বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যের তিন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫ শতাংশ

Newsbazar24:দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হল শুক্রবার সকাল থেকে। ওটা ভারতবর্ষের ১০২ টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। একমাত্র ব্যতিক্রম বাংলা। প্রথম দফায় বাংলার টিম কেন্দ্রে ভোট গ্রহণ চলছে কুচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। ভোট শুরু হতেই চারিদিকে বিক্ষিপ্ত উত্তেজনার খবর আসছে।। ভোট শুরু হতেই উত্তেজনা বিশেষ করে শিরোনামে উঠে এসেছে কোচবিহার জেলা। এবার কিনা বিজেপি পোলিং এজেন্টকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠল। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
অন্যদিকে এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কোচবিহারের শীতলকুচিতে BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে এদিন। ২২১ নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। যদিও সমগ্র বিষয়টি অস্বীকার করেছে শাসক দল।

ভোট পর্ব শুরু হওয়ার পরই উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। কোথাও নেতাদের মারধরের ঘটনা, কোথাও কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা। তৃণমূল হোক বা বিজেপি, অভিযোগ সব দলের বিরুদ্ধেই। কিন্তু এই অশান্তির ঘটনার মধ্যেও ভোটদান চলছে। প্রথম দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, তিন কেন্দ্র মিলিয়ে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৫.৯১ শতাংশ এবং জলপাইগুড়িতে ১৪.১৩ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফার ভোট গ্রহণে সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
কিন্তু সবথেকে বেশি অশান্তির অভিযোগ কোচবিহারে । বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূলের ‘বাইকবাহিনী’ জেলায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ বিজেপি। আবার তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে শাসক শিবির। যদিও দেখা গেছে, দুই পক্ষেরই একাধিক কর্মী, নেতা আক্রান্ত হয়েছে। অস্থায়ী কার্যালয় পোড়ানোর ঘটনাও ঘটেছে কোচবিহারে। একই অভিযোগ অবশ্য এসেছে জলপাইগুড়ি থেকেও। তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়ে গিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। অন্যদিকে, জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়।
কোচবিহারে মোট বুথ ২ হাজার ৮৩টি। এছাড়া স্পর্শকাত্র বুথের সংখ্যা ১৯৬টি। ভোটকে কেন্দ্র করে কোচবিহার জেয়ায় ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রায় ১১ হাজার রাজ্য পুলিশকেও মোতায়েন করা হয়েছে বলে খবর।

Related Post