Tuesday , 21 May 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি সিল পুলিশের, উঠছে প্রশ্ন, বৈধ মালিকানা থাকা সত্ত্বেও কার মদতে পুলিশ জমি সিল করলো

প্রতিবেদক
kartik pal
May 21, 2024 9:04 pm

Newsbazar24:গত রবিবার মধ্যরাতে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগের দুইদিন পেরিয়ে গেলেও দুষ্কৃতিকারীরা অধরা। যার বিরুদ্ধে মিশনের স্বামীজি অভিযোগ করেছিলেন তাকে তো ধরাই হলো না উল্টে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে দায়ের করা হল জামিন অযোগ্য মামলা। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক দলের নেতারা। দার্জিলিং জেলা তৃণমূলের সম্পাদক তথা আইনজীবী অত্রি শর্মা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব অবশ্য জানিয়েছেন‘যারা মাফিয়া, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না।’
আমরা গতকালই জানিয়েছিলাম শিলিগুড়ির সেবক রোডের প্রায় দুই একর জমি সহ-দ্বিতল বাড়িটি যেটি বর্তমানে সেবক হাউস নামে পরিচিত সেটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন সুনীলকুমার রায় নামে এক ব্যক্তি। পরবর্তীকালে ওই জমির মালিকানা নিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সঙ্গে একটি মামলা হয়। আদালতের রায়ে সম্পত্তি এখন মিশনের হাতেই রয়েছে। সেখানে স্কুল তৈরির পরিকল্পনা করছেন মিশন কর্তৃপক্ষ। এই বাড়িটিতে থাকতেন মিশনের কয়েক জন সন্ন্যাসী। অভিযোগ, শনিবার রাত প্রায় সাড়ে ৩টে নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। পাঁচ সন্ন্যাসী এবং দুই নিরাপত্তারক্ষীকে অপহরণ করে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার আলাদা আলাদা জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পর ওই বাড়িটির দখল নেয় দুষ্কৃতীরা।
ঘটনায় সোমবার বিকাল পাঁচটায় ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের তরফে প্রদীপ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মিশন অভিযোগ দায়েরের ঠিক এক ঘণ্টা পরেই প্রদীপ রায় পাল্টা অভিযোগ দায়ের করেন সেই ভক্তিনগর থানাতেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মিশনের দায়ের করা প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর-এ পুলিশ লঘু ধারায় মামলা রুজু করেছে। উল্টে প্রদীপ রায়ের অভিযোগের ভিত্তিতেই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রদীপ রায়ের অভিযোগ, দেড় একর জমি জবরদখলের চেষ্টা করছে মিশন।
জানা গিয়েছে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুষ্কৃতীদের বার করে সেখানে তালা লাগিয়ে সিল করেছে। প্রশ্ন উঠছে জমির মালিকানার কাগজ পাশাপাশি আদালতের রায় থাকা সত্বেও, পুলিশ কী ভাবে সেই তালা ঝুলিয়ে সিল করতে পারে। পরোক্ষভাবে পুলিশ জবরদখল কারীদের এই সমর্থন করছে বলে মনে করছে শাসক দলের নেতারা। এলাকার মানুষের একাংশ প্রশ্ন তুলেছেন এভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জমি দখল করার পেছনে শাসক দলের মদত না থাকলে সেটা সম্ভব নয়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের বিজয়া সম্মেলনীকে বিসর্জন সম্মেলনী বলে কটাক্ষ শংকরের

রাশিফল — 13 March

দিনহাটায় পাটক্ষেত থেকে উদ্ধার বিজেপি প্রার্থীর দেওরের দেহ!

রান্নাঘর তৈরির সময় যে বিষয়গুলোর দিকে লক্ষ রাখা উচিত 

Malda news:বিশ্বকর্মা পূজা উপলক্ষে টাঙ্গন নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বের হলেন মন্ত্রি পরেশ অধিকারী।

‘উড়িষ্যার বাংরিপোসি’ – এখানে নির্জনতা আপনার সাথী

আজকের আবহাওয়া

India vs Australia Test:প্রথম টেস্ট জয় লাভ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এক ধাপ এগোল

ঝাড়খণ্ডের গিরিডিতে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ মাওবাদীদের, চিন্তায় পুলিশ প্রশাসন‌‌।