বাংলাকে দুর্নীতিমুক্ত করতে গেলে মোদিকে ক্ষমতায় আনতে হবে, সিএএ নিয়ে মমতাকে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রীর

Spread the love

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় মূখর হন তিনি। বাংলা থেকে বিজেপিকে বেধে দেওয়া টার্গেট পূরণ করতে হবে বলে জানিয়ে দেন অমিত শাহ। এদিন বেলা বারোটা নাগাদ মালদহ বিমান বন্দরে নামে সেখান থেকে গাড়িতে করে তিনি পোস্ট অফিসের মোড়ে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে হুডখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন সাথে ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রী রুপা মিত্র চৌধুরী।। অমিত শা’কে দেখতে রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। তাদের উদ্দেশে পুষ্পবৃষ্টি করেন শা। এরপর রবীন্দ্র মুক্তির পাদদেশে এসে শেষ হয় রোড শো। সেখানে বক্তব্য রাখেন শা। রোড শো থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বলেন, ‘অনুপ্রবেশ রুখতে সিএএ জরুরি। সিএএ-র বিরোধিতা করছেন মমতা।’ বাংলাকে দুর্নীতি মুক্ত করতে ও, উন্নয়নের জন্য মোদিকে আনতে হবে বলে তিনি বার্তা দেন।
তিনি আরো বলেন, বাংলা থেকে পদ্ম ফুলে ভোট দেওয়ার মানে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বাংলা থেকে বিজেপিকে ৩০টির বেশি আসনে বিজেপি জেতাতে হবে কি হবে না! তিনি জানান, গতবার এই আসন থেকে সামান্য ভোটে হারতে হয়েছিল। এবার প্রায় ৫০ হাজার লিড নিয়ে বিজেপি প্রার্থী নির্ভয়া দিদি (শ্রীরূপা মিত্র চৌধুরী) কে জেতাতে হবে।

  • Desk-2

    Related Posts

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    Spread the love

    Spread the loveNewsbazar24:সোমবার চতুর্থ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা…

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    Spread the love

    Spread the loveNewsbazar24:রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট । রবিবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে করা হয়েছে ডিসিআরসি সেন্টার । সেখানে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ৷…

    You Missed

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে মৃত দুই

    Birbhum News: চাষের কাজ চলাকালীন মাঠে বাজ পড়ে  মৃত দুই

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে , প্রস্তুতি চূড়ান্ত

    রাত পোহালেই বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    রাত পোহালেই  বহরমপুর কেন্দ্রের নির্বাচন, ভোট প্রস্তুতির চরম ব্যস্ততা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    মাতৃ দিবসে রক্তদানের মত মহৎ কার্যে ব্রতী সৌহার্দ্য মালদা

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে বিভ্রান্তি

    Nadia News:নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপে ভোটকেন্দ্রের ‘ভুল’ ঠিকানা ঘিরে  বিভ্রান্তি

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

    কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারো নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
    Contact