক্ত উত্তম ও বাঁটুলকে একটি ক্লাবে আটকে রাখে। পুলিস রাতেই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।
সমগ্ৰ ঘটনার পর শুক্রবার উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ। সমগ্ৰ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত উত্তম পাত্র(৩৫) ও বাটুল মাইতি কে গ্রেপ্তার করেছে।
উত্তম পাত্র ও বাঁটুল মাইতিকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। নিহতের পরিবারের লোকজন উত্তম সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত। পুলিসকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা। পুলিশ সূত্রে জানা যায়,
। গোটা ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

हरिश्चंद्रपुर की एक अपहृत युवती को महाराष्ट्र के पुणे से बरामद

বাজারের মধ্যে প্রকাশ্যে গুলিবিদ্ব হয়ে ১ যুবক খুন, আটক ২, এলাকায় উত্তেজনা

মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সবুজসাথী প্রকল্পের সাইকেল খোলা আকাশের নীচে

একদিনের জন্য ‘পাঁচপোতা বাওর’

দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করলেন

N 24 pargana news:অভিনব উপায়ে সোনা পাচার, বিএসএফের তৎপরতায় উদ্ধার ৬ কোটি টাকার সোনা‌‌‌।

সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলা থেকে উল্লেখযোগ্য সাফল্য

Malda:লোকসভা ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে ‘মোদি গ্যারান্টি ভ্যান’

Malda:গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিএম প্রার্থীর তৃণমূলের যোগদান

বাস্তুশাস্ত্রের মূল কাজ ও নীতি – একটি প্রতিবেদন