Saturday , 15 June 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মোদীর অহংকারের কারনেই খারাপ ফল হয়েছে বিজেপির।ভাগবতের পর এবার সরব RSS নেতা ইন্দ্রেশ কুমার

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
June 15, 2024 12:24 pm

news bazar24: অহংকারের কারণেই লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে বিজেপির।  ভাগবতের পর এবার সরব রাষ্ট্রীয়  স্বয়ং সেবক সঙ্ঘের নেতা ইন্দ্রেশ কুমার। জয়পুরে একটি অনুষ্ঠানে তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, “ভগবান রামচন্দ্রের প্রতি ভক্তি, শ্রদ্ধা থাকলেও বিজেপির যে ভোট পাওয়ার কথা ছিল, তা  তারা পায়নি। ধীরে ধীরে অহংকারে পরিপূর্ণ হওয়ার কারণেই ভগবান রাম বিজেপিকে থামিয়েছেন।”

রাজনৈতিক মহলের মতে, ভাগবতের পরে ইন্দ্রেশ কুমারের এই বক্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দিন কয়েক আগে একইভাবে বিজেপি ও মোদিকে নাম না করেও অহংকারী বলে বার্তা দিয়েছিলেন স্বয়ং সেবক সঙ্ঘের  চালক মোহন ভাগবত। তিনি বলেন, “প্রকৃত সেবকের উচিত অহংকার ত্যাগ করে মানুষের সেবা করা।”উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বিজেপির পরাজয়ের পর থেকেই সরব হয়েছেন সঙ্ঘ নেতৃত্ব। পাশাপাশি, বিজেপির অন্দরেও নেতাদের মধ্যে শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়।

অভিযোগ, উত্তরপ্রদেশ-সহ গোবলয়ের একাধিক রাজ্যে স্বয়ং সেবক সঙ্ঘের  সঙ্গে ভোট সংক্রান্ত কোনও আলোচনাই করেনি বিজেপি। অভিযোগ, লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সঙ্ঘের সুপারিশও কার্যকর করা হয়নি।

ইন্দ্রেশ কুমারের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে সমালোচনায় বিধেছে বিরোধী শিবির। কংগ্রেসের প্রবীণ নেতা এবং মুখপাত্র পবন খেরা বলেন, ‘আরএসসকে কে গুরুত্ব দেয় ? প্রধানমন্ত্রী নিজেই সঙ্ঘকে গুরুত্ব দেন না। তাহলে আমরা কেন দিতে যাব? যখন বলার প্রয়োজন ছিল, তখন যদি সঙ্ঘ নেতারা বলতেন, তাহলে সবাই সেই কথাকে গুরুত্ব দিত। সেই সময় তো তাঁরা নীরব ছিলেন।” আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এর মতে, “মোহন ভাগবতের বক্তব্য, ইন্দ্রেশ কুমারের বিবৃতি থেকে স্পষ্ট, মা এবং ছেলের মধ্যে লড়াই শুরু হয়েছে বিজেপিতে ৷ মা অর্থাৎ আরএসএস চাইছে সন্তানকে ত্যাগ করতে এবং সন্তান অর্থাৎ বিজেপি চাইছে মা-কে ত্যাগ করতে। শুরুটা হয়েছিল বিজেপি সভাপতি জেপি নাড্ডার বক্তব্যে। তিনি বলেছিলেন, “আরএসএসকে বিজেপির আর প্রয়োজন নেই ।”

এদিকে, উত্তরপ্রদেশে দলের বিপর্যয় নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সঙ্ঘাত বিজেপি বিধায়কের। মুজফ্ফরনগরের প্রাক্তন সাংসদ সঞ্জীব বালিয়ান, সার্ধনার বিধায়ক সঙ্গীত সোমের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টি প্রার্থীকে সমর্থন করেছেন সঙ্গীত। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের জনপ্রিয় জাঠ নেতা হিসেবে পরিচিত সঞ্জীব বালিয়ান। অন্যদিকে, ক্ষত্রিয় সমাজে প্রভাবশালী নেতা সঙ্গীত সোম। ভোটের আগেই বালিয়ানকে ভোট না দেওয়ার আহব্বান জানিয়েছিল রাজপুত সমাজ। সপা প্রার্থী হরেন্দ্র মালিকের কাছে পরাজিত হয়েছেন বালিয়ান। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “সঙ্গীত সোম সপা প্রার্থীকে সমর্থন করেছেন।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কেন্দুলি মেলা – ধর্মপ্রাণ মানুষদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর ধরে

ধানের বস্তা চাপা পড়ে মর্মান্তিক মৃত্যুএকসাথে ঠাকুমা ও দুই নাতির।

চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ! একদিনে শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ

কুস্তিগিরদের বিক্ষোভের সমর্থনে রাস্তায় মমতা, হাঁটলেন হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত

মালচিং পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষ করে ভালো লাভের মুখ দেখছেন কৃষকরা

দেখে নিন ইংরেজ বাজার শহরের প্রতীমা বিসর্জনের ভিডিও

ইঞ্জিনিয়ার ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তারকা, কোচিং ছাড়াই UPSC ক্লিয়ার করে IPS অফিসার হয়েছেন যে ভারত কন্যা

চুলের যত্নে ‘মেথি’

কোষ্ঠকাঠিন্য,কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ঘি খান।।

কানাডা, মেক্সিকোর উপর অতিরিক্ত কর চাপালেন ট্রাম্প