Wednesday , 16 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

রাজ্যে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি শাসকদলের নেতাদের দখলে বিস্ফোরক দাবি ইমাম-মুয়াজ্জিন সংগঠনের নেতাদের

প্রতিবেদক
kartik pal
April 16, 2025 9:28 pm

Newsbazar24:সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন, তাদের কি কাজে লাগবে ওয়াকফ সম্পত্তি? বিস্ফোরক উক্তি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাংগঠনিক সম্পাদক এবং সর্বভারতীয় হাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুখতার আলির।
একই অভিযোগ অল বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাসের। তাদের দাবি এত ওয়াকফ সম্পত্তি থাকা সত্ত্বেও রাজ্যে একটিও স্কুল, কলেজ বা হাসপাতাল তৈরি হয়নি। তাদের আরো অভিযোগ বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সেই শাসকদলের লোকজনই তার ক্ষমতা ভোগ করেছে।’
নিজামুদ্দিন বিশ্বাসের অভিযোগ,’রাজ্য জুড়ে এক লক্ষ একর সম্পত্তি রয়েছে ওয়াকফের। শুধু মুর্শিদাবাদেই রয়েছে প্রায় চার হাজার একর সম্পত্তি। ওই সব সম্পত্তি রাজ্যে যখন যে ক্ষমতায় এসেছে, তারাই ভোগ দখল করেছে। মোট ওয়াকফ সম্পত্তির ৭০ ভাগই বেদখল হয়ে রয়েছে।’
ওয়াকফ বোর্ডের হতাশাজনক চিত্র তুলে ধরে নিজামুদ্দিন বিশ্বাস জানান, এই মুহূর্তে বোর্ডের শতাধিক শূন্য পদে কোনও কর্মী নিয়োগ হয়নি। বেদখল হয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে পুলিশ ও প্রশাসনের উপর নির্ভর করতে হয় বোর্ডকে। ওয়াকফ বোর্ডের নিজস্ব কোনও প্রশাসনিক ক্ষমতা নেই। তিনি বলেন, ‘স্থানীয় থানার উপরে নির্ভরশীল হলেই রাজনীতি জড়িয়ে পড়ে এবং ওই সম্পত্তি পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।’ ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন ‘মুতায়াল্লি’ নিয়োগ করা হলেও, অভিযোগ উঠেছে রাজনৈতিক চাপে সেই মুতায়াল্লি তাঁর অধীনস্থ ওয়াকফ সম্পত্তি বিক্রি করতে অথবা লিজ় দিতে বাধ্য হন।

মুর্শিদাবাদের কান্দি মহকুমার গোকর্ণ গ্রামের আবু তাহের ব্রিটিশ আমলে তাঁর প্রায় ১২০০ একর জমি ওয়াকফ করে দিয়েছিলেন। অভিযোগ, সেই সম্পত্তির একাংশ, সালার এলাকায় এক তৃণমূল নেতা দখল করে রেখেছেন। একইভাবে লালবাগেও নবাবি আমলের বহু বিঘা ওয়াকফ সম্পত্তি শাসক দলের নেতানেত্রীদের অনুগামীরা দখল করে রেখেছেন। মাস চারেক আগে ওই সম্পত্তির দখলদারি নিয়ে লালবাগ বাসস্ট্যান্ড এলাকায় বোমা ও গুলিও চলেছিল বলে অভিযোগ। মুখতার আলি জানান, কলকাতার শিয়ালদহে বুআলি ওয়াকফ এস্টেটের হস্টেল ও দু’বিঘা জমিও বেদখল হয়ে গিয়েছে। রডন স্ট্রিটে ওয়াকফ সম্পত্তি দখল করে শপিং মল নির্মাণ আদালতের নির্দেশে আটকে রয়েছে। মুখতারের প্রশ্ন, ‘ওয়াকফকে সামনে রেখে মুষ্টিমেয় কিছু মানুষ ধান্ধাবাজি করছেন। এতে সাধারণ মুসলিমের কী হবে?’
সর্বভারতীয় ইমাম-মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের অভিযোগ, ‘বাম আমলে ওয়াকফ বোর্ড হাতে গোনা কয়েকজন কুক্ষিগত করে রেখেছিলেন। তাঁরা চাননি, ওয়াকফ সম্পত্তি চিহ্নিত হোক। তৃণমূলের আমলে সেই চিহ্নিতকরণের কাজ চলছে, তবে তা খুবই ধীর গতিতে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি দ্রুত ওই সম্পত্তি চিহ্নিত করার এবং দখলদারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।’ রাজ্জাকের স্পষ্ট কথা, ‘শাসক দলে থাকা লোকজনই বেশি করে ওয়াকফ সম্পত্তি দখল করে রাখে। সে সব উদ্ধার করে স্কুল, কলেজ, হস্টেল নির্মাণ করা হোক।’
অন্যদিকে, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর সরাসরি অভিযোগ, ‘তৃণমূলের নেতারাই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন।’ যদিও ওয়াকফ বোর্ডের অন্যতম সদস্য, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান অধীরের বক্তব্য অস্বীকার করে বলেন, ‘২০১১ সালের আগে যদি কেউ মুতায়াল্লি হয়ে থাকেন এবং তিনি ওই সম্পত্তি ভোগদখলের জন্য কাউকে দিয়ে থাকেন, সেটা অন্য কথা। তবে শাসকদলের লোকজন ওই সম্পত্তি দখলে রেখেছে, তা ঠিক কথা নয়।’ খলিলুরের দাবি, ওয়াকফ আইন সংশোধনের ফলে সাধারণ মুসলিমদের মনে হয়েছে, কেন্দ্রীয় সরকার যেমন রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আগামী দিনে ওয়াকফ সম্পত্তিও বিক্রি করে দেবে। তাই এই বিক্ষোভ-আন্দোলন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

অর্থের অপব্যয় রুখতে পার্সে রাখুন কয়েকটি জিনিস

বর্ধমানের অধিষ্ঠাত্রি দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে ৯ জন কুমারিকে নিয়ে ‘নবকুমারী পুজো’

বামনগোলা ব্লকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক জুয়েল মুর্মু।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করতে মালদহে ডেপুটি নির্বাচন কমিশনার সুদিপ জৈন

বাড়িতে খুব কম জায়গাতেই টবের মধ্যে চাষ করুন ধনেপাতা

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন, ভাইজানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা

সৃজিত মুখোপাধ্যায় নিয়ে এলেন ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’ 

বাংলা দেশেও করোনা , তাই বাংলাদেশ সফর আপাতত পিছিয়ে দিলেন নরেন্দ্র মোদী

রাশিফল — 28 December

Bardhaman news: বর্ধমানে চিকিৎসকের পায়ে কামড় সাপের