বর্ধমানের আমাদপুরের চৌধুরী বাড়ির পুজো , বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় চাল-ডাল

news bazar24 : সাড়ে তিনশো বছর এরও পুরনো আমাদপুরের চৌধুরী বাড়ির পুজোর বয়স  । পুজোর সূচনা করেন অনাদিরাম সেন এর হাত ধরে সূচনা হয় পুজোর। ওরঙ্গজেবের আমলে মুর্শিদাবাদে জমিদারি পেয়েছিলেন অনাদিরাম সেন। বর্গি হামলায় মুর্শিদাবাদ থেকে চৌধুরী পরিবার চলে আসেন বর্ধমানের আমাদপুর গ্রামে। পুজোর পনেরো দিন আগে থেকেই বোধনের চন্ডীপাঠ শুরু হয় এ বাড়িতে। পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয় চাল-ডাল। সেই চাল ও ডাল বেটে আল্পনা দেওয়া হয় মন্দির প্রাঙ্গনে।