Tuesday , 1 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মেরি মাটি মেরা দেশ’এই ক্যাম্পেনের অধীনে ১৫ই আগস্ট শহিদ ও বীরেদের সম্মান জানানো হবে

প্রতিবেদক
kartik pal
August 1, 2023 1:34 am

আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে দেশ জুড়ে একটি বড় প্রচার অভিযান শুরু হতে চলেছে। শহীদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান জানানোর জন্য ‘মেরি মাটি – মেরা দেশ’ অভিযান শুরু হবে।
গত রবিবার ৩০ জুলাই মন কি বাত অনুষ্ঠানের ১০৩ তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এই ঘোষণা করেন। তিনি বলেন এই অভিযানের মাধ্যমে অমর শহীদদের স্মরণে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিভূতিদের স্মরণ করে, দেশের লক্ষ লক্ষ গ্রাম পঞ্চায়েতে বিশেষ স্মারক শিলান্যাস করা হবে। এই অভিযানের মাধ্যমে সারা দেশ জুড়ে অমৃত কলস যাত্রা বের করা হবে। দেশের বিভিন্ন গ্রাম ও প্রান্ত থেকে ৭৫০০ কলসিতে, মাটি ভরে এই অমৃত কলস যাত্রা দেশের রাজধানী দিল্লিতে পৌছবে। এই যাত্রা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছের চারাও নিয়ে আসবে। ৭৫০০ কলসিতে ভরে আনা মাটি ও গাছের চারা গুলি দিয়ে জাতীয় যুদ্ধ স্মারকের কাছে অমৃত বাটিকা নির্মাণ করা হবে। এই
অমৃত বাটিকা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারতের’ একটি মহৎ প্রতীক হয়ে উঠবে। তিনি বলেন,গত বছর লাল কেল্লা থেকে আগামী ২৫ বছরের অমৃত কালের জন্য পঞ্চ প্রণের কথা বলা হয়েছিল। ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযানে ভাগ নিয়ে আমরা এই পঞ্চ প্রণকে পূরণ করারও শপথ নেব। সকলে দেশের পবিত্র মাটিকে হাতে নিয়ে শপথ নেওয়ার সময় নিজেদের সেলফি yuva.gov.in এঅতি অবশ্যই আপলোড করবেন। গত বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের জন্য পুরো দেশ একত্র হয়েছিল, সেই রকমই আমাদের এবারেও ঘরে ঘরে পতাকা উত্তোলন করতে হবে এবং এই ঐতিহ্যকে নিরন্তর এগিয়ে নিয়ে যেতে হবে।
এইসব প্রয়াসের মাধ্যমে আমাদের নিজেদের কর্তব্যবোধ তৈরী হবে, দেশের স্বাধীনতার জন্য অসংখ্য আত্মবলিদান সম্পর্কে বোধ জাগ্রত হবে, স্বাধীনতার মূল্য সম্পর্কে ধারণা তৈরী হবে। অতএব প্রত্যেক দেশবাসীর এই প্রয়াস এর সঙ্গে অবশ্যই যুক্ত হওয়া উচিত।
এদিন তিনি আরও বলেন,বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচিত হয়। উত্তর প্রদেশে এক দিনে ৩০ কোটি গাছের চারা লাগানোর যা রেকর্ড তৈরি হয়েছে তা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।
দেশের বেশ কিছু প্রান্তে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে বিপর্যয় মোকাবিলাকারী দল। এই কাজের জন্য এনডিআরএফ এবং ত্রাণের সঙ্গে জড়িতদের কাজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

মাদকের নেশা সর্বনাশা। মাদকের রমরমা রুখতে তৎপর কেন্দ্রের সরকার। ভারতে ১০ লক্ষ কেজির মাদক নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। যার বাজার মূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। রবিবার মাদক বিবোধী অভিযানের প্রশংসা করে মোদী বলেছেন তারা এই মহৎ নেশা মুক্তি অভিযানে অংশগ্রহণ করছেন আমি তাঁদের সবাইকে প্রশংসিত করব। নেশার কুপ্রভাব শুধু একটি পরিবার না, পুরো সমাজের জন্য বড় সমস্যা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে যাতে এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করা যায় তার জন্য আমাদের সবার মিলিত হয়ে এগোনো প্রয়োজন। তিনি এই প্রসঙ্গে মধ্য প্রদেশের একটি অনুপ্রেরণামুলক উদ্যোগ মিনি ব্রাজিলের কথা বলেন চাইব। মধ্যপ্রদেশের শাহডোলের একটি গ্রামের নাম বিচারপুর। বিচারপুরকে মিনি ব্রাজিল বলা হয়। মিনি ব্রাজিল এই জন্য বলা হয় কারণ এই গ্রামটি ফুটবলের উঠতি তারকাদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ আগে যখন আমি শাহডোল গিয়েছিলাম, তখন আমার ওখানকার এরকম বেশ কিছু ফুটবলারের সঙ্গে দেখা হয়। আমার মনে হল এই ব্যাপারে আমাদের দেশবাসীদের, বিশেষ করে যুবা বন্ধুদের, অবশ্যই জানানো উচিৎ। বিচারপুর গ্রামকে মিনি ব্রাজিল বানানোর এই যাত্রা দু-আড়াই দশক আগে শুরু হয়েছিল। সেই যুগে বিচারপুর বেআইনি মদের জন্য কুখ্যাত ছিল, নেশার করাল গ্রাসে বন্দি ছিল। এই পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেখানকার তরুণ প্রজন্ম।
একজন প্রাক্তন জাতীয়স্তরের খেলোয়াড় এবং প্রশিক্ষক রইস আহমেদ এই যুবকদের প্রতিভার খোঁজ পেয়েছেন। রইসজি, যুবকদের, সম্পূর্ণ উৎসাহের সঙ্গে ফুটবল শেখানো শুরু করেছিলেন। কয়েক বছরের মধ্যে এখানে ফুটবল এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিচারপুর গ্রামটি, এখন ফুটবল খেলা দিয়েই পরিচিত হয়ে উঠেছে। এখন এখানে ফুটবল ক্রান্তি নামে একটি কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় যুবকদের এই খেলার সঙ্গে যুক্ত করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মসূচি এতটাই সফল হয়েছে যে বিচারপুর থেকে জাতীয় ও রাজ্যস্তরের ৪০জনেরও বেশি খেলোয়াড় উঠে এসেছে। এই ফুটবল আন্দোলন এখন ধীরে ধীরে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ছে। শাহডোল ও এর আশপাশের এলাকায় বারোশোর বেশী ফুটবল ক্লাব গড়ে উঠেছে। এখান থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় এখন উঠে আসছেন, যাঁরা জাতীয় স্তরে খেলছেন। অনেক বড় প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং প্রশিক্ষক, আজ, এখানে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন। একটি জনজাতি এলাকা যেটি অবৈধ মদের জন্য পরিচিত ছিল, মাদকের জন্য কুখ্যাত ছিল, তা এখন দেশের ফুটবলের ধাত্রীভূমি হয়ে উঠেছে। তাইতো কথাতেই আছে- ইচ্ছা থাকলেই উপায় হয়। আমাদের দেশে প্রতিভার অভাব নেই। যদি প্রয়োজন হয় তবে সেগুলি সন্ধান করুন এবং যত্ন করুন। এরপর সেই যুবকরাই দেশের নাম উজ্জ্বল করবে এবং দেশের উন্নয়নের পথের সন্ধান দেবে।
হজ যাত্রার প্রসঙ্গে রবিবার প্রধানমন্ত্রী বলেন পুরুষ সঙ্গী ছাড়াই চার হাজার মুসলিম মহিলাদের সৌদি আরবে হজ যাত্রায় গিয়েছেন । তাঁদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, সে জন্য সরকারের উদ্যোগরও প্রশংসা করেছেন মোদী।
পর্যটনের কথা বলতে গিয়ে মোদী জানিয়েছেন, প্রতি বছর ১০ কোটি পর্যটক বারাণসীতে আসেন। এই প্রসঙ্গে আমেরিকান পর্যটকদের অমরনাথ যাত্রায় অংশ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

আবারও এক ভবঘুরে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে পরিবারে ফিরিয়ে দিল টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা।

মালদায় এসে পরিষ্কার বাংলা ভাষায় অনেক কিছু বলে গেলেন স্মৃতি ইরানি । কি বলে গেলেন শুনে নিন ভিডিও দেখে

ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়

Malda news: এক সেনা জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি*

লাড্ডু ,মোদক ও দূর্বা কেন গনেশের প্রিয় ? কি বলছে পৌরাণিক তথ্য ,জানুন বিস্তারিত

বাংলাদেশের ঢাকায় যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে দুই সন্ত্রাসবাদী নিহত

দাদার অনুগামীদের পক্ষ থেকে কৃতি ছাত্র দুঃস্থ ছাত্রকে সংবর্ধনা ও সাহায্য

Malda Cricket:ক্রিকেট প্রতিভা অন্বেষণে মালদহে শুরু হল অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা

ভিখারিনি বেশে চোর মহিলার কোটি টাকার সম্পত্তি বাজায়াপ্ত

অনাথ শিশুকন্যার অন্নপ্রাশন পালন করলেন রায়গঞ্জ মেডিকেলের নার্স ও স্বাস্থ্যকর্মীরা।