বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, তাপস রায় ঘটনাস্থলে পৌঁছাতেই উত্তেজনা বিজেপি কর্মীকে মারধর

Newsbazar24:আবারও বড়বাজারে অগ্নিকাণ্ড। বড়বাজারের নাখোদা মসজিদের কাছে এক বহুতলের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। সোমবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ও। এলাকায় তাপস পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তাপসকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। শুরু হয়
বচসা, হাতাহাতিতে জরিয়ে পড়ে বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকরা । এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল উত্তেজনা ছড়ায় বড়বাজার এলাকায়। অগ্নিকাণ্ডের বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন,’একটা পিচবোর্ডের গোডাউনে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে আশেপাশের দু’টি বাড়ির নীচের তলায় আগুন ছড়িয়ে পড়ে। যারা ওখানে বসবাস করেন, তাদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আর যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তার চেষ্টা চলছে। কুলিং প্রক্রিয়া চলছে। বড়বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আমাদের প্রাথমিক কাজ আগুন নেভানো। তারপর তদন্ত হবে, ফরেন্সিক পরীক্ষা চালানো হবে। তখনই জানা যাবে এই গোডাউন আইনি না বেআইনি। বাগরি মার্কেটে আমরা এক লাখ লিটার জলের ব্যবস্থা করেছি। মানবিকতার খাতিরে একদিনে কারও ব্যবসা বন্ধ করে দেওয়া যায় না।’