news bazar24: খড়িবাড়ি। শুক্রবার বাতাসী পিএসএ ক্লাবের ৫৮তম দুর্গাপূজার খুন্তি পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গা উৎসবের প্রস্তুতি। এ বছর পিএসএ ক্লাবের থিম ‘সবুজের ধৃতি’। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হবে পূজা মণ্ডপ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক যতীন্দ্র নাথ সিং, মুকুল সরকার, সহ-সম্পাদক বাসুকি নাথ দত্ত প্রমুখ। তথ্য দিতে গিয়ে পিএসএ ক্লাবের সেক্রেটারি মুকুল সরকার জানান, বিগত বহু বছর ধরে প্রতিবছর একটি আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার আয়োজন করা হয়। এ বছরও দুর্গাপূজার থিম ‘সবুজের ধৃতি’। আগের মতো এ বছরও পিএসএ ক্লাবের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার খুন্তি পূজার মাধ্যমে দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। পিএসএ ক্লাবের দুর্গাপূজা প্রতিবছর জাঁকজমকপূর্ণ এবং আকর্ষণীয় হয়। পূজার সময় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। প্রতি বছরই ভিন্ন ভিন্ন থিমে পূজার আয়োজন করা হয়।