মালদা শহরের কালীতলা মন্দির সংলগ্ন এলাকায় মুখোশ নৃত্য

news bazar24: মালদা শহরের কালীতলা মন্দির সংলগ্ন এলাকায় কয়েকশো বছর ধরে  হয়ে আসছে  গম্ভীরা মুখোশ নৃত্য । প্রতি বছর ১৬ ই  বৈশাখ সন্ধ্যা বেলা  থেকে এই অনুষ্ঠান শুরু হয়। সারা রাত ধরে চলে  এই অনুষ্ঠান । রঞ্জিত সিংহ জানান, দীর্ঘদিন ধরে ১৬ বৈশাখ এখানে গম্ভীরা মুখা নাচ অনুষ্ঠিত হয়ে আসছে। কালী, নরসিংহ, টাপা নাচ পরিবেশিত হয় সারা রাত ধরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠান দেখতে আসেন।