Wednesday , 25 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

১ বছর বয়সেই হয়ে যায় বাগদান ! ১৬ পূর্ণ হলে  বিয়ে, যে রাজ্যের মেয়েদের শৈশব সর্বনাশ করছে  ‘বাল্যবিবাহ’

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
December 25, 2024 1:58 pm

news bazar24 : এ গ্রামে এখনো উন্নয়ন হয়নি। মধ্যপ্রদেশের রাজগড় জেলার দুর্গম ভূখণ্ডে অবস্থিত এই গ্রামটি মনে হয় দুনিয়ার অগ্রগতির কাছে হার মেনেছে । যার বড় উদাহরণ ,জৈতপুরা গ্রামে এখনও বাল্যবিবাহের প্রাচীন প্রথা চালু রয়েছে। দারিদ্র্য ও হতাশা থেকে মুক্তি পেতে পরিবারের মেয়েদের শৈশব বিসর্জন দেওয়ার প্রথা এখানে। জৈতপুরা একটি উদাহরণ মাত্র। এরকম প্রায় ৫০টি গ্রাম রয়েছে। বাল্যবিবাহ সেখানে নিত্যদিনের ঘটনা। শৈশব হারিয়েছে সাত শতাধিক মেয়ে।

শুধু মেয়েরাই নয় ছেলেদেরও এই সমস্যায় পড়তে হয়। মাত্র এক বছর বয়সে তাদের বিয়ে ঠিক করে দেয় পরিবার। তখনই বাগদান হয়। তারা বড় হলে বিয়ের অনুষ্ঠান হয়। কেউ যদি এই বিয়ে ভাঙতে চায় তাহলে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। এই রীতিকে বলা হয় ‘ঘাগড়া নাত্র’। এই প্রথা পরিবারগুলোকে আরও দারিদ্রের দিকে ঠেলে দেয়।

গ্রামের বাসিন্দা 40 বছর বয়সী রমা বাই নামে এক মহিলা বলেন, “আমি 10 বছর বয়সে বিয়ে করেছি। এমনকি এখনও এই সময়ে মেয়েদের বিয়ে হচ্ছে। এটা বন্ধ করা দরকার।” কথা বলতে বলতে রমার কণ্ঠস্বর কাঁপতে থাকে, গলা ধরে আসে রমার। 22 বছর বয়সী মেয়ে গীতারও একই অবস্থা। মেয়েকে কোলে চেপে ধরে বললেন, দুই বছর বয়সে তার বাগদান হয়েছিল। 16 বছর বয়সে তার বিয়ে হয়। গীতা বলেছিলেন যে তিনি তার মেয়ের সাথে এটা হতে দেবেন না। সে বলল, “আমার যা হয়েছে তাই হয়েছে। আমি আমার মেয়ের সাথে এমন হতে দেব না।”

এক গ্রামবাসী জানান, সন্তান মাতৃগর্ভে থাকাকালীন বিয়ে ঠিক করা হয়। কারো গর্ভে মেয়ে থাকলে আর প্রতিবেশীর ঘরে ছেলে থাকলে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। অনেক সময় মাতাল অবস্থায় পরিবারের পুরুষেরা পরিবারের ছেলেমেয়েদের বিয়ে ঠিক করে দেয়।

ছেলেদের ক্ষেত্রেও তাই। দীনেশ নামে এক নাবালক জানান, বাগদানের সময় তার ভাবী স্ত্রীকে একটি ব্রেসলেট এবং একটি লকেট পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। দশ বছরের এক বৃদ্ধ বলেন, “আমাকে মিষ্টির হাড়ি দিয়ে বিয়ে ঠিক করা হয়েছে। আমি মাত্র ক্লাস ফাইভে পড়েছি। আমি এখনই বিয়ে করতে চাই না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।”

গ্রামবাসীরা বলেন, ঋণ এবং বিয়ের খরচ থেকে মুক্তি পেতে এই রীতি অনুসরণ করা হয়। “অভিভাবকরা নেশাগ্রস্ত অবস্থায় তাদের সন্তানদের বিয়ে ঠিক করেন। তারা টাকা ধার করে তাদের মেয়েদের বিয়ে দেয়। এভাবেই চলতে থাকে,” বলেন গ্রামের সরপঞ্চ গোবর্ধন তানওয়ার।

জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুসারে, রাজগড়ে 20-24 বছর বয়সী 46 শতাংশ মহিলার 18 বছর বয়সের আগে বিয়ে হয়েছিল। জেলার অর্ধেকেরও বেশি মহিলা অশিক্ষিত। এই প্রথা ভঙ্গকারী পরিবারগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। এমনকি তাদের পঞ্চায়েতের সামনে হাজির হতে হবে এবং জবাবদিহি করতে হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন প্রাক্তন অ্যাথলিট পিটি উষা।

জমির দখল ঘিরে উত্তপ্ত রতুয়া, গুলিবিদ্ধ এক মহিলা সহ ২ অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা ।

ধার শোধ করতে না পারায় মানসিক অবসাদে আত্মঘাতী এক শ্রমিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৮ শে ডিসেম্বর আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন।।

মঙ্গলের সকালেই অমঙ্গল – বাস দুর্ঘটনায় মৃত্যু একজনের

শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেসে এলএইচবি রেকের প্রবর্তনের জন্য ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান

SSC দুর্নীতিতে জড়িত TMC দলের পার্থ ! মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল

হাওড়া কি আবার হতে চলেছে শিল্পনগরী?

শ্রাবণ মাস জুড়েই শিবের আরাধনা করুণ ! সাংসারিক অশান্তি , আর্থিক দোষ কাটাতে কী ভাবে পূজা করবেন ?

মেয়ের জন্মদিন আড়ম্বরভাবে পালন না করে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিলেন।