তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তমলুকে উত্তেজনা, শোনা গেল চোর চোর স্লোগান

Newsbazar24:মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে । তৃণমূল এবং বিজেপি সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের জেলা শাসকের দফতরের সামনে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি শান্ত হয়।
এদিন জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তমলুক এবং কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও উত্তম বারিক। ওই সময়েই কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও মনোনয়ন জমা দিতে এসেছিলেন। সৌমেন্দুর সঙ্গে ছিলেন তাঁর বাবা শিশির অধিকারী ও দুই দাদা শুভেন্দু এবং দিব্যেন্দু।
তৃণমূল এবং বিজেপি দুই পক্ষের সমর্থকেরা সামনাসামনি হতেই বিজেপির কর্মীরা তৃণমূলকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনী।

বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিচ্ছেন
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের দুই প্রার্থী। অন্যদিকে, বিজেপির সৌমেন্দুও মনোনয়ন জমা দেওয়ার জন্য কাঁথি থেকে তমলুকে এসেছিলেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই জেলা শাসকের দফতরের সামনে রাস্তা অস্থায়ী ব্যারিকেডদিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। শুধুমাত্র প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা প্রস্তাবক এবং দেহরক্ষীদেরই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সৌমেন্দুকে অভিনন্দন জানাতে আগে থেকেই ব্যারিকেডের সামনে হাজির ছিলেন বিজেপির কয়েক জন নেতা কর্মী। অন্য দিকে, তৃণমূলের প্রার্থীরা এলে তাঁদের নিয়ে মিছিল করে এগিয়ে আসেন শাসকদলের কর্মীরা। সেই সময়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপর পক্ষকে দেখে স্লোগান দেওয়া শুরু হয়। পুলিশ উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
তবে বিজেপি প্রার্থী সৌমেন্দুর মনোনয়নে যোগ দিতে এসে তাঁর বাবা তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীকে জেলাশাসকের দফতরে ঢোকার পথে তাঁকে আটকে দেন পুলিশকর্মীরা। এই নিয়ে কিছু সময়ের জন্য আবার উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে জেলাশাসকের কার্যালয়ে প্রবেশের অনুমতি পান শিশির।