চলমান তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় শান্তিপুরে ব্যাঙের বিয়ে

Newsbazar24:চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে নদীয়ার শান্তিপুরে। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আসায় প্রহর গুনছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আসায় নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে।শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতিনিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে। যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন। আর তারপরেই বৃষ্টি হয়। তাই এবছরও তাঁদের এই অনুষ্ঠান। সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে। তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আধুনিক বিজ্ঞানধর্মী মন এসব মানতে চায় না। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসবেই বা অতীতেও সব সময় হয়েছে—এমন নিশ্চয়তা কেউই দিতে পারবেন না। কিন্তু এ হচ্ছে প্রত্যাশা। যে প্রত্যাশা সব মানুষের ভেতরেই কোনো না কোনোভাবে থাকে। কিন্তু আদৌ কি মানুষের প্রত্যাশা ও বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি? নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার।