Saturday , 7 October 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সরকারি উকিল, পুলিস, প্রশাসন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে,কামদুনি প্রসঙ্গে বিস্ফোরক মৌসুমি

প্রতিবেদক
kartik pal
October 7, 2023 1:21 am

Newsbazar 24:দীর্ঘ ১০ বছর পর কামদুনি কান্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা মকুব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এদিন কামদুনি মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় নিম্ন আদালত শরিফুল আলি, আনসার আলি এবং আমিন আলি তিনজনকে ফাঁসির সাজা দিয়েছিল । কিন্তু এদিন তিনজনের ফাঁসির সাজা মকুব করে আনসার আলি এবং শরিফুল আলির আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এর সঙ্গে আমিন আলি ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করকে বেকসুর খালাসের নির্দেশ আদালতের।
আর এই নির্দেশ সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবাদী মুখ মৌসুমি, টুম্পা কয়াল সহ কামদুনির মানুষজন। কলকাতা হাইকোর্ট চত্বরেই রাস্তায় কান্নায় ভেঙে পড়েন তাঁরা। একই সঙ্গে নতুন করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিবাদী মুখ মৌসুমি, টুম্পা কয়ালদের।
এরপর এদিন সন্ধ্যায় এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলেন কামদুনিকাণ্ডে বিচার দিতে পারল না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসন! যে মমতা বন্দ্যোপাধ্য়ায় কামদুনি গিয়ে ঘোষণা করেছিলেন যে, অপরাধীরা শাস্তি পাবে, সরকারি উকিল লড়বে! সেই সরকারি উকিল, পুলিস, প্রশাসন সব টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে।
এই বিষয়ে নিয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন,সন্তান হারানোর বেদনায় কোর্টে মেয়েটার মা কাঁদছিল। আমরাও মা। এই বাংলার বুকে অনেক মা আছে। সন্তানের একটু জ্বর হলে, সর্দি-কাশি হলে, রাতের পর রাত জেগে থাকে। সেই সন্তানকে যদি নৃশংসভাবে মেরে ফেলা হয়, আর তার বিচার যদি এই হয়! এই বিচার আমরা আশা করিনি। দীর্ঘ ১০টা বছরের লড়াই ছিল আমাদের। একটার পর একটা মিথ্যা মামলা,অনেক রকমভাবে মিথ্যা অপবাদ, আজ পর্যন্ত লড়ে আসছি। ওই মেয়েটি মারা গেছে, একটা মায়ের কোল খালি হয়েছে। আমাদের রাজ্যে অনেক মায়েরা আছে, তাদের সন্তানেরা আছে। তারাও তো রাস্তায় বের হয়। তারাও তো স্কুল-কলেজে যায়। যে চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। একটা বিচারের আশা আমাদের ছিল।
আমরা আশা করেছিলাম দৃষ্টান্তমূলক শাস্তি হবে , যাতে এরকম ঘটনা ঘটানোর আগে একবার নয়, দশবার ভাবে দুষ্কৃতিকারীরা। আমি কোর্টকে সম্মান জানিয়েই বলছি এই রায় সত্যিই খুব লজ্জার। সমস্ত ভারতবাসীর লজ্জা। প্রতিটা মেয়ের লজ্জা। প্রতিটা মায়ের লজ্জা। সবাই চেয়েছিল এই অন্যায়ে এদের সাজা হোক। কিন্তু হল না। কিন্তু ডাক্তারের রিপোর্ট, সিআইডি চার্জশিট, পুলিসের রিপোর্ট সবকিছু পালটে দেওয়া হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মালদা মেডিকেলের সমস্ত ফ্রিজার বিকল, মর্গে পচছে সারিসারি লাশ, দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ

কম খরচে স্যানিটাইজেশন ট্যানেল তৈরি করে তাক লাগালেন বালুরঘাটে তিন যুবক ।

মালদহের নির্বাচিত পুজো কমিটি গুলোকে বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল।।

গৌড়ডাঙ্গা বাসস্ট্যাণ্ড থেকে ঘুমুরিয়া গ্ৰাম যাবার রাস্তা বেহালা অবস্থা, ক্ষোভ সাধারন মানুষের

Malda news রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর পুলিশি অভিযানে আটক বাড়ির মালকিন সহ যুবক-যুবতীরা

सीपीआईएम गोसाईपुर एरिया कमिटी के द्वारा विभिन्न मांगों के समर्थन में रविवार को रैली किया

গ্রীষ্মের ছুটিতে উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলা রাখার আবেদন নিয়ে স্মারকলিপি স্কুল পরিদর্শককে বিধায়কের।

ট্রাফিক রুল ভাঙলে সংযুক্ত আরব আমিরশাহিতে কত টাকা জরিমানা হয়, শুনলে আপনি স্তম্ভিত হবেন

প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবাভিটা এলাকা।

আবারও গাজোলে প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য