Saturday , 26 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সর্বভারতীয় ফুটবলে মানচিত্রে জায়গা করে নিতে চালু হল ছত্রিশগড় ইউনাইটেড এফসি

প্রতিবেদক
kartik pal
April 26, 2025 4:48 pm

Newsbazar24:ছত্তিশগড় থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্যে বাংলার অ্যারোজ গ্রুপ অফ স্পোর্টস ছত্রিশগড়ের বিলাসপুরে ছত্রিশগড় ইউনাইটেড এফসি নামে একটি ক্লাবের প্রতিষ্ঠা করল। জানা গেছে মূলত এদের উদ্দেশ্য সর্বভারতীয় ফুটবলের মানচিত্রে ছত্রিশগড়কে তুলে আনা।
ছত্তিশগড় ইউনাইটেড এফসি নিজের ক্লাবের জন্য ফুটবলার অন্বেষণের লক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল, ছত্তিশগড়ের বিলাসপুর জেলার সরকন্ডার খেল পরিসর ময়দানে ট্রায়ালের আয়োজন করেছিলো। এই পাঁচদিন দুই বেলা বিভিন্ন সিচুয়েশন প্র্যাকটিস, ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল টেস্ট, সঙ্গে শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চলল ছত্তিশগড় ইউনাইটেডের ফুটবলার বাছাই প্রক্রিয়া।
ট্রায়ালের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড় ইউনাইটেডের মুখ্য পরামর্শদাতা ড: অজয় সিং, মেয়র পরিষদ সদস্য অজয় যাদব, ফিফা রেফারি বিশাল কুমার, প্রাক্তন জাতীয় ফুটবলার জি মধু বাবু, প্রবাসী বাঙালি ফুটবল প্রশিক্ষক দেবানন্দ চ্যাটার্জি এবং অ্যারোজ গ্রুপের প্রশিক্ষক, নির্বাচক ও কর্মকর্তারা।
একইসঙ্গে ছত্তিশগড় ইউনাইটেড এফসি-র প্রথম জার্সি উন্মোচিত হলো ক্লাবের মুখ্য পরামর্শদাতা ড: অজয় সিংয়ের হাত দিয়ে। সেই সঙ্গে শুধু এই পাঁচদিনের ট্রায়ালের জন্যেই নয়, ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে ছত্তিশগড় ইউনাইটেড এফসি গাঁটছড়া বাঁধলো অভীক স্পোর্টস হেলথ অ্যান্ড ফিটনেসের সঙ্গে। ট্রায়ালের এই পাঁচদিনও প্রতিষ্ঠানটির একজন ফিজিও, আহত হওয়া খেলোয়াড়দের নিরন্তর ফার্স্ট এইড পরিষেবা দিয়ে গেছেন।
ট্রায়ালের পঞ্চম তথা শেষ দিনের সকালে অনুর্দ্ধ-১৫, অনুর্দ্ধ-১৭ ও অনুর্দ্ধ-১৯ দলের জন্য ফুটবলারদের বেছে নেন ছত্তিশগড় ইউনাইটেড এফসি-র আধিকারিকরা। এদের মধ্যে কিছু ফুটবলারদের সইসাবুদও হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই প্রধান কোচ জহর দাসের তত্ত্বাবধানে শুরু হয়ে যাবে ক্লাবটির বিভিন্ন দলের জোরকদমে প্রস্তুতি, যার লক্ষ্য অবশ্যই আসন্ন মরসুমের ছত্তিশগড় রাজ্য লিগ ও সর্বভারতীয় বিভিন্ন বয়সভিত্তিক লিগ। রাজ্যটির যুব ফুটবলের উন্নয়ন মূল লক্ষ্য হওয়ায় মূলত অনুর্দ্ধ-১৯ দলেরই বেশীরভাগ ফুটবলারকে ছত্তিশগড় রাজ্য লিগের জন্য সিনিয়র দলে সুযোগ দেবে ক্লাবটি। সেই সঙ্গে লিগের আগে কিছু সিনিয়র ফুটবলারকে সই করিয়ে দলভুক্ত করার পরিকল্পনা আছে তাদের। যুব ফুটবলের উন্নয়নের পাশাপাশি আগামী মাস থেকেই বিলাসপুরে, আবাসিক ও অনাবাসিক অ্যাকাডেমি চালু হয়ে যাচ্ছে সমগ্র ছত্তিশগড়ের ফুটবলারদের জন্য।
ট্রায়ালের পঞ্চম তথা শেষ দিন অর্থাৎ ২৩ এপ্রিল, সমাপ্তি অনুষ্ঠান হয় ক্লাবটির হোম গ্রাউন্ড, বিলাসপুরের বেহতরাই স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক শ্রী নবীন সিং, অভীক স্পোর্টস হেলথ অ্যান্ড ফিটনেসের কর্ণধার ড: অবিনাশ জয়সওয়াল ও অন্যান্যরা। বাছাই হওয়া ফুটবলারদের শংসাপত্র দেওয়া ছাড়াও একটা আধঘণ্টার স্পোর্টস হেলথ, রিহ্যাব ও নিউট্রিশন ক্লাস চলে।
ছত্তিশগড় ইউনাইটেড এফসি-র এই মহৎ উদ্যোগে বিলাসপুরের সর্বস্তরের মানুষ সামিল হয়েছেন। ক্লাবটির ট্রায়াল ঘিরে এই ক’দিন আলাদাই উন্মাদনা দেখা গিয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই সর্বভারতীয় ফুটবল মানচিত্রে ছত্রিশগড় ইউনাইটেড এফসি জায়গা করে নেবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

দ্রুত ধান কাটতে ব্যস্ত পূর্ব বর্ধমানের কৃষকরা 

হাসপাতালের মেঝেয় রাত কাটালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান

জামাই কল্যাণময় হলো রাজসাক্ষী – বিপদ বাড়লো পার্থর

কাশ্মীরের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে গৃহবন্দি করা হল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি , এনসি নেতা ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোনকে।

বিচারক হেনস্তা মামলায় সরকারী আইনজীবী সহ ২১জন আইনজীবীর শাস্তির সুপারিশ হাইকোর্টের

বর্ষার শুরুতেই বেহাল শহরের বহু রাস্তা, বৈঠকে পুরসভা

বাড়িতে ডেকে তৃণমূল কাউন্সিলরের মাথায় ধারালো অস্ত্রের কোপ, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘটনা

বহুদিন পরে আবার এক ফ্রেমে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন

আজব ঘটনা,জীবিত স্ত্রীর দাহ ও সৎকার করলেন স্বামী, কিন্তু কেন? জানতে পড়ুন

খাবার খেয়ে শরীরে বিষ ক্রিয়া সৃষ্টির কারণে একই পরিবারের ৩ জন অসুস্থ ! গুরুতর অবস্থায় মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি।