Malda Acident: প্রধানমন্ত্রীর সভা সেরে ফেরার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা আহত প্রায় ১০

Newsbazar24:নির্বাচনী প্রচারে শুক্রবার মালদহে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই সভায় যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বিজেপি কর্মী সমর্থক এসেছিলেন। প্রধানমন্ত্রীর সভা সেরে ফেরার পথে দুর্ঘটনা। উল্টে গেল বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া অটো। আহত প্রায় ১০ জন জন। তারমধ্যে তিন বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলের ঘাকশোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে।
আহতদের কাছ থেকে জানা যায় জাতীয় সড়কের রাস্তার উপর একটি ফলের গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীবোঝাই ওই অটো নিমন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায় রাস্তার উপরে। তারপর পাল্টি খায়। এরপর বেশ কিছু সমর্থক অটোর নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। এরপর আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে টোল প্লাজার অ্যাম্বুলেন্স করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার তিন বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জানা যায় আহতদের প্রত্যেকের বাড়ি গাজোলের কচুয়া টোলায়। এক আহত ব্যক্তি বলেন, মোদীজির সভা শেষ করে সবাই বাড়ি ফিরছিল। গাজোল টোল প্লাজা ক্রস করে কালীমন্দির এর কাছে অটো টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত হয়েছেন প্রায় জনা দশেক। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক তাদেরকে মালদা কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে