No Comments

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।

newsbazar 24 রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় সোমবার মালদহ জেলাতেও  স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি এবং এ ব্যাপারে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে কর্মসূচি নেওয়া হয়। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলোতে শিবির সংগঠিত করা হয়। এই শিবিরে বহু ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন সুত্রে জানা যায় জেলার ব্যাপক অংশের ছাত্রছাত্রীদের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সচেতনতা বাড়াবার জন্য পাশাপাশি ব্যাপকভাবে তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই প্রশাসনিক কর্মসূচীকে বলে জানা গেছে। জেলা চাচল মহকুমার  চাচোল ১ নম্বর ব্লকের উদ্যোগে স্টুডেন্ট কার্ড নিয়ে একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটি সেমিনার করা হয় এ ব্যাপারে চাচোল ১ নম্বর ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য বলেন ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া । এই স্টুডেন্ট কার্ড নিয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই ব্যাপারে ছাত্র-ছাত্রীদের অবহিত করার জন্য এই শিবিরের আয়োজন।