টানা ১২ ঘণ্টা ধরে ভুমি কম্পন তাইওয়ানে, আতঙ্কে মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে

news bazar24: টানা ১২ ঘণ্টা ধরে ভুমি কম্পন। আর এই ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে তাইওয়ানের মাটি । গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। প্রত্যেকবারই রিখটার স্কেলে এই কম্পনের  সর্বোচ্চ  তীব্রতা ছিল ৬.৩ কাছি কাছি।

     তাইওয়ান অ্যাডমিনিস্ট্রেশন  জানিয়েছে , স্থানীয় সময় অনুযায়ী  সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের (Taiwan) রাজধানী তাইপেইয়ে (Taipei)অঞ্চলে  প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তারপর মঙ্গলবার সকাল পর্যন্ত বার বার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে উঠেছে তাইপেই। কম্পনের উৎসস্থল তাইওয়ানের পূর্ব দিকে হুয়ালিয়েন এলাকায়। তবে এলাকায় এখনও আতঙ্ক গ্রাস করে রেখেছে। মানুষ ঘর থেকে বেড়িয়ে রাস্তায় আশ্রয় নিয়ে আছে।