নির্বাচন কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Newsbazar24:ভোটের আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে মালদহের এক তৃণমূল নেতা। নির্বাচন কমিশনের আধিকারিকদের সরাসরি ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করে দেওয়ার নির্দেশ পাশাপাশি তাদেরকে বিজেপির দালাল বলেও কটাক্ষ। ঘটনায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা বুথে।ঐ এলাকায় তৃণমূলের সদস্য আখতারি খাতুনের বাড়ি থেকে দলীয় পতাকা খুলে নেয় নির্বাচন কমিশনের অবজারভারের অধীনে থাকা একটি দল।
আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এ অংশের ব্লক সভাপতি জিয়াউর রহমান। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানান, নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপির দালালি করছেন। পরবর্তীকালে এই ধরনের ঘটনা চোখে পড়লে কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার নিদান দেন তৃণমূল নেতা। ব্লক সভাপতির এই পোস্টকে প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, নিয়ম মেনেই ঝান্ডা খোলা হয়েছে।
এ প্রসঙ্গে ব্লক সভাপতি জিয়াউর রহমানের দাবি, ‘আমাদের দলের পঞ্চায়েত সদস্য আখতারি খাতুনের বাড়ি থেকে নির্বাচন কমিশনের লোকেরা দলের পতাকা তুলে নিয়েছেন। আমরা তো কোনও সরকারি জায়গায় পতাকা টাঙাইনি। আমরা আমাদের দলের সদস্যের বাড়ির দেওয়ালে পতাকা টাঙিয়েছিলাম। সেখান থেকে কেন পতাকা খোলা হল। আমার মনে হয়, নির্বাচন কমিশনের কিছু আধিকারিক পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছি।’
এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১-এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, ‘ঘটনার কথা শুনেছি। ব্যক্তিগত সম্পত্তিতেও তিনটির বেশি একই দলের পতাকা কিংবা একাধিক দলের একটি একটি করে তিনটির বেশি পতাকা লাগানো যাবে না। এটাই নিয়ম। হয়তো নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই নিয়ম মেনেই খুলেছে।’