Saturday , 19 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

শিলিগুড়িতে নার্সিং হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার এক নার্সের ঝুলন্ত দেহ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
October 19, 2024 2:13 pm

news bazar24: শুক্রবার রাতে শিলিগুড়ির (Siliguri) মিলনপল্লিতে এক নার্সিংহোমের (Nursing Home) আবাসনে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ওই তরুণীর নাম অর্চনা থাপা (২৫)। দার্জিলিংয়ের বাসিন্দা হলেও একবছরের বেশি সময় ধরে তিনি ওই নার্সিংহোমে কাজ করতেন। এদিকে, ওই মৃতের দেহ লোপাট করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি ওই আবাসনে অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে দফায় দফায় ঝামেলা বাধে। এমনকি আবাসনে থাকা একটি বাইকের ওপরও রোষ গিয়ে পড়েছে স্থানীয়দের।

ঐ আবাসনে থাকা এক নার্সের কাছ থেকে জানা গিয়েছে, এদিন সন্ধ্যার পর থেকেই হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান ওই তরুণী। এরপর বাথরুম ভেতর থেকে বন্ধ করে দেন। বেশ কয়েকবার ধাক্কা দিলেও খোলেন না অর্চনা। তঁার মোবাইল ফোনও বন্ধ ছিল। জোরে ধাক্কা দিয়ে বাথরুমের দরজা খুলে দেখা যায়, তিনি শাওয়ারের সঙ্গে টাওয়াল পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এরপরই আবাসনের দায়িত্বে থাকা সিনিয়ারকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা পিন্টু দত্ত বলেন, ‘সন্ধ্যার পর থেকেই বাইরের লোকের আনাগোনা চলতে থাকা। আমরা ওদের জিজ্ঞাসা করি, কী হয়েছে? কেউ কিছু বলতে চাননি। হঠাৎ দেখলাম, সব নার্সকে বের করে দেওয়া হয়। এরই মধ্যে একটি অ্যাম্বুল্যান্স এসে ঘুরে চলে যায়। এরপর আমরাই সিদ্ধান্ত নিই, যা হয়েছে, এখানে প্রয়োজনে সারারাত থেকে দেখব। এরপর কেউ পুলিশকে খবর দেয়। তবে পুলিশ ঢোকার সময় আমরা ঢুকতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। এরপর আমরা জোর করে ভেতরে ঢুকে বাথরুমে গিয়ে তরুণীর ঝুলন্ত দেহ দেখি।’

আবাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক আবাসিক । তিনি বললেন, ‘এখানে রাত দুটো-আড়াইটের পরে বিহারের গাড়ির আনাগোনা চলে। এতজন তরুণী এখানে থাকেন অথচ নিরাপত্তার কোনও বালাই নেই, সিসিটিভিও নেই।’

স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার জয়ন্ত সাহাও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, ‘এলাকাবাসীকে না জানিয়ে, অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পুলিশ আসার আগেই দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। যদিও স্থানীয়দের চেষ্টায় সেটা আর করা হয়নি। গোটা ঘটনার সঠিক তদন্ত করা দরকার।’

এই খবর লেখা পর্যন্ত মৃতার দেহ আবাসনেই রাখা আছে । পরিবারের সদস্যরা দার্জিলিং থেকে রওনা দিয়েছেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

৩১ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ

ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারী আটক এসটিএফ ও ইংরেজবাজার পুলিশের জালে

জম্মু ও কাশ্মীরের সোপোরে জঙ্গিদের গ্রেনেডে হামলায় গ্রামবাসী আহত।

গৃহবধূ বুলেট গাড়ি না আনায় শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠলো স্বামীর শশুর শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে, সবাই পলাতক

শোক প্রকাশ শঙ্করের ।যেখানেই থেকো ভালো ও সুস্থ থেকো, শোক প্রকাশ স্টুডিও পাড়ায়

Malda & Kolkata: ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি, হাইকোর্টে মামলা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর

Malda:মানিকচক গঙ্গা ঘাটের পর এবার ভূতনির গঙ্গা ঘাটে বিরাট এক কুমির

নদীয়ায় ব্যাবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ৬ জনের ডাকাত দল কে গ্রেফতার

স্টারলাইনারের ‘অদ্ভুত চি চি শব্দ’, বুচ-সুনীতা কি আর পৃথিবীতে ফিরতে পারবে ?

ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে জেলা কংগ্রেসের জাতীয় সড়ক অবরোধ।।