World Cup Football 2022:বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতার ২-০ পরাজিত

Newsbazar24:+সব অপেক্ষার অবসান হলো। কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল।
ভারতীয় সময় রাত ৮টার পরে কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০০০০ দর্শক উপস্থিত থেকে উপভোগ করলেন জমকালো এই অনুষ্ঠান। এ বারের বিশ্বকাপে বেশ কিছু নতুন রয়েছে। এই ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও বিটিএস তারকা জংকুক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে অংশ নেয় কাতার-ইকুয়েডর।উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ইকুয়েডর।
মাত্র তিন মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডের এর অধিনায়ক ভ্যালেন্সিয়া। বিশ্বকাপের প্রথম গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই ঘটনার পরেই ইকুয়েডরের আক্রমণের ঝাঁজ বেড়ে যায়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে ফের গোল। মাঠের ডানদিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান ইকুয়েডরের অধিনায়ক। গোলকিপারের নাগাল এড়িয়ে গোলপোস্টের একদম কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে যায়। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভ্যালেন্সিয়া।প্রতিপক্ষের লাগাতার আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা।
প্রথমার্ধের শেষদিকে অবশ্য গোলের একটি সহজ সুযোগ হাতছাড়া করে কাতার। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আয়োজক দেশ। গোলের চেষ্টাও করে তারা। তবে ইকুয়েডরের রক্ষণ টপকে গোলের মুখ খুলতে পারেনি কাতার। শেষ পর্যন্ত ২-০ গোলে পরাজিত কাতার।