earthquake Indonesia ঃ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, এখন পর্যন্ত মৃত ২০ আহত ৩০০

UNI/ news bazar24: আজ সোমবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ।

খবরে প্রকাশ,  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। ভূমিকম্পের ফলে শহরের

ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

এর আগে গত শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরপরই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন মানুষজন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬। তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ০৭ মিনিটে ভূমিকম্পটি হয়। এর গভীরতা ছিল ভূগর্ভে 20 কিলোমিটার পর্যন্ত ।