Thursday , 31 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:সরকারি প্রকল্পে ভাতা প্রাপক দুঃস্থ মহিলাদের টাকা ফেরানোর নোটিশ ঘিরে চাঞ্চল্য মালদহে

প্রতিবেদক
kartik pal
August 31, 2023 9:29 pm

Newsbazar24: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প বিধবাভাতা,বাদ্ধক্যভাতা, মানবিকভাতা সহ একাধিক প্রকল্প গ্রামের দুঃস্থ বয়স্ক মহিলাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। সেই ভাতার টাকা ফেরৎ চেয়ে নোটিস করলেন সরকারেরই এক আধিকারিক। ঘটনাটি মালদা জেলার কালিয়াচক-১ নম্বর ব্লকের। কালিয়াচক ১নং ব্লকের বিডিও প্রায় ৭০০ মহিলাকে টাকা ফেরত দেওয়ার চিঠি করলেন।। দুঃস্থ মহিলারা পড়েছেন মহাসংকটে।
এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে কালিয়াচক-১ নম্বর ব্লকে । জেলাশাসকের আশ্বাস, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন । এ দিকে ব্লক দফতর সূত্রে জানা যাচ্ছে, দফতরের কর্মীদের একাংশ এই ঘটনার তদন্ত চাইছেন । তাহলেই আগের অনেক বেনিয়ম সামনে উঠে আসবে ।
নিয়ম বর্হিভূতভাবে সরকারি প্রকল্পের টাকা দুঃস্থ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে বলে ব্লক প্রশাসনিক আধিকারিকের দপ্তর থেকে জানা গেছে।নোটিসে জানানো হয়েছে সাতদিনের মধ্যে টাকা ফেরৎ না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন চিঠি হাতে পেয়ে দুঃশ্চিন্তার প্রহর গুনছেন ৭০-৭৫বছরের বৃদ্ধা বিধবা মহিলারা। কোন বৃদ্ধা দুঃস্থ মহিলাকে ১৯হাজার,আবার কাউকে ২৫হাজার টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনিক আধিকারিক থেকে জেলাশাসক মুখে কুলুপ এঁটেছেন। তবে প্রশাসনিক দপ্তরের সূত্রে থেকে জানা গেছে লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ঢালাও নাম পাঠানো হয়েছিল। নথিপত্র, বয়স-সহ কোনও তথ্য যাচাই করা হয়নি। একই উপভোক্তার নামে বিধবা ভাতা, বার্ধক্যভাতা, মানবিক ভাতা দেওয়া হয়েছে। যা সরকারি আইন মেনে করা হয়নি। এতে গোটা ব্লকে সামাজিক ভাতা প্রকল্পের প্রায় দু’কোটি টাকা গড়মিল হয়েছে। এখন সেই টাকা ফেরত পেতে মরিয়া চেষ্টা শুরু করেছেন কালিয়াচক-১ বিডিও। এই ব্লকের মোজমপুর, গয়েশবাড়ি, যদুপুর, সিলামপুর, আলিপুর, সুজাপুর, জালুয়াবাধাল, জালালপুর-সহ ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭০০ জন উপভোক্তার বাড়িতে নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চেয়েছেন বিডিও। মঞ্জুলা বেওয়া,মানোয়ারা বিবি,শানোয়ার বেওয়ারা জানান এই টাকা দিয়ে তাদের জীবনের নানা ব্যাধির চিকিৎসা করতাম। ঔষধ কিনতাম।এখন শরীরে জোর নেই। কাজ করতে পারি না। কি করে এই টাকা ফেরৎ দিব জানি না। আমরা অতিরিক্ত টাকা পাই নি। তাই দুঃশ্চিন্তা ও আতঙ্কে রয়েছি। এই টাকা ফেরৎ দিতে পারবো না। সামর্থ্য নেই। কালিয়াচক ১নং ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী কামাল হোসেন জানান এমন চিঠির ফলে গ্রামের দুঃস্থ মহিলারা দুঃশ্চিন্তায় পড়েছেন। তাদের সামর্থ্য নেই টাকা ফেরৎ দেওয়ার। সম্প্রতি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে। ফলে তাদের কাছেও তথ্য সঠিক নেই। বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আর্কষণ করার উদ্যোগ নেব।
বিডিও সেলিম হাবিব হায়দার বলেন,এক মানুষ একাধিক সরকারি ভাতা পেতে পারেন না । যাঁরা একাধিক ভাতা নিয়েছেন, তাঁদের ভাতার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আইন মোতাবেকই সব করা হচ্ছে ।” এ দিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, কালিয়াচক-১ নম্বর ব্লকের ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখতে হবে ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Malda:কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মালদা জেলায়ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হল

ভুল প্রক্রিয়াতে নমিত সিং এর বিরুদ্ধে মামলা করা হয়েছে, বিস্ফোরক বিধায়ক সোমনাথ শ্যাম

Malda:ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুর কাছে টাকা চেয়ে খুনের হুমকি, আটক তিন

ভোটের মুখে আবারো উত্তরপ্রদেশে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর।‌।

আবার পাল্টি প্রণবপুত্র অভিজিতের

আসন্ন ঈদের আগে প্রায় হাজার অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণে তৃণমূল কাউন্সিলর

QR কোড স্ক্যান করলেই জানতে পারবেন গাছের পরিচয়

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সন্তানদের জন্য মোদীর বিশেষ উপহার

বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

রাজ্যের অন্যান্য জেলার ন‍্যয় মালদা জেলাতেও অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সচেতনতা শিবির।।